কুরআন পোড়ানো......একটি মায়া কান্না

লিখেছেন লিখেছেন সত্য সমাগত ১০ মে, ২০১৩, ১০:০০:০৬ সকাল

কাল একটা মানবতা বিরোধী বিচারের রায় হল। আমার কোন আগ্রহ নেই এই রায়ে। যখন দেখি হাজার তৌহীদি জনতা দশ মিনিটে লাশ হয়ে যায় তখন একজন মানুষকে একটু ফরমালিটি করে না হয় মৃত্যু দেয়া হল। এ আর এমন কি?

আমার লেখা হেফাজতকে পবিত্র কুরআন পোড়ানর দায়ে জড়ানোকে কেন্দ্র করে। হাজার হাজার মানুষ যখন নিখোঁজ তখন জনগনের দৃষ্টিকে বিপথে পরিচালনার জন্য উঠে পড়ে লেগেছে একটি বিভ্রান্ত দল। হঠাত করে তাদের এই মায়া কান্না দেখে মাথা ঠিক থাকে না।

কিছুদিন আগে একটা প্রশ্ন খুব জোরে শোরে শোনা জাচ্ছিলঃ “হেফাজতকে কে ইসলাম রক্ষার ইজারা দিল?” তাদের এই প্রশ্নের উত্তর দিব না। বরং আমার পাল্টা একটি প্রশ্নের উত্তর চাই। “কে আপনাদের কুরআন পোড়ানর জন্য মায়াকান্না দেখাতে বলল? কে আপনাদেরকে পবিত্র কুরআন বাঁচানোর ইজারা দিল?” যেখানে মহান আল্লাহ বলেনঃ “আর এ বাণী, একে তো আমিই অবতীর্ণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক” (সূরা হিজরঃ ০৯) মহান আল্লাহ আরও বলেনঃ “বরং এ কুরআন উন্নত মর্যাদা সম্পন্ন , সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ৷” (সূরা বুরুজঃ ২২)

আশা করি আমার প্রশ্ন আপনাদের মাথায় একটু হলেও বোধদয় ঘটাবে......

বিষয়: বিবিধ

১২৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File