ঈদের ছুটি বন্টন

লিখেছেন লিখেছেন হতভাগা ১১ আগস্ট, ২০১৭, ১০:৫৬:৪৬ সকাল

প্রতিবার ঈদের সময় ঢাকা শহর থেকে প্রচুর মানুষ নাড়ীর টানে দেশের বাড়ি যায় আপনজনের সাথে ঈদ করতে । লন্চ , বাস ট্রেন - সবখানেই টিকিট পেতে হুড়োহুড়ি , কামড়া কামড়ি পড়ে যায় । উপচে পড়া ভীড় থাকে এসময়ে যানবাহন গুলোতে ।

অতিরিক্ত যাত্রী বহনের ফলে লন্চ বিকল হয়ে যায়/ডুবে যায় ।রাস্তার জ্যাম মারাত্মক আকার ধারণ করে । ড্রাইভারদের রেকলেস গাড়ী চালনার জন্য সড়ক দূর্ঘটনা এই সময়ে খুব বেড়ে যায়।

বাড়ীতে যেতে যেমন প্যারা ফিরে আসতেও একই রকমের প্যারা । দেশের বাড়ীতে বেড়াতে যেতে না যেতেই ফিরে আসার রাগিনী শুরু হয়ে যায় ।

যেহেতু মুসলমানেরাই বাংলাদেশে সংখ্যাগরিষ্ট তাই তাদের এই ধর্মীয় উৎসবে ছুটির দিন বাড়িয়ে দেওয়া উচিত যাতে সাধারণ মানুষ আপনজনের সাথে সময় হাতে নিয়ে শান্তিতে ঈদের এই আনন্দঘন পরিবেশ/মুহূর্তগুলো উপভোগ করতে পারে ।

রোজার ঈদের সময় যেহেতু রোজা ২৯/৩০ টা এটা একটা দোদুল্যমান অবস্থার সৃষ্টি হয় সেহেতু ঈদের ছুটি শুরু হওয়া উচিত ২৭ রোজা থেকে আর সেটা মোট ৯ দিন করা উচিত ।

২৭ রোজা যদি জুলাই মাসের ২০ তারিখে হয় তাহলে ঈদ হবার কথা জুলাইয়ের ২৩/২৪ তারিখ । জুলাইয়ের ২০ তারিখ থেকে ২৮ তারিখ মোট ৯ দিন ছুটি দিলে ঈদের পরও ৪/৫ দিন ছুটি থাকবে । ঈদের আসল মজা হয় ঈদের পরে । কুরবানীর ঈদের সময়ে ১০ দিন আগেই সেটা করা যায়।

ঈদের ১ দিন পর অফিস চালু হলেও সে সময়ে খুব একটা লোক আসে না অফিসে । কাজও হয় ঢিলে ঢালাভাবে। ২/৩ দিন এরকমভাবেই চলতে থাকে।

অফিসের কলিগদের সাথে অফিসে ঈদ না করে দেশের বাড়িতে আপনজনদের সাথে কাটানো বেটার মনে করি । অফিসের কলিগদের সাথে সবসময়ই তো দেখা সাক্ষাৎ হয় এবং সেটা দিনের প্রাইম টাইমে।

বছরের এই দুটো বিশেষ উৎসবের দিনে ৯০% সংখ্যাগরিষ্ট মুসলমানদের তাদের আপনজনদের সাথে দেখা করার সুযোগ করে দেওয়াটাতে কি দেশের জন্য খুব লসের হয়ে যাবে ?

শুনেছি , পশ্চিমা দেশগুলোতে নাকি ক্রিসমাসে সময় ২/৩ সপ্তাহ ছুটি দেওয়া হয় যাতে তারা পূর্ণভাবে আনন্দ উপভোগ করতে পারে। আমাদের দেশে তো অন্য ধর্মের লোকদের জন্যও সাধারণ ছুটি দেওয়া হয় যেটা অন্যদেশে হয় না।

শুনলাম সরকার নাকি এবার ঈদের ছুটি ৬ দিনের মত করতে যাচ্ছে । গত বছর রোজার ঈদে ৯ দিন (০১-০৯.০৭.২০১৬) ছুটি দিয়েছিল । পরে কোন এক শনিবারে (১৬.০৭.২০১৬) মেকআপ অফিস করিয়ে নিয়েছিল । খারাপ লাগেনি এই মেক-আপ অফিস করতে , বরং মনে হয়েছিল সপ্তাহটা লম্বা হয়ে গেছে।

সবসময়ই এরকম করে ৯ দিন ছুটি দিয়ে ২/১ টা মেক-আপ অফিস করালে কেউ না করবে না। তবে ছুটির লেংথ ঈদের পরেই বেশী হলে ভাল হয়।

বিষয়: বিবিধ

৬৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File