মৈত্রী ট্রেন বনাম ঢাকা ক্যান্টনম্যান্ট
লিখেছেন লিখেছেন হতভাগা ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১০:০৭:৪৭ সকাল
ঢাকা-কলিকাতা রুটে যে মৈত্রী ট্রেন চলাচল করে সেটা ঢাকায় ক্যাটনম্যান্ট স্টেশন থেকে ছাড়ে এবং পৌছায়।
আন্তর্জাতিক রুট বিধায় এখানে ইমিগ্রেশন ব্যবস্থা থাকে।
ক্যান্টম্যান্ট যে কোন দেশের খুবই ষ্পর্শ কাতর একটা জায়গা যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না । আর আমরা কি না সেই ক্যান্টনম্যান্টেই প্রতিবেশী দেশের লোকদের যাতায়াতের ব্যবস্থা করে রেখেছি। এরকমটা কি কলিকাতার দাদাবাবুরা করেছেন তাদের ওখানে?
তাই ট্রেন লাইন ঢাকা বিমান বন্দরে টেনে নিয়ে মৈত্রী ট্রেনটিকে সেখান থেকে আসা যাওয়ার ব্যবস্থা করা হোক।
বিষয়: বিবিধ
১২৫৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন