ক্যাচাল ১
লিখেছেন লিখেছেন হতভাগা ৩০ জুন, ২০১৬, ১২:৪৬:৩৬ দুপুর
স্বামী - স্ত্রী উভয়েই চাকুরিজীবী । সাম্প্রতিক সময়ে অফিসের কাজের চাপে দুইজনেরই তেমন কোন অবসর নেই যে কোথাও ঘুরে বেড়িয়ে আসবে । বিয়ের প্রথম ৩/৪ বছর ভালই বেড়ালেও গত ২ বছর কোথাও যাওয়া হয় না ।
কোন এক সরকারী(রবি/বৃহষ্পতি) ছুটির সাথে ৩ টি PL যোগ করে তারা দেশে / দেশের বাইরে কোথাও বেড়াতে যাবার প্ল্যান করছে । যাতায়াতের টিকিট , হোটেল ভাড়া সবকিছু সেটআপ করছে স্বামী । স্ত্রী ও সন্তানেরা খুব খোশ মেজাজে বাক্সপেটরা গোছাচ্ছে ।
যাবার কয়েকদিন আগে স্বামী সব কিছু সেট করে স্ত্রীকে বললো , ''সব সময়ই তো আমিই এরকম ট্যুরের যাবতীয় খরচ বহন করি , এবার না হয় তুমিই করলে । তাছাড়া তুমিও তো চাকরি করো । এরকম ট্যুরের এক্সপেন্স বেয়ার করা তোমার জন্য কঠিনও হবে না ।
আমার তো সংসারে টাকা ব্যয় করতে হয় যেটা তোমাকে করতে হয় না বললেই চলে । এখন থেকে এরকম কোন ট্যুরে আমিই না হয় সব জোগাড়যন্ত্র করবো আর তুমি ফাইনান্স করবে। ''
*************************************
কি মনে হয় ব্লগার ভায়া ও আপুরা - স্ত্রী কি এই প্রস্তাবে রাজি হবে ?
বেড়াতে যাবার আগে যে ফূর্তি ছিল মনে সেটা কি এই প্রস্তাব শোনার পর আগের মতই থাকবে ?
যদি প্রস্তাব শুনে স্ত্রী রাগারাগি করে , তুলকালাম কান্ড বাঁধায় - তাহলে এটা কি মনে করা ঠিক হবে যে স্বামী থেকে খসানোই ছিল তার মুখ্য উদ্দেশ্য । যদি বেড়ানোটাই মুখ্য হত তাহলে এখানে খরচাদি বহন করাও বাঁধা হয়ে আসতো না ।
বিষয়: বিবিধ
১২৭৪ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিজের থেকে সংসার বা পরিবারের জন্য ১ টাকা খরচ করলেও অবস্থা এমন হবে।
তবে যেসব মেয়েরা চাকুরী করে বিধিসম্মত প্রয়োজনের তাগিদে, তাদের ক্ষেত্রে উপরোক্ত কথাগুলো প্রযোজ্য নয়।
আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তারা কি আপনাকে এলাউ করবে তাদের প্রাইম টাইমে আপনি আরেকটি প্রতিষ্ঠানে চাকুরি করেন ?
মেয়েরা তাদের টাকা দিয়ে কি করে তা গাজী ভাই ভালই বলে দিয়েছেন ।
আমাদের মুসলমান সমাজে বিয়ে হয়ত হয় শরিয়ত মোতাবেক কিন্তু সংসার শরিয়ত মোতাবেক চলে না ।
স্ত্রীরও কি এটা মানবিক মনে করা উচিত নয় যে - যেহেতু সে স্বামীর সংসারের আপমোস্ট হেফাজত করছে না স্বজ্ঞানেই তাই সেটার কমপেনসেটের জন্য তাকেও স্বামীর সাথে সংসারের এক্সপেন্সে সমানভাবেই অংশ নেওয়া উচিত ?
গাছেরও খাবে আবার তলারও কুড়াবে - এরকম মানিসকতাই এখন মানবিক আচরনের সাথে মেলানো হয় ।
শুধু - ভালোবাসা নেই - এই ধোঁয়া তুলে কি একটা দাম্পত্য জীবনের দি এন্ড করা যায় ? শরিয়ত কি বলে এ ব্যাপারে ?
বৈবাহিক সম্পর্ক ভালোবাসার চেয়েও দালিলিক এবং চুক্তিভিত্তিক (একপাক্ষিক), ২৩/২৪ টার মত পয়েন্ট আছে সেখানে- যেখানে স্বামী-স্ত্রী এবং উকিলদের সই করতে হয়।
০ সম্পর্কটাতে ভালবাসার চাইতে টাকা পয়সাই বেশী ডিসাইসিভ ভূমিকা পালন করে । এটা না থাকলে হাজার ভালবাসাতেও কাজ হবে না ।
মন্তব্য করতে লগইন করুন