কেমনে কি ? ৩
লিখেছেন লিখেছেন হতভাগা ১৫ জুন, ২০১৮, ০৮:৫৮:২৯ সকাল
১ মাস সিয়াম সাধনার পর আজ ঈদ শুরু হয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশসমূহে । ঈদ আজ পূর্বের অস্ট্রেলিয়া আর পশ্চিমের কানাডাতেও ।
অথচ বাংলাদেশে আগামী কাল ঈদ হবে । অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে ৪/৫ ঘন্টা আগানো আর সৌদি আরব ৩ ঘন্টা পেছানো সময়ের দিক দিয়ে। আর দূর পশ্চিমে অন্য মহাদেশের কানাডা , আমেরিকা বাংলাদেশ থেকে ১০ ঘন্টা পেছানো ।
যে চাঁদ অস্ট্রেলিয়ার আকাশে দেখা গেল সেটা কেন ৪/৫ ঘন্টা পর বাংলাদেশের আকাশে দেখা গেল না ? আবার ঠিক ৩ ঘন্টা পর মধ্যপ্রাচ্যের আকাশে দেখা গেল । ১০ ঘন্টা পর কানাডা , আমেরিকার আকাশেও দেখা গেল। মানে অস্ট্রেলিয়া থেকে শুরু করে কানাডা পর্যন্ত এই ১৩/১৪ ঘন্টা অন্যসব দেশের আকাশে চাঁদ দেখলেও বাংলাদেশের আকাশে কেন দেখা যায় না ?
পশ্চিমে পাকিস্তান এবং পূর্বে ইন্দোনেশিয়াতেও বাংলাদেশের একদিন আগে ঈদ হয় । বাংলাদেশ কি ঈদ একা একাই করে, নাকি আরও দেশ সাথে আছে?
বিষয়: বিবিধ
১২৬৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সে অস্ট্রেলিয়ার আকাশে দেখা দিল ঠিকই তবে ৪ ঘন্টা পর বাংলাদেশের আকাশে দেখা দিল না (মনে হয় লুকিয়ে ছিল)। আবার ৩ ঘন্টা পর সৌদিসহ মধ্যপ্রাচ্যের আকাশে দেখা দিল, তারও ৭/৮ ঘন্টা পর আমেরিকা-কানাডার আকাশেও দেখা দিল। শুধু বাংলাদেশের সাথে এরকম করে কেন? পাশের ভারতেও তো আগের দিন সৌদির সাথেই ঈদ হয়েছে। মাত্র আধা ঘন্টার ব্যবধান তাদের সাথে আমাদের।
আবহওয়া কি ঐসব দেশেও বিরুপ থাকতে পারে না (আকাশে মেঘ)? প্রযুক্তির ব্যবহার মানে স্যাটেলাইট দিয়ে চাঁদ দেখা বা বিমান উঠিয়ে ? এখন তো সেগুলোও নাই বলার সুযোগ থাকছে না !
মন্তব্য করতে লগইন করুন