আহারে ! এখন শুধু নিয়মটা মানার কথা বলা হচ্ছে!

লিখেছেন লিখেছেন হতভাগা ২৯ ডিসেম্বর, ২০১৮, ১০:০২:৫২ সকাল

https://www.prothomalo.com/opinion/article/1572293

আহারে ! এখন শুধু নিয়মটা মানার কথা বলা হচ্ছে!

কে এম হাসান তত্ত্বাবধায়ক প্রধান হতে যাচ্ছেন , হনও নি তখনও - কি আন্দোলন আওয়ামী লীগের সাথে পত্রিকাওয়ালাদের! কে.এম. হাসান তো আর খালেদা জিয়া নন কিংবা তারেক জিয়াও নন - এখন তো শেখ হাসিনার অধীনে দলীয় সরকারের অধীনেই নির্বাচন করতে হচ্ছে। মিডিয়া কি এসব আর্কাইভে রাখে না?

এম. এ . আজিজ মার্কা নির্বাচন !! বেচারার অধীনে তো কোন সাধারণ নির্বাচনই হয় নি ! তারপরও এখনও উনি হুদা সাহেবের চেয়েও খারাপ। হুদা সাহেবের ভাগ্নে আওয়ামী লীগের হয়ে দাঁড়িয়েছে - এরকম কিছু বিএনপির সময়ে হলে আওয়ামী লীগের কিছু করা লাগতো না, মিডিয়াই বিএনপিকে ছিঁড়ে ফেলতো।

হুদা সাহেব প্রধান বিরোধী পক্ষকে ধমক দিয়েছেন সামনাসামনি। এরকম কি আজিজ সাহেব করেছিলেন?

তখন কি শুধু নির্বাচনের প্রতিযোগিতার নিয়মটা শুধু মানার জন্য আপনারা পত্রিকায় কিংবা মিডিয়ায় বলতেন?



কি রকমের পক্ষপাতদুষ্ট আমাদের এই পত্রিকাওয়ালারা

বিষয়: বিবিধ

১০৫৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386290
০১ জানুয়ারি ২০১৯ রাত ১২:৫৬
কুয়েত থেকে লিখেছেন : ইতিহাসের নদিৃষ্টতম সিইসি হুদা সে অওয়ামীলীগের পাঁচাটা গোলাম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File