এফটিপিওর আন্দোলনের এক বছর : ঝুলে আছে সুপারিশমালা

লিখেছেন লিখেছেন হতভাগা ০৮ ডিসেম্বর, ২০১৭, ১১:২৬:২২ সকাল

http://www.prothom-alo.com/entertainment/article/1374951

শুরু হচ্ছে সুলতান সুলেমানের আরেকটি সিরিয়াল সুলতান সুলেমান - কোসেম ।

অথচ দীপ্ত টিভির এই সিরিয়াল জনপ্রিয় হতে শুরু করায় বাংলাদেশের নামী দামী নাট্যাভিনেতারা কত বিরোধিতা শুরু করেছিলেন । হুমকিও দিয়েছিলেন যে বিদেশী (বাংলায় অনুবাদ করা সিরিয়াল) সিরিয়াল আমদানী বন্ধ না করলে দীপ্ত টিভির কার্যালয়ে গিয়ে অবস্থান নেবেন ।

এটা তো হালে পানি পায়নিই বরং সুলতান সুলেমানের দেখাদেখি অন্যান্য চ্যানেলও একই আদলের সিরিয়াল আনা শুরু করে দিয়েছে।

দশক দুই আগে আনা সোর্ড অব টিপু সুলতান , আলিফ লায়লা , সিনবাদ , রবিন হুড ..... এসব কি বাংলায় ডাবিং করা বিদেশী সিরিয়াল ছিল না ? আমাদের বাংলাদেশী নাটক গুলোও চলছিল সমান তালে সে সময়ে । ম্যাক গাইভার , নাইট রাইডার এর মত জনপ্রিয় সিরিয়াল গুলোর সাথে ছিল সকাল সন্ধ্যা , ঢাকায় থাকি, এইসব দিন রাত্রি , সংশপ্তক , বহুব্রীহির মত দূর্দান্ত সব বাংলাদেশী ধারাবাহিক।

http://www.prothom-alo.com/entertainment/article/1375381

ছবিতে দেখতে পাওয়া আবুল হায়াৎ , এটিএম শামছুজ্জামান , হাসান ইমাম , মামুনুর রশীদ , গাজী রাকায়েত ..... এরা তো জাঁদরেল অভিনেতা । এদের নাটক দেখার জন্য আমরা প্রতি ১৫ দিন পর পর অপেক্ষা করতাম । আজ কি এমন দশা করেছে সুলতান সুলেমানেরা যে আপনাদের আন্দোলনে নামতে হল ?

সুলতান সুলেমানের আগমণের আগে যে ভারতীয় কূটনামী মার্কা সিরিয়ালগুলো আমাদের অন্দর মহলের মানুষদের বিপথে নিয়ে যাচ্ছিল সে সময়ে উনারা কেন সরব হন নি এখন যে রকম হয়েছেন?

আপনারা এসব হিপোক্রেসীতে না গিয়ে কাজে নামুন , ভাল কাজ করুন । আমরা বাংলাদেশীরা আপনাদের নাটক দেখতে মুখিয়ে ছিলাম , আছিও।

বিষয়: বিবিধ

৮৬৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384546
০৯ ডিসেম্বর ২০১৭ সকাল ১০:২৩
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।
আশা করি আল্লাহ তায়ালা ঐ সব নাটক সিনেমা দেখা টিভি দর্শকদেরকে তাদের চোখের ও কানের জেনাহ্‌ করার ব্যাপারে কোন প্রশ্ন জিজ্ঞাসা না করেই কাল কেয়ামতের দিন জান্নাতুল ফেরদাউস দান করবেন।

সে সাথে আশা করছি - যারা দুনিয়ায় দুনিয়াবী বাদশাহের সুতার টানে পুতুল নাচ নাচচেন - তাদের দিন অচিরেই সিরিয়া, ইরাক, সোমালিয়া, ইয়েমেনের এ্যাক্টর ও এ্যাক্ট্রেসদের ন্যায় রিফিউজী ক্যাম্পে কিংবা নিজ প্রাসাদের ভগ্ন ছাদের নিচে স্মৃতিশোধের ন্যায় প্রজ্জলিত হতে থাকবে, ইনশাল্লাহ যদি আল্লাহ চান।

ধন্যবাদ
০৯ ডিসেম্বর ২০১৭ দুপুর ০১:০৬
317183
হতভাগা লিখেছেন : আমিন
384550
০৯ ডিসেম্বর ২০১৭ সন্ধ্যা ০৭:০৬
আকবার১ লিখেছেন :

একদিকে ইসলাম,অন্য দিকে নাটক,কত ভাল না,দুনিয়ায় জীবন বড় জীবন না। চমৎকার
১০ ডিসেম্বর ২০১৭ সকাল ০৮:৩২
317185
হতভাগা লিখেছেন : হেফাজত জোট করতেছে , আপনি বা আপনারা আছেন তো ?
১০ ডিসেম্বর ২০১৭ সন্ধ্যা ০৭:৫৩
317189
আকবার১ লিখেছেন : হেফাজতের ইসলাম সম্পর্কে ধারনা নেই। তাই তারা জোটে যাচ্ছে।
384558
১১ ডিসেম্বর ২০১৭ দুপুর ০২:২৭
আবু জারীর লিখেছেন : মূলত মুসলিম ঐতিহ্যেই ওদের যত চুলকানি।
১১ ডিসেম্বর ২০১৭ রাত ০৮:৪৫
317198
হতভাগা লিখেছেন : ভারতীয় সিরিয়ালকে টিকিয়ে রাখতেই তারা মাঠে নেমেছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File