মন্দ লাগেনি শাহাবাগ বনাম আশা জাগিয়েছে এ জাগরণ
লিখেছেন লিখেছেন বীর বাংলাদেশী ২৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:০২:৩১ সন্ধ্যা
ঠোটের নিচে কলমটি চেপে ধরেছিলাম বেশ কিছুক্ষন, একরাশ ভাবনা, কোথা থেকে শুরু করি
এই নিয়ে সেকি আন্দলোন মনের জমিনে !!
আসলে এমনই তো হওয়া উচিত ছিল । এ দেশের মানুষ মরতে জানে, ব্যাক্তিত্ব রক্ষায়
নিজেকে উৎসর্গ করতে জানে , উৎসর্গ করা মামুলি ব্যাপার, না , ততটা হবে না
হয়তোবা তবে হুজুগ আছে এই জাতির । সব সময় পজেটিভ ভাবে এই জাতি, কিন্তু
পজেটিভের বিপরিতে যে নেগেটিভ বলে একটি শব্দ রয়ে যায় তা জানে কিন্তু আমলে
নেয় এমন জনের বড়ই অভাব ! কেন জানিনা BDR বিদ্রহের লাইভ যেদিন দেখেছিলাম তখন
এটি একটি হুজুগ বলেই মনে হয়েছিল । একটু পিছনে যেতে চাই যদিও অনেকেই বলবেন
পিছুফিরে চাইলে সামনে এগুনো কঠিন হয়ে পড়ে তবু কেন জানি আমার মনে হয় পিছু
ফিরে চাইলে আগামির কর্মধারা সঠিক হয় । এতে ভুল হবার সম্ভাবনা কম থাকে । আসল
কথায় আসি ওয়ান ইলিভেনের পর 'ডিজিটাল বাংলাদেশ ' নামক প্রলোভনটি ও আমার কাছে
হুজুগই মনে হয়েছিল, যদিও ৭০% বাংলাদেশি মানুষ এতে গা ভাসিয়েছিল । আরও একটি
কৌশল ছিল হাঁ না ভোট যা দুই পক্ষের মাঝে একটি বিরাট অন্তরায় তৈরি
করে দিয়েছিল । যাক ওসব কথা ,
চলনবিল, ডেসটিনি, ডোলেনসার, ওয়ন লাইন ক্লিক নামক মাল্টিলেভেলিং
কোম্পানিগুলোকে মানুষ হুজুগের সুরেই গ্রহন করে প্রতারিত হয়েছে এবং এর ফায়দা
একটি কু-চক্রি মহল ঠিকই লুটেছে । শেয়ার বাজার কেলেংকারির দায় সরকার এড়াতে
পারেনি এবং সু-কৌশলে কোটি কোটি টাকা লুটেনিয়েছে কিছু অদক্ষ শেয়ার
ব্যাবসায়ির পকেট থেকে ।
# কেন বাবা! যা বোঝনা শুধু লোভে পড়ে কেন ঐ লুটেরাদের কবলে পড়তে গেলে ??
আসলে এই হুজুগের দলের কাছে এর চেয়ে আর কি আশা করা যায় ?? আমি টাস্কিৎ হই
এদেশের অধিকাংশ মানুষের হুজুগ দেখে, কে বলেছিলো বাবা ১ টাকার হলুদ কয়েন
১হাজার টাকায় কেনার জন্য ?? এমন কি আছে এই কয়েনে ,সোনা , চাঁদি, হিরা ,মনি ,
মুক্তা কি আছে এতে ?? পরের দিনইতো বাংলাদেশ ব্যাংকের গর্ভনার একটি
বিবৃতিতে দৈনিক পত্রিকা গুলোতে জানিয়ে দিলো এটি একটি প্রতারনা আর এতে টিন,
দস্তা ,তামার ,এমন কিছু অল্প মূল্যের ধাতুর সংমিশ্রনে মাত্র ৬৯ পয়সা
সমমূল্যে এটি তৈরি করা হয়েছিল । কিন্তু কে শোনে কার কথা ?? দেদারসে
কেনাবেচা চলতে ছিলো , যখন কম মুল্যে কিনে ভুয়া গুনগান করে বেশি মুল্যে
বিক্রয় করে লাভবান হয়েছিলে তখন তো বাজারে গিয়ে দাম করোনি একেবারে বড় মাছের
কল্লাটা ধরেছো, তাহলে ধরা খাওয়ার পর কান্দো কেন ?/
অনেক উচ্ছাসিত হাঁসি দেখেছি , মর্মব্যাথি কান্না ও দেখেছি ; দেখেছি কিছু
