হতভাগার জিজ্ঞাসা ১৮
লিখেছেন লিখেছেন হতভাগা ২০ মে, ২০১৭, ১১:০৯:৫৩ সকাল
১. নামাজ পড়ার সময় যদি ২য় বা ৪র্থ রাকাআতে বৈঠকে না বসে ভুল করে দাড়িয়ে যাই তাহলে কি করতে হবে ? ১ম বা ৩ য় রাকাআতে ভুল করে বসে গেলে না হয় দাড়িয়ে যাওয়া যায় এবং পরে সুহু সেজদা দেবার ব্যবস্থা আছে , এখানে ব্যবস্থা কি একই রকম না ভিন্নতা আছে?
২. নামাজরত অবস্থায় কারও সামনে দিয়ে যাওয়া নিষেধ আছে । এটার দূরত্ব কতটুকু ? যদি ২/৩ কাতার সামনে থাকি তাহলেও কি যাওয়া যাবে না ? বিভিন্ন মাসজিদে দেখা যায় নামাজির সামনে কাঠ বা চেয়ার দিয়ে পার হয় ।
৩. যানবাহনে থাকা অবস্থায় নামাজ পড়ার সময় কিবলার ডিরেকশন চেন্জ হয়ে যায় - এতে সমস্যা হবে কি ? অনেক সময় দেখা যায় কিবলার দিকে মুখ করার সুযোগ থাকে না , পাছে নামাজও কাযা হবার একটা ভয় চলে আসে।
বিষয়: বিবিধ
১০০৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১। চার রাকায়াত নামায ভুল করে ৫ রাকায়াত পড়ে ফেললে মনে পড়লে আরো এক রাকায়াত বেশি পড়ে ৬ রাকায়াত মিলাতে হবে। এক্ষেত্রে অতিরিক্ত দুই রাকায়াত নফল হিসেবে গণ্য হবে। আপনার বর্ণিত ক্ষেত্রে মনে পড়ার সাথে সাথে বসা যাবে বলে জানি।
২। এটা নিয়ে কারো মত হচ্ছে দুই সিজদা আর কারো মতে এক সিজদা/কাতার পরিমাণ জায়গা খালি রেখে সামনে দিয়ে যাওয়া যাবে। নামাজরত ব্যক্তির সামনে একটি লাঠি বা উঁচু কিছু দিয়ে আড়াল করেও সামনে দিয়ে যাওয়া যাবে।
৩। যেক্ষেত্রে বান্দা অপারগ সেটা আল্লাহ বান্দার মনের অবস্থা বুঝে কবুল করে নিবেন ইনশাল্লাহ।
২. মক্কাতে তাওয়াফের পর যখন দুই রাকাত নফল নামাজ পড়তেছিলাম তখন এক মহিলা আমি যখন সিজদা দেই তখন মাথার উপর পা উঠিয়ে যাচ্ছিল । আটকাতে চেয়েছিলাম হাত দিয়ে।
মন্তব্য করতে লগইন করুন