আহ! টুডে ব্লগ !

লিখেছেন লিখেছেন হতভাগা ০৫ সেপ্টেম্বর, ২০১৭, ০২:৫১:০৮ দুপুর



মারাত্মক সংকটকালে টুডে ব্লগ । ব্লগাররা একে একে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্লগ থেকে ।

বিষয়: বিবিধ

৯৯৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383920
০৫ সেপ্টেম্বর ২০১৭ বিকাল ০৪:২৫
বাকপ্রবাস লিখেছেন : কেন?
০৬ সেপ্টেম্বর ২০১৭ সকাল ০৮:৩৯
316780
হতভাগা লিখেছেন : ব্লগটা নানা সময়ে ব্যানের খড়গে থাকে বলে । টুডের বেশ কিছু ব্লগার তো সামুতে ঠিকই ব্লগাচ্ছে।
383921
০৫ সেপ্টেম্বর ২০১৭ বিকাল ০৪:৩০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : শুধু টুডে ব্লগ নয়। সব ব্লগেই চলছে খরা। সম্ভবত ব্লগের দিন শেষ। ফেসবুকের জনপ্রিয়তা বোধহয় মূল কারণ।
০৫ সেপ্টেম্বর ২০১৭ সন্ধ্যা ০৬:১৩
316779
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : রাজনৈতিক অস্থিরতা , দিকে দিকে মজলুম মানবতার আহাজারী
ইত্যাদি মুল কারন
০৬ সেপ্টেম্বর ২০১৭ সকাল ০৮:৩৯
316781
হতভাগা লিখেছেন : টুডের বেশ কিছু ব্লগার তো সামুতে ঠিকই ব্লগাচ্ছে।
০৬ সেপ্টেম্বর ২০১৭ দুপুর ১২:০৩
316783
বাকপ্রবাস লিখেছেন : ব্লগের ভাটা নেমেছে জোয়ার আসার সম্ভবনা আর দেখিনা, ফেইসবুকই এখন চলছে, টুডে ব্লগ আরলি মরার কারন হল ব্যান এবং আপডেট হয়না, এডমিন সংকট হতে পারে, ব্লগার কিছু আছে তারাই দু'চারজন থাকে, এডমিন পক্ষ আছে বলে মনে হয়না।
383930
০৬ সেপ্টেম্বর ২০১৭ দুপুর ০১:০৭
রাইয়ান লিখেছেন : হুম .... Thinking
০৬ সেপ্টেম্বর ২০১৭ দুপুর ০২:৫৮
316784
হতভাগা লিখেছেন : বেশীর ভাগ ব্লগার আর মডারেটররা দিয়েছেন ঘুম
383931
০৬ সেপ্টেম্বর ২০১৭ বিকাল ০৪:০১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : তবে টুডে’র নিউজফিড বেশ জনপ্রিয়। সেটাতে অনেকেই ঢুঁ মারে।
০৬ সেপ্টেম্বর ২০১৭ সন্ধ্যা ০৭:৩৩
316787
হতভাগা লিখেছেন : দুধের স্বাদ কি ঘোলা মেটে ?
383933
০৭ সেপ্টেম্বর ২০১৭ রাত ০১:৩১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৮ সেপ্টেম্বর ২০১৭ সকাল ১০:৩১
316789
হতভাগা লিখেছেন : ব্যাপারটা তো ভাই ভালো লাগার বিযয় না
383961
১০ সেপ্টেম্বর ২০১৭ রাত ১১:৩৩
কুয়েত থেকে লিখেছেন : ভাই আপনার কথাই টিক এখন আগের মতো সে প্রিয় ব্লগারদের দেখাই যায়না।উপলব্দীর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
১১ সেপ্টেম্বর ২০১৭ সকাল ১১:০৬
316802
হতভাগা লিখেছেন : আমার ফাঁপড়বাজিতে তাও কি কিছু ব্লগার ঢুকেছে কমেন্ট করতে - এটাই বা কম কিসে?
384489
২৩ নভেম্বর ২০১৭ রাত ১০:২৬
নিমু মাহবুব লিখেছেন : ভালো লাগল,ধন্যবাদ।
২৪ নভেম্বর ২০১৭ সকাল ০৮:০৩
317131
হতভাগা লিখেছেন : ভাল লাগার বিষয় কি এটা যে ব্লগে মাত্র একজন আছে ঐ সময়ে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File