Speak out Loudly ...... Sir
লিখেছেন লিখেছেন হতভাগা ২০ জুলাই, ২০১৬, ০৯:০৭:৩১ সকাল
http://www.amardeshonline.com/pages/details/2016/07/20/345012#.V47j7NJ96M8
কিছু একটা হতে পারে, সজাগ থাকুন: সৈয়দ আশরাফ
ঢাকা: দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জঙ্গিবাদ, সন্ত্রাস, গুপ্তহত্যা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টার প্রতিবাদে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। সৈয়দ আশরাফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। যা বলব ইশারা-ইঙ্গিতে বুঝে নেবেন।
তিনি বলেন, আমরা নিশ্চিত মৃত্যু জেনে মুক্তিযুদ্ধ করেছি, যার ডাকে মুক্তিযুদ্ধ করেছি স্বাধীনতার কয়েক বছরের মাথায় তাকে স্বপরিবারে হত্যা করা হয়েছে।
সৈয়দ আশরাফ বলেন, দেশে যাতে পঁচাত্তরের মত এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি না হয় এর জন্য সবার সজাগ থাকার প্রয়োজন আছে। আপনাদের সব সময় মনে মনে একটা প্রস্তুতি রাখা দরকার।
তিনি বলেন, ঝড়-বৃষ্টি নাই, গাছের পাতা নড়ছে না, তখন বুঝতে হবে একটা কিছু হতে পারে। তাই আমি ইঙ্গিত দিয়ে বললাম সবাইকে সজাগ থাকতে হবে।
সৈয়দ আশরাফ বলেন, বাঙালি যেমন বীরের জাতি, তেমনি বেইমানের জাতি। তাই আমাদের সজাগ থাকার প্রয়োজন আছে। মনে মনে প্রস্তুতি রাখারও প্রয়োজন আছে।
************************************************************************************************
প্রতিক্রিয়া :
কিছু একটা কি হতে পারে সেটা সাফ সাফ জন গনকে বলে দেন না কেন ? আপনি সরকারী দলের সাধারণ সম্পাদক পদে আছেন । জনপ্রশাসনমন্ত্রী মন্ত্রীও ।
আপনাদের কাছে এমন কোন হামলা/ঘটনার আগাম তথ্য যদি থাকে যা জনগনের জন্য বিপদের কারণ হতে পারে এবং জনগন একটু সজাগ হলে বড় বিপদ হতে দেশ রক্ষা পেতে পারে - সেটা কি ? সরাসরি তা বলে ফেললেই হয় ।
দেশে যদি (আল্লাহ না করুন ) কিছু একটা হয়েই যায় তাহলে সবার আগে দেশ ছেড়ে পালাবে আমাদের নেতারা , কারণ তারা দেশের বাইরে সেকেন্ড হোম বানিয়ে রেখেছে বা শশুড়বাড়ি আছে ।
আমাদের অভাগা বাংলাদেশীদের তো দেশে থেকেই এটা ফেস করতে হবে ।
রাজনৈতিক বক্তব্য তো আপনারাই দেবেন । দেশের জনগনের জন্য রাজনীতি করেন বিধায় জনগনের জান মাল রক্ষা করা আপনাদের যেমন গুরু দায়িত্ব তেমনি জনগনকে আশু বিপদ সম্পর্কে ওয়াকেবহাল করে স্বশরীরে উপস্থিত থেকে জন গনকে সাথে নিয়ে সেটার চাক্ষুষ মোকাবেলা করাও আপনাদের দায়িত্বের বাইরে নয় ।
আগে থেকে বলে রাখলে একজনকে হলেও তো রক্ষা করা যায় ! ঘটনা ঘটে গেলে তখন ''আগে থেকেই টের পেয়েছিলাম / তথ্য ছিল '' এসব বললে তো নিহত ব্যক্তিরা ফিরে আসবে না !
বিষয়: বিবিধ
৯৩২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঘটনা ঘটে যাবার পর এরকম কথা বললে কি নিহতেরা ফিরে আসবে ? আগেই বিষয়টি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে জানালে ,প্রতিরোধের ব্যবস্থা করলে এই ঘটনা কি এড়ানো যেত না ?
মন্তব্য করতে লগইন করুন