আলামত কবিরাজ
লিখেছেন লিখেছেন আলাাপন ০২ মে, ২০১৩, ০৫:৪৯:০৫ সকাল
মানুষের মধ্যে ভেজাল আছে। মানুষকে বিশ্বাস করবেন না। আমিও মানুষ; আমার মধ্যেও ভেজাল আছে। আমাকেও বিশ্বাস করার দরকার নাই।
কিন্তু আপনাদের সামনে হাজির করেছি এই বাংলার গাছগাছালি। এখানে অনেক শিক্ষিত জ্ঞানী গুনী আছেন, আপনার মাটির উপর দাঁড়িয়ে বলুন, গাছ কি ভেজাল হতে পারে? গাছ কি প্রতারণা করতে পারে? পারেনা।
আমি আলামত কবিরাজ এই বাংলার ১০১ প্রকার গাছগাছালির ছাল বাকল দিয়ে তৈরী করেছি এই সর্বরোগের মহৌষধ। গাছ যেমন প্রতারণা করতে জানেনা তেমনি আমার এই মহৌষধ কোন প্রতারণা করবেনা, ১০০% গ্যারান্টি। খাইবেন তো আপনার আমবাত, কাঁঠালবাত, আমাশয়, পিত্তাশয়, অগ্ন্যাশয় সহ সকল রোগ জন্মের মতো নির্মূল হয়ে যাবে।
কয়েকটা ঢোল তবলা নিয়ে হাটে বাজারে ঘুরে বেড়াতো আর ওষুধ বিক্রি করতো এই আলামত হোসেন কবিরাজ। লোক জমানোর জন্য প্রথমে তার দলের মেয়ে সদস্যরা একটা দুইটা গান গাইতো অথবা কৌতুক বলতো। কিছু লোক জমলে শুরু হতো তার সর্বরোগের মহৌষধ বিক্রি। তার আসরে কতবার গিয়েছি, ওষুধ কিনতে নয়; তামাশা দেখতে বেশ মজা লাগতো, তাই যেতাম।
অনেক দিন আলামত কবিরাজের সাথে দেখা নাই। আজ দেখা পেলাম পিজি হাসপাতালের মোড়ে। তবে মানুষ এখন অনেক সতর্ক। তাই আগের মতো আর জমেনা। সর্বসাকুল্যে জনা পঞ্চাশ।
বিষয়: বিবিধ
১৬৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন