ক্যাচাল ১

লিখেছেন লিখেছেন হতভাগা ৩০ জুন, ২০১৬, ১২:৪৬:৩৬ দুপুর

স্বামী - স্ত্রী উভয়েই চাকুরিজীবী । সাম্প্রতিক সময়ে অফিসের কাজের চাপে দুইজনেরই তেমন কোন অবসর নেই যে কোথাও ঘুরে বেড়িয়ে আসবে । বিয়ের প্রথম ৩/৪ বছর ভালই বেড়ালেও গত ২ বছর কোথাও যাওয়া হয় না ।

কোন এক সরকারী(রবি/বৃহষ্পতি) ছুটির সাথে ৩ টি PL যোগ করে তারা দেশে / দেশের বাইরে কোথাও বেড়াতে যাবার প্ল্যান করছে । যাতায়াতের টিকিট , হোটেল ভাড়া সবকিছু সেটআপ করছে স্বামী । স্ত্রী ও সন্তানেরা খুব খোশ মেজাজে বাক্সপেটরা গোছাচ্ছে ।

যাবার কয়েকদিন আগে স্বামী সব কিছু সেট করে স্ত্রীকে বললো , ''সব সময়ই তো আমিই এরকম ট্যুরের যাবতীয় খরচ বহন করি , এবার না হয় তুমিই করলে । তাছাড়া তুমিও তো চাকরি করো । এরকম ট্যুরের এক্সপেন্স বেয়ার করা তোমার জন্য কঠিনও হবে না ।

আমার তো সংসারে টাকা ব্যয় করতে হয় যেটা তোমাকে করতে হয় না বললেই চলে । এখন থেকে এরকম কোন ট্যুরে আমিই না হয় সব জোগাড়যন্ত্র করবো আর তুমি ফাইনান্স করবে। ''

*************************************

কি মনে হয় ব্লগার ভায়া ও আপুরা - স্ত্রী কি এই প্রস্তাবে রাজি হবে ?

বেড়াতে যাবার আগে যে ফূর্তি ছিল মনে সেটা কি এই প্রস্তাব শোনার পর আগের মতই থাকবে ?

যদি প্রস্তাব শুনে স্ত্রী রাগারাগি করে , তুলকালাম কান্ড বাঁধায় - তাহলে এটা কি মনে করা ঠিক হবে যে স্বামী থেকে খসানোই ছিল তার মুখ্য উদ্দেশ্য । যদি বেড়ানোটাই মুখ্য হত তাহলে এখানে খরচাদি বহন করাও বাঁধা হয়ে আসতো না ।

বিষয়: বিবিধ

১২৮০ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373604
৩০ জুন ২০১৬ দুপুর ০২:০২
নাবিক লিখেছেন : অন্যের টাকাপয়সা উড়াতে মেয়েরা উস্তাদ এইটা জানি, বাট স্বামীর বেলায় কী করে সেটা বলতে পারবো না, অভিজ্ঞতা নাই তো।।
৩০ জুন ২০১৬ বিকাল ০৫:৪৮
310088
হতভাগা লিখেছেন : প্রেমিকদের কাছ থেকেও ইচ্ছেমত খসায় , তবে গ্যারান্টি নেই যে মেয়েটি তাকেই বিয়ে করবে
373616
৩০ জুন ২০১৬ দুপুর ০২:৩০
আবু জান্নাত লিখেছেন :
শৈবাল দিঘীরে বলে উচ্চ করে শির,
লিখে রাখ দু'ফোটা দিলাম যে শিশির।

