হতভাগার ছবি ব্লগ (ঈদ স্পিশাল)

লিখেছেন লিখেছেন হতভাগা ১৩ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:১৮:৩২ বিকাল

ঈদ মুবারক । আল'হামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভাল আছি , আপনারাও নিশ্চয়ই ভাল আছেন। এখন পর্যন্ত সবকিছু সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে । ইন শা আল্লাহ বাকী সময় টুকুও ভাল কাটবে সবার ।

প্রতি ঈদে নেট থেকে ধরা ছবি নিয়ে পোস্ট দেই । এবারও দিলাম । আশা করি ভাল লাগবে ।

১.



আজকের বৃষ্টিতে ভিজে প্রায় সবারই এই দশা হবার কথা

২.



সেলফি তুলতে আপনি কতদূর উঠতে পারবেন ?

৩.



এখানে কিসের আয়োজন চলছে ? সামনের দুইজন কারা ?

৪.



এরা কারা ? এটা কোন ছবির দৃশ্য ?

৫.



বৃটিশ ভারতের অন্যতম একটি বর্বর আইন

৬.



দ্যা রিয়াল চকলেট বয় । কোন এড এটা ?

৭.



আধুনিকায়নে বাংলাদেশ পুলিশ

৮.



কিসের রচনা এটা ?

৯.



ফেসবুক এখন হয়ে গেছে একটা নেশার মত

১০.



আমাদের ফাটাকেষ্ট । ''ছালা মারবো এখানে , লাছ পুড়বে ছছানে ''

১১.



ভারতীয় হিজড়া নায়কেরা

১২.



ভারতের মুসলমানেরা

১৩.

সারাক্ষণ বসে বসে টিভি দেখলে এরকম হতে পারে

১৪.



খাইছে , বাইরে তো ভীষন মেঘ ! কেমনে কি ?

১৫.



রানীর সাথে হ্যান্ডশেক করা খেলোয়ারটি কে ?

১৬.



এই টাকা কার কার কাছে আছে ?

১৭.



খলিফাতুল মুসলেমিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৮.



মেশিন গানে ম্যাগজিন ভরতে থাকা এই যুবকটি কে ?

১৯.



চশমা পড়া ছেলেটি কে ?

২০.



মাজার ব্যবসা কেন বন্ধ হবে ?

২১.



মুসলমান সমাজের মন মানসিকতা

২২.



দেখি না কি হয় । কে এই লোক ?

২৩.



বোরকা ও হিজাব এখন আর শুধুই ফরয কাজই নয় , এটা এখন ফ্যাশনও ।

২৪.



ওয়ালস তার এমব্রোস চাই প্রকল্পে একেও নিতে পারেন ।

২৫.



দারুন ডিজাইন । পেটি কোটের বদলে জিন্সের প্যান্ট - ওয়াও !

২৬.





কে বেশী জনপ্রিয় ?

২৭.



এই ছবিটা নাকি গত দুই এক দিন খুব ভাইরাল হয়েছিল ? দেখে তো মনে হচ্ছে সেই ইসলামবিদ্বেষী যে কি না ব্লগে /ফেসবুকে ইসলাম ও কুরবানি নিয়ে তুলকালাম পোস্ট/কমেন্ট লিখে ।

২৮.



টেন্ডুলকারকে হাতে তুলে খাইয়ে দিচ্ছে কে ?

২৯.



এসব গাড়ি ঢাকা শহরে ভাল কাজ দেবে

৩০.



এই ছবিটা কি ফেইক ?

বিষয়: বিবিধ

১৯৯৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377528
১৩ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৪৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
ঈদ মোবারক!!!

Rose Big Hug Rose Cheer Eat
১৪ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৮:৫৪
312904
হতভাগা লিখেছেন : ওয়ালাইকুম আস্‌সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

377533
১৩ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৯:৩৬
আফরা লিখেছেন : আলহামদুল্লিলাহ! আমি ও ভাল আছি ভাইয়া । পোষ্টা ভাল লেগেছে মাঝে মাজে কিছু প্রশ্ন আছে কিন্তু আমি পারছি না ।

ঈদ-মোবারক ভাইয়া ।
১৪ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৮:৫৫
312905
হতভাগা লিখেছেন : ভাল থাকবেন ইন শা আল্লাহ
377538
১৩ সেপ্টেম্বর ২০১৬ রাত ১১:২৩
তবুওআশাবা্দী লিখেছেন : রানীর সাথে হ্যান্ডশেক করা খেলোয়ারটা ইমরান খান | লর্ডস টেস্ট শুরুর আগে খুব সম্ভবত 1971- এ|
১৪ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৮:৫৫
312906
হতভাগা লিখেছেন : উত্তর সঠিক হয়েছে
377542
১৪ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৪:৩২
কাহাফ লিখেছেন :
ঈদ আনন্দ বাড়িয়ে দেয়ার সুন্দর আয়োজনে ধন্যবাদ ও ঈদ মোবারক!!
১৪ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৮:৫৮
312907
হতভাগা লিখেছেন : ঈদ মুবারাক


377919
২৫ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৯:৫১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ১৫। ইমরান খান, ২২। বাংলাদেশী নায়ক রিয়াজ, ২৮। টেন্ডুলকারের বউ ডাঃ অঞ্জলী টেন্ডুলকার, ৩০। ছবিটি রিয়েল মনে হয়, ফেইক নয়। (তখন উনার এত ক্ষমতা ছিল না, বিরোধী দলীয় নেত্রী ছিলেন তাই তারেক রহমানের বিয়েতে উপস্থিত ছিলেন)।
২৫ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৩১
313222
হতভাগা লিখেছেন : পুতুলের বিয়েতে খালেদা জিয়া - এরকম ছবি কি পাওয়া যাবে ?
377920
২৫ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৯:৫৬
২৫ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৩২
313223
হতভাগা লিখেছেন : এটা মনে হয় ঐ সময়ের ছবি (০৬.১২.১৯৯০)
377929
২৫ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ১২:৫৩
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ২৬। অবশ্যই এরদোগান সবচেয়ে বেশি জনপ্রিয়।
২৬ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:২৬
313286
হতভাগা লিখেছেন : হাসুবু আন-প্যারালাল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File