NID সংশোধন আর চাকুরির মেয়াদ দীর্ঘায়ন

লিখেছেন লিখেছেন হতভাগা ২৭ জুলাই, ২০১৭, ০৫:৫৫:১২ বিকাল

জাতীয় পরিচয় পত্র ২০০৮ সালে তৈরি ও বিতরণ শুরু হয় । সে সময়ে ১৩ ডিজিটের আইডি নম্বর দেওয়া হত । কোন কারণে আইডিতে সংশোধনী আনলে সেটা ১৩ ডিজিটের পরিবর্তে ১৭ ডিজিটের হয় । তাতে প্রথম ৪ ডিজিট হয় আইডিধারীর জন্মসালের ৪ ডিজিট। পরের ১৩ ডিজিট আগের সেই ১৩ ডিজিটই থাকে।

কেউ যদি আবারও জন্ম সাল পরিবর্তন করতে চায় , যেমন তার জন্ম সাল ছিল ১৯৪৭ এবং জাতীয় পরিচয় পত্রের ১৭ ডিজিটও শুরু হয়েছিল ১৯৪৭ দিয়ে । এখন সে নতুন ডকুমেন্ট উপস্থাপন করলো সেখানে জন্ম সাল সে দেখাচ্ছে ১৯৫৭ । তখন কি ন্যাশনাল আইডির ১৭ ডিজিটের ১ম ৪ টি সংখ্যা ১৯৪৭ ই থাকবে নাকি ১৯৫৭ দিয়ে নতুন করে শুরু হবে ?

চাকুরীতে সে জয়েন করলো ১৯৮৫ তে । রিটায়ার করার কথা ২০০৭ এ ( ৬০ বছর পূর্ণ হবে তখন)।

এখন যদি সে ১৯৫৭ জন্ম সাল ওয়ালা আইডি কার্ড সাবমিট করে ২০০৫ এ যে সময়ে তার চাকরি আর মাত্র ২ বছর আছে চাকুরিদাতা প্রতিস্ঠান কি সেটা একসেপ্ট করে তার চাকরি আরও দশ বছর বাড়িয়ে দেবে (নতুন সাবমিট করা আইডিতে ১৯৫৭ সালে জন্ম হলে ২০১৭ তে ৬০ বছর পূর্ণ হবে)? নাকি জন্ম সাল আগের ১৯৪৭ ই ধরে নিয়ে ২০০৭ এ তার রিটায়ার হবে ?

ন্যাশনাল আইডিতে জন্মসাল কোনটা একসেপটেড যেটা শুরুতে দেওয়া হয় সেটা নাকি যেটা কারেককশন করে দেওয়া হয় সেটা ? এভাবে কি ডকুমেন্ট উপস্থাপন করে চাকরির মেয়াদ বাড়ানোর সুযোগ আছে?

বিষয়: বিবিধ

৭৮৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383659
২৮ জুলাই ২০১৭ সন্ধ্যা ০৬:৩২
মনসুর আহামেদ লিখেছেন :
ভালো লাগলো , অনেক ধন্যবাদ
২৮ জুলাই ২০১৭ রাত ০৯:০১
316649
হতভাগা লিখেছেন : ভাল লাগার তো কিছু নাই , এটা তো আশংকাজনক একটা খবর।
383692
৩১ জুলাই ২০১৭ রাত ০৮:২০
মনসুর আহামেদ লিখেছেন : It can go your brain, What is the true
form of Islam?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File