শামীমপুত্র অয়ন আসামি হচ্ছেন ত্বকী হত্যা মামলায়, সন্দেহ করা হচ্ছে অয়ন ওসমান শিবিরের গুপ্ত চর হিসেবে কাজকরছে কিনা ;

লিখেছেন লিখেছেন বীর বাংলাদেশী ১৭ মার্চ, ২০১৩, ১১:০১:০২ সকাল



ত্বকী হত্যারহস্য নতুন মোড় নিচ্ছে। হত্যা মামলায় আসামি হচ্ছেন শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান। আজকালের মধ্যেই অয়নসহ আরও ১২-১৫ জনকে অভিযুক্ত করে সম্পূরক এজাহার দাখিল করবেন ত্বকীর বাবা রফিউর রাব্বী। এদিকে ত্বকী হত্যারহস্য উদ্ঘাটনে ইতিমধ্যে পুুলিশ সন্দেহভাজন ৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে তাদের এখনও এ মামলায় 'গ্রেফতার' বা 'আটক' দেখানো হয়নি। পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র সমকালকে জানায়, চাঞ্চল্যকর এ হত্যারহস্যের ব্যাপারে পুলিশ ইতিমধ্যেই অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। ত্বকীকে নারায়ণগঞ্জেই হত্যা করা হয়। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সম্ভাব্য তিনটি স্থানের নামও জানা গেছে।

এখন নিশ্চয় বলা হবে অয়ন শিবিরের চর , নয়লে যে পুলিশ সহ হাম্বা লিগের মান হানিয় ব্যাক্তি বর্গের উপর মিথ্যা শিবিরকে দোসারোপের কারনে ইজ্জত ফুট্টুশ হয়ে যাবে ।

এদিকে গোপন সুত্রে জানা যায়, নতুন প্রজন্ম জামায়াত শিবিরের সত্যনিষ্ঠা আদর্শে প্রলুব্ধ হয়ে দলে দলে শিবিরের সাথি ভাই হিসেবে যোগ দিচ্ছে ।

আসলে মিথ্যার প্রদিপ 'আলেয়া' বেশিক্ষন স্হায়ী হয়না । একথা নতুন প্রজন্মের কাছে দিনের আলোর মত পরিস্কার হয়ে গেছে । কথায় কথায় মিথ্যে দোষারপ জাতির কাছে অজানা নয় জাতি আজ বুঝে গেছে একটি মহল নিজেরা অপরাধ করে একটি বিশেষ দলের কাঁধে চাপাতে চায় । এই অতি মাত্রার ডোজ হিতে বিপরিত হয়েছে ।

গনজাগরন মর্মে মা ও ছেলের মাঝে এক কথোপ কথোন ঃ(রম্য)

মাঃ চল বাবা তাড়াতাড়ি রেডি হয়ে নে

ছেলেঃ কেন মা কোথায় যাবা ?

মাঃ গন জাগরন মঞ্চে

কিছুটা পথ পেরিয়ে মা ছেলে কে নিয়ে শাহাবাগ মোড়ে এসে দাঁড়ালে ,

ছেলেঃ মা এখানে দাঁড়ালে কেন এখানে তো বাজে লোকেরা আর হকারেরা ওষধ বিক্রয় করে

মাঃ এমন কথা বলেনা বাবা এটি হলো গন জাগরন মঞ্চ

ছেলে কপালে চোখতুলে

ছেলেঃ মুষ্টিমেয় এই ক'টা লোক দিয়ে বুঝি গনজাগরন হয় ?

মাঃ হাঁ হাঁ এটায় গন জাগরন

ছেলেঃ তাহলে এমঞ্চের বাইরে যারা তারা কি মা ? তারা কি এ দেশের জনগন নয় ?

ভিষন রেগে গিয়ে

মাঃ তুই রাজাকার ! তুই রাজাকার !!

ছেলেঃ উচিৎ কথা বললে বুঝি রাজাকার হয় ? তাহলে তো ভালোরা সবাই রাজাকার , আমার বাবা ও....

মাঃ তুই রাজাকার ! তুই রাজাকার !!তোর বাবা রাজাকার ! তুই রাজাকার !!

বিষয়: বিবিধ

১৬৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File