মানুষকে ফায়েদা লুটতে , দেখেছি কিছু মানুষকে হতাশ হতে ও ।
এমনই একটি আন্দলোন শাহাবাগ , যে আদালত সরকার দ্বরা প্রভাবিত এবং রাজনৈতিক
ফায়দা হাসিলের লক্ষ্যে প্রতিষ্ঠিত সেখানে পরিকল্পিত রায় হবে এটিই তো
স্বাভাবিক , তাহলে সরকারের পৃষ্টপোষকতায় সরকারের বিরুদ্ধে আন্দলোনের কারণ টা
কি ?? কারন তো একটা আছেই । তা যায় হোক , হুজুগের বশীভুত হয়ে দলে দলে মানুষ
এতে যোগ দিতে লাগলো । তাছাড়া যে দেশে মানুষের পরিচ্ছন্ন শ্বাস নেয়ার অধিকার
নেয় সেখানে অন্ন, বস্ত্র, বাসস্হান, বিনোদন, এবং...........( না আমার হাত ও সব থেকে মুক্ত রাখতে চায়) এতো কিছু মিস করবে কেন ?? ঢাকায় খুব নিম্ন
হোটেলেও একবার খেতে গেলে মধ্যবিত্তদের আয়ের সিংহভাগ চলে যায় , কর্মের অভাবে
এদিক ওদিক অনাহারে অর্ধাহারে ঘুরে বেড়াতে হয় ,তারচে শাহাবাগ ভালো কারন এখানে গেলে আরামসে খেয়ে পরে মুক্তিযোদ্ধা প্রজন্ম হওয়া যায়, এই
শাহাবাগ আন্দলোন তো নিজেদের সার্থে ওরা যেকোন মুল্যে জিইয়ে রাখবে এটাইতো
সাভাবিক । তাই শাহাবাগ নাটক পরিচালক দের শেখানো বুলি বলতে অসুবিধা কোথায় ?/
এই একটু আভিনয় করে যদি এতো কিছু পাওয়া যায় তাহলে এমন নাটক বাংলার আনাচে
কানাচে ছড়িয়ে যাওয়ায় ভালো । তারা এমনটি ভাবলে মন্দ কি ??
কিন্তু যার যা বৈশিষ্ট ; 'ঢেকি জান্নাতে গেলেও ধান ভাংবে ' বামদের ঘুম
হচ্ছিলনা আর তরও সইছিলোনা ফলে যা হবার তাই হলো ,আল্লাহকে, রাসুল(সঃ) কে
সর্বপরি ইসলামকে আক্রমন করে বসলো (এতো বড় বেওয়ারিশ আর ইসলাম বিদ্বেষিদের
সমাগম যা বাংলার মাটিতে বিরল ) । ১৪০০ বছরের ইতিহাসে আল্লাহ ,আল্লাহর
রাসুলকে এতো গাল মন্দ আর কেউ কখোনো করেনি বা করার মত হীনমন্যতাও দেখায়নি, অথচ তাই করে
বসলো তাও আবার ৯০% নাম ধারি মুসলিম দেশে । এতে ইসলাম এর বিরুদ্ধ শক্তি মাথাচাড়া দিয়ে উঠলো আর শাহাবাগে বেগতিক দেখে বাস্তুহারা আর সামান্যতম
আস্তিক যারা তারাও সরে গেলো । এদিকে ঘুমিয়ে থাকা মানুষ আগুনের আঁচ পেলে যেভাবে
আৎকে উঠে ঠিক সেই ভাবে সাধারণ মুসল্লী ভায়েরা সেন্টিমেন্টাল কারনে ইমানী
জাগরন গড়ে তুলেছে । এদিকে সরকারও নাস্তিকদের পক্ষ খুব জোরালো ভাবেই নিয়েছে ।
ফলে সরকার ও সাধারণ -মুসল্লীদের মধ্যে শুরু হয়ে গেল অঘোষিত আন্দলোন যার রুপ খুব ভয়াবহ হতে পারে বলে আন্দাজ করা যাচ্ছে ।
যদি সরকার চায় এটির সমাধান করতে পারে । এ ক্ষেত্রে সরকারকে নিরপেক্ষতা আবলম্বন করতে হবে এবং যারা ইসলাম অবমাননায় জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদোক্ষেপ নিতে হবে ।
বিষয়: বিবিধ
১৩৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন