হতভাগার প্রস্তাব

লিখেছেন লিখেছেন হতভাগা ২৪ নভেম্বর, ২০১৬, ০৯:৩২:২১ রাত

মুসলমান বিশ্ব গত দুই দশক ধরে আছে মহা ফাঁপড়ে । উদোর পিন্ডি বুঁধোর ঘাঢ়ে ফেলার মত সব কিছুতেই মুসলমানদেরকে দায়ী করা হয় ।

ইদানিং রোহিঙ্গাদের উপর শান্তি কন্যা সুচি বাহিনীর হত্যাযজ্ঞ আমাদের মত রাজা উজির মারা মুসলমানদের মনকে নাড়াতে পারলেও শরীরকে টলাতে পারে নি ।

মুসলমান ভাইদের নিয়ে আমাদের মিডিয়াও পজিটিভ কিছু করবে না কারণ তারা মুসলমান বিদ্বেষীদের উচ্ছিষ্টপুষ্ট।

আমাদের সরকারও এ ব্যাপারে কিছু করবে না কারণ পাছে ভারত আর মায়ানমার বিগড়ে যায় । অথচ আমরাও ৭১ এ একই সমস্যায় পড়েছিলাম । এরকম যে আমরা আবারও পড়বো না সেটাও কিভাবে বলা যায় !

রোহিঙ্গারা কত জন হবে ? কোটির উপরে না নিশ্চয়ই ?

জাতিসংঘ তার সৃষ্টির জন্মলগ্ন থেকে কোন ভাল কাজই করতে পারে নি বরং উল্টো যুদ্ধ বাঁধিয়েছে/মদদ দিয়েছে পরোক্ষভাবে । সবসময়ই তারা শক্তের ভক্ত আর নরমের যম হিসেবে দেখা দিয়েছে ।

রোহিঙ্গাদের রেকর্ড বাংলাদেশিদের কাছে ভাল না , কারণ তারা নাকি বাংলাদেশী পাসপোর্ট নিয়ে বাইরের গিয়ে বাংলাদেশের জন্য দূর্নাম কামায় ।

তবুও তারা তো আমাদের মুসলমান ভাই । আমাদের শরীরের অংশ । এদেরকে সুস্থ করে তোলা তো আমাদেরই দ্বায়িত্ব । আমরা যদি সেটার চিকিৎসা না করতে পারি তাহলে স্পেশালিস্ট কল করতে পারি।

আমাদের দেশ এমনিতেই নানা সমস্যায় জর্জরিত । রোহিঙ্গাদের লোড সামলাতে পারবে না , তার উপর ভারত-মায়ানমানের চোখ রাঙ্গানী।

মুসলিম বিশ্বে বেশ কিছু দেশ আছে যারা অর্থনৈতিক , রাজনৈতিক ও সামাজিকভাবে স্টেবল । তাদের দেশে লোক কম এবং প্রচুর খালি জায়গা পড়ে আছে । তাদের জন শক্তিও দরকার।

সৌদি আরব-ওমান-কাতার-কুয়েত-বাহরাইন-ইরান-তুরষ্ক-মালয়েশিয়া-ইন্দোনেশিয়া -- এরা অন্য মুসলিম দেশগুলোর তুলনায় স্টেবল ।

জাতিসংঘের উচিত উক্তদেশসমূহ ও শান্তি কন্যা সূচির সাথে আলাপ আলোচনা সাপেক্ষে এই ৮/১০ লাখ নিপীড়িত মানুষকে ঐ দেশগুলোতে একটু শান্তিতে থাকার ব্যবস্থা করে দেওয়া ।

যেহেতু সূচি চান না রোহিঙ্গারা মায়ানমারে থাকুক সেহেতু এই প্রস্তাব উনার পছন্দ হবার কথা ।

জাতিসংঘের উচিত হবে না এরকম একটা সুযোগ হাতছাড়া করা যেটা তার ব্যাপারে পৃথিবীবাসীর এতদিনের ধারনাতে পরিবর্তন আনতে পারে।

বিষয়: বিবিধ

১৩৪০ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380086
২৫ নভেম্বর ২০১৬ রাত ০১:০৪
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো / অনেক ধন্যবাদ
২৫ নভেম্বর ২০১৬ সকাল ০৭:২০
314619
হতভাগা লিখেছেন : আপনি দেখি দুষ্টু পোলার মত শুরু করে দিয়েছেন!

২৭ তারিখের পর ইন শা আল্লাহ বোঝা যাবে আপনাদের নিয়ত কি রকম ।

এত কচলাইতাছেন যে ভাল একটা জিনিসকেও তিতা করে ফেলাইছেন ।
380087
২৫ নভেম্বর ২০১৬ রাত ০১:১০
স্বপন২ লিখেছেন :
380088
২৫ নভেম্বর ২০১৬ রাত ০১:৩৫
স্বপন২ লিখেছেন :
380095
২৫ নভেম্বর ২০১৬ রাত ০২:৫৪
আফরা লিখেছেন :
রোহিঙ্গাদের রেকর্ড বাংলাদেশিদের কাছে ভাল না , কারণ তারা নাকি বাংলাদেশী পাসপোর্ট নিয়ে বাইরের গিয়ে বাংলাদেশের জন্য দূর্নাম কামায় ।


এটা আমার জানা নেই,তবে অনেক বাংলাদেশীকে রোহিঙ্গা সেজে আমাদের এখানে পারমিশন নিতে দেখেছি ।জ
২৫ নভেম্বর ২০১৬ সকাল ০৭:২৩
314620
হতভাগা লিখেছেন : ভাল কথা মনে করিয়েছেন । ডেনমার্কও ঐ দেশগুলোর সাথে যোগ দিতে পারে । অরিজিনাল রোহিঙ্গা পেয়ে তারা তো খুশীই হবে।
380106
২৫ নভেম্বর ২০১৬ সকাল ১০:২৫
দ্য স্লেভ লিখেছেন : আফসোস ছাড়া কিছু করার নেই। আল্লাহ তাদেরকে হেদায়াত দিক যারা ওদের রক্ষা করতে পারে
২৫ নভেম্বর ২০১৬ সকাল ১১:২৯
314625
হতভাগা লিখেছেন : Oh ! I see ও পারে এই সুযোগ কাজে লাগাতে ।

পশ্চিমাদের পা চাটার চেয়ে নিজের ভাইদের একটু খেদমত করার সুযোগ নিয়ে তারাও পারে বদনাম ঘুঁচাতে।
380129
২৫ নভেম্বর ২০১৬ রাত ১১:১২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : অযুহাত দিয়ে মানবতা ডেকে দেয়া হচ্ছে!!
২৬ নভেম্বর ২০১৬ সকাল ০৭:৩২
314640
হতভাগা লিখেছেন : নিদেনপক্ষে কাছের ব্রুনেই , মালয়েশিয়া , ইন্দোনেশিয়া তো এদেরকে টানতে পারে।
380138
২৬ নভেম্বর ২০১৬ রাত ১২:২২
স্বপন২ লিখেছেন :
২৬ নভেম্বর ২০১৬ সকাল ০৭:৩৫
314641
হতভাগা লিখেছেন : জ্বি ভাই আপনার কথা খেয়াল আছে । ইন শা আল্লাহ দেখা যাবে আগামী কাল (২৭.১১.২০১৬) যত গর্জাইছেন আপনার নেতা তত বর্ষায় কি না
২৬ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৫০
314665
মনসুর আহামেদ লিখেছেন : @হতভাগা, আপনি ২৭.১১.২০১৬ প্রোগ্রামে যান। আপনার তো কত প্রশ্ন? যান জিজ্ঞাসা করেন, আপনার কোন সংগঠন রয়েছে ময়দানে । যারা মানব রচিত ব্যবস্থায় সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্ব আইন-বিধান ও কর্তৃত্ব মানুষর মেনে এবং মানুষের মনগড়া আইন বিধানের আনুগত্য স্বীকার করে আল্লাহর সাথে শির্ক ও কুফরিতে লিপ্ত হয়ে তারই বিরুদ্ধে বিদ্রোহ করা হয় । এই কথা বলে। এ রকম দল পাবেন না। প্রেস ক্লাবে প্রতি দু'/তিন মাস পর পর আলোচনা করেন।
২৬ নভেম্বর ২০১৬ রাত ০৮:৩৭
314666
হতভাগা লিখেছেন : আপনারা কি দেশের বাইরে আছেন নাকি ? গার্ডথস্‌ থাকলে স্বশরীরে আসার কথা ।

আর পোস্ট সংক্রান্ত কথা না বলে কেন বার বার সবার পোস্টে একই লিংক মারতেছেন ?
380145
২৬ নভেম্বর ২০১৬ সকাল ১১:১০
আবু জান্নাত লিখেছেন : বাঙ্গালীর দূর্নামের কারণে মিডলইষ্টে বাঙ্গালীর ভিসা বন্ধ, মিয়ানমারের ভিসাতো ঠিকই খোলা।
২৬ নভেম্বর ২০১৬ সকাল ১১:৪৬
314654
হতভাগা লিখেছেন : ওখানেই তো রোহিঙ্গারা চলে আসতে পারে বা মিডল ইস্টরা ওদেরকে নাফ নদীতে জাহাজ এনে নিয়ে যেতে পারে।
২৬ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৫০
314661
আবু জান্নাত লিখেছেন : মিয়ানমান সরকার তো রোহিঙ্গাদের নাগরিক বলেও স্বীকার করে না, পাসপোর্ট পাবে কোথায়????
২৬ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৫৩
314662
হতভাগা লিখেছেন : এরকম ক্রাইসিস মোমেন্টে পাসপোর্ট নিয়ে কে মাথা ঘামায় ?
380157
২৬ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৩৮
মনসুর আহামেদ লিখেছেন : @হতভাগা , আপনি জ্ঞানী লোক, রোহিঙ্গারা
তাদের ভুখন্ড রেখে চলে যাক। আর সেই সুযোগে মিয়ানমান সরকার পুরো রাইখান প্রদেশ দখল করুক। মুসলানরা আরেকটা ভুখন্ড
হারাক। যেমন হারাতে হয়েছে, সুদান, East-Timor।
২৬ নভেম্বর ২০১৬ রাত ০৮:৪১
314667
হতভাগা লিখেছেন : পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে এই পন্থা ছাড়া আর কোন বেহতর উপায় নেই। কারণ নিজেদের জায়গায় থাকলে সুচির দল আবারও হোলি খেলায় যে মেতে উঠবে না সেটার গ্যারান্টি কে দেবে ?
১০
381143
০৫ জানুয়ারি ২০১৭ দুপুর ০১:০৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার সুচিন্তিত প্রস্তাবের জন্য ধন্যবাদ। দেরিতে হলেও অংশ নিলাম...রোহিঙ্গা সমস্যা নিয়ে চিন্তা-ভাবনা করার আরো বেশি করে দরকার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File