ধর্ম যার যার, উৎসব সবার।
লিখেছেন লিখেছেন হতভাগা ০৪ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:০৯:১৬ সকাল
এটা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মত ব্যাপার/কথা । কারণ একজন মুসলমান অন্য ধর্মের উৎসবে অংশ নিতে পারে না , এটা হারাম । হিন্দুদের দূর্গা পূঁজায় একজন মুসলমান গিয়ে সেটার উৎসবে অংশ নিতে পারে না । এটা শিরক ।
ধর্ম যার যার, উৎসব সবার। - এটা শুধু মুসলমানদের ঈমান ধ্বংস করার উদ্দেশ্যেই বলে তথাকথিত সেক্যুলারিস্টরা । এরকমটা মুশরিকেরাও করতো রাসূল (সাঃ) এর জমানায় । এ কারণে সূরা কাফিরূন নাজিল হয়েছিল।
হাদিসের সূত্রে এটা নিশ্চয়ই আমাদের এখন আর অজানা নয় যে , যে ব্যক্তি যাদেরকে অনুসরণ করবে সে সেই দলেরই একজন বলে গন্য হবে এবং কিয়ামতের দিন সে তাদের সাথে থাকবে ।
আমাদের মুসলমানদের এসব ফিতনা থেকে দূরে থাকতে চোখ কান খোলা রাখতে হবে । একজন সেলিব্রেটি ধর্মকে যেভাবে পালন করে সেটা যদি শরিয়ত মোতাবেক না হয় তাহলে তার সাথে আপনিও সাফারার হবেন পরকালে।
আমাদের বরং এটা ফলো করা উচিত - ধর্ম যার যার উৎসবও তার তার ।
বিষয়: বিবিধ
৭৮৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন