কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি

লিখেছেন লিখেছেন হতভাগা ০৩ আগস্ট, ২০১৮, ১০:১০:২৬ সকাল

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফেরার খবর পড়ছিলাম এখন। মাত্র ৬ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি কাটিয়েছেন তিনি!

আমাদের দেশে তো সেটা ৪ মাস কিংবা কোন কোন বেসরকারী প্রতিষ্ঠানে ৬ মাসও দেওয়া হয়ে থাকে সবেতনে এবং সেটা মেয়েরা নিয়ে থাকে বাচ্চা প্রসব করার পর পরই। তার আগে ঐ বছরের যত ছুটি আছে সব কাটিয়ে নেয় এবং ডেলিভারীর মাস ২/৩ আগে থেকেই অফিসে আসা বন্ধ করে দেয় ডাক্তারের পরামর্শ আছে দেখিয়ে। মানে, বছরের প্রায় ৯ মাস তারা কাটিয়ে দেয় প্রেগন্যান্সি রিলেটেড বিষয় নিয়ে। এর পরও আছে বিভিন্ন সময়ে বাচ্চার অসুস্থতার অজুহাত দেখিয়ে ছুটি নেওয়া বা আগে ভাগে চলে যাওয়া কিংবা দেরিতে আসা।

ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ডিপার্টমেন্টে কাজের চাপ পড়ে এবং সেটা ফেস করতে হয় তার পুরুষসহকর্মীদেরকেই। কারণ কাজে ফাঁকি দেবার ছুঁতা ও সাহস ছেলেদের থাকে না যেটা মেয়েরা খুব সহজেই পারে।

বিষয়: বিবিধ

১২২৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385724
০৩ আগস্ট ২০১৮ সন্ধ্যা ০৬:৪০
জিহর লিখেছেন : তারপরেও তাহার সমো অধিকার চাইবে ...
০৩ আগস্ট ২০১৮ সন্ধ্যা ০৭:২০
317885
হতভাগা লিখেছেন : নারীদের চাওয়া কখনই সমধিকার ছিল না । তারা সবসময়ই সুবিধা ও প্রাধিকার পেতে চেয়েছে নারী হিসেবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File