ধীরে ধীরে নিভে যাচ্ছে বিডি ব্লগ
লিখেছেন লিখেছেন হতভাগা ০১ ফেব্রুয়ারি, ২০১৭, ১০:০৫:১৭ সকাল
সকাল প্রায় ১০ টা । ব্লগে ব্লগার মাত্র ৫ জন ।
বাধাহীন লিখার অঙ্গীকার বিডি ব্লগ এখন অস্তিত্বের হুমকিতে ।
কিছু ডাই হার্ড ব্লাগর ছাড়া এখন ব্লগে কেউ আসে না বা ঢুকতে না পারার কারণে গালাগাল খাবার / নাজেহাল হবার রিস্ক নিয়ে হলেও সামুতে চলে গিয়েছে।
বার বার ডোমেইন চেন্জ হবার জন্য এই সমস্যা নতুন না ।
ব্লগারদের ধরে রাখতে ব্লগের নীতি নির্ধারকরাও এখন আর ধার ধারেন না ।
বিষয়: বিবিধ
২০০০ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সরকার বার বার বন্ধ করে দিলে কি করার আছে, ভায়া?
এক ক্ষুদতম ব্লগারের প্রাণের আকুতি
আসুন প্রিয় ব্লগ বন্ধুরা, করি আহ্বান
মনের মত সাজাই আবার ব্লগবাগান
ডোমেইন চেঞ্জ, কমেন্ট কম, টেনশন!
হৃদয়ের টানে প্রতিনিয়ত লিখতে থাকুন।
বিনে সুতোর নিষ্ঠুরতা হঠাৎ আসে নেমে
তাই বলে ব্লগে পোস্ট, যাবে কী থেমে?
হতাশ হওয়া নয়কো কাজ সাহসীদের
আজও আছে দিকে দিকে বংশ এজিদের।
....
সিনিয়ররা একটুখানি স্যাক্রিফাইস করুন
ভালবাসার সেই সাম্পানটি তীরে ভিড়ান,
অপেক্ষারত হাজারো সৈনিক বিডিব্লগে
চিরকাল থাকবে বন্ধন মধুর অনুরাগে।
ভ্রাতৃত্ববোধে আমরা ঐক্যবদ্ধ আছি
থাকবো ব্লগার হিসেবে যতদিন বাঁচি।
অধমের আহ্বানটি ফেলনা মনে করে
কেউ প্লীজ যাবেন না, বিডিব্লগ ছেড়ে।
উনারা এখন ম্যাগাজিন নিয়ে ব্যাপক ব্যাস্ত।
উনাদের সারা বাংলাদেশের সব নিউজ কপি পেস্ট ধরাম ধরাম করে দিয়ে দে।
ব্যাপক সিরিয়াস সেখানে, কিন্তু মোটেও দৃষ্টি নেই। একেবারেই নেই। কেউ হয়তো ব্লগ কর্তৃপক্ষকে ডিফেন্ড করতে আসবে, কিন্তু লাভ নেই। তাদের ব্লগের প্রতি কোনো আন্তরিকতা নেই নেই নেই নেই! শুধু এটাকে মরে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে রেখেছে। তাও সরাসরি নয়, ম্যাগাজিন ব্লগ এক সাথে বলে ওটাকে বাঁচালে এটাও বেঁচে যায়
খামাখা সরকারকে ক্সেপানোর কি দরকার । সামু চলতেছে কিভাবে ?
অনেক দিন হলো ব্যাস্ত। আপনার জন্য ভিডিও।
ইসলামী সমাজ, জঙ্গীবাদের বিরুদ্ধে।
মরুর মুসাফির ,স্বাধীনতা,
একব সময় এদের আনাগোনা ছিল।এখন নেই।
তবে শেষের দিকে কয়জন ব্লগারের কথা যে বললেন উনারা ব্লগার থেকে লেখকে আপগ্রেডেড হয়েছেন , বিস্তর পয়সা কামাচ্ছেন বই লিখে । উনারা লিখলেই প্রশংসার ফুলঝুড়ি পাবেন বলে ধরেই নেন। কিছু লুইস টাইপের চামচা ব্লগারও না বুঝেই তাদের পোস্টে তাদের চামচামির ছাপ রেখে যায় অবিরত। ব্লগে লিখলে কিছু বেয়াড়া ব্লগার লিখার সমালোচনা করলে সেটার যুক্তি সঙ্গত জবাব না দিতে পেরে চামচা ও স্তাবক টাইপ ব্লগারদের দিয়ে সমালোচককে ঝাড়ি খাওয়াতেন ।
মন্তব্য করতে লগইন করুন