নিজের থেকে সংসার বা পরিবারের জন্য ১ টাকা খরচ করলেও অবস্থা এমন হবে।

৩০ জুন ২০১৬ বিকাল ০৪:৩৫
310081
গাজী সালাউদ্দিন লিখেছেন : তাই জান্নাতের বাপ পুকুর পাড় কলাবাগান দেখিয়ে ট্যুরের সাধ মিটায়
৩০ জুন ২০১৬ বিকাল ০৫:৪৯
310089
হতভাগা লিখেছেন : দায়িত্ব পালন করা কারও কাছে দূর্বলতা আবার কেউ তাতে গাও করে না
373632
৩০ জুন ২০১৬ দুপুর ০৩:৫০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : স্ত্রী রাজি না হওয়ার কোন কারণ নেই। দ্বিগুণ উৎসাহে রাজি হবে এবং স্ফূর্তি করবে।..
৩০ জুন ২০১৬ বিকাল ০৪:৩৪
310080
গাজী সালাউদ্দিন লিখেছেন : হেরম্মা বিবি পাইছেন বোধ হয়!
৩০ জুন ২০১৬ বিকাল ০৫:৫১
310090
হতভাগা লিখেছেন : বড়লোক বাবার একমাত্র মেয়েকে বিয়ে করে মেয়ের বাবার বাড়িতে থাকলে এরকম সৌভাগ্যের দেখা পাওয়া যায়
১৬ জুলাই ২০১৬ দুপুর ০৩:২৫
310865
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : রাজি হওয়ার সম্ভাবনা কম।
373634
৩০ জুন ২০১৬ বিকাল ০৪:০৩
আফরা লিখেছেন : আচ্ছা হতভাগা ভাইয়া আপনার কাছেআমার একটা প্রশ্ন, আপনার মতে মহিলারা সংসারে কোন টাকা খরচ করে না তাহলে তাদের টাকা গুলো কি করে ?
৩০ জুন ২০১৬ বিকাল ০৪:৩২
310079
গাজী সালাউদ্দিন লিখেছেন : একেবারেই করেনা, তা নয়। তবে উল্লেখযোগ্য অংশ চলে যায় প্রসাধনী কেনা আর শপিং করাতে।আবার কিছু যায় বাবার বাড়ি। মেয়েরা তাদের আয়ের টাকা দিয়ে সংসারের খরচ খরচ খুব একটা না মেটালেও সময়ে সময়ে কিছু গিফট দিয়ে সবাইকে সন্তুষ্ট রাখতে পারে।
তবে যেসব মেয়েরা চাকুরী করে বিধিসম্মত প্রয়োজনের তাগিদে, তাদের ক্ষেত্রে উপরোক্ত কথাগুলো প্রযোজ্য নয়।
৩০ জুন ২০১৬ বিকাল ০৫:৫৩
310091
হতভাগা লিখেছেন : আমার মতে : দরকার ছাড়া মেয়েদের চাকুরি করা মানে তার স্বামীর সাথে , স্বামীর সংসারের সাথে প্রতারণা করার শামিল ।

আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তারা কি আপনাকে এলাউ করবে তাদের প্রাইম টাইমে আপনি আরেকটি প্রতিষ্ঠানে চাকুরি করেন ?

মেয়েরা তাদের টাকা দিয়ে কি করে তা গাজী ভাই ভালই বলে দিয়েছেন ।
373636
৩০ জুন ২০১৬ বিকাল ০৪:৩৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : হতচ্ছাড়ার কাধেঁ পিস্তল কি বিবির এইসব মারদাঙ্গা খাচলত থামানোর জন্য?
৩০ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:২৮
310096
হতভাগা লিখেছেন : এটা সাইলেন্সার লাগানো পিস্তল । গুলি চলবে তুমুল , শব্দ হবে কম ।
373644
৩০ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:১৮
কুয়েত থেকে লিখেছেন : বেড়াতে যাবার আগে যে ফূর্তি ছিল সেটা কি এই প্রস্তাব শোনার পর আগের মত থাকতে পারে..? প্রস্তাবে দেওয়ার সময় বুঝি আর পাইনাই..? স্ত্রীদের দিতেই হয় নেওয়ার চিন্তা না করাই ভালো। ধন্যবাদ আপনাকে
৩০ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৩০
310097
হতভাগা লিখেছেন : শরিয়ত কি বলে শুধু স্বামীই দেবে এবং স্ত্রী শুধুই পাবে - এবং এটা ভাল কাজ ?

আমাদের মুসলমান সমাজে বিয়ে হয়ত হয় শরিয়ত মোতাবেক কিন্তু সংসার শরিয়ত মোতাবেক চলে না ।
373653
৩০ জুন ২০১৬ রাত ০৮:২৩
শেখের পোলা লিখেছেন : কবি এখানটায় নীরব থাকবেন।
৩০ জুন ২০১৬ রাত ০৯:০৬
310124
হতভাগা লিখেছেন : এ ব্যাপারে কোন তথ্য আছে ? শেখের পোলাপাইন বলে কথা ।
373662
৩০ জুন ২০১৬ রাত ১১:৪৮
দ্য স্লেভ লিখেছেন : শরিয়ত বলে সকল খরচ স্বামীর। স্ত্রী ইনকাম করলে সেটা তার। তবে স্বেচ্ছায় যদি সে খরচ করতে চায় তবে হতে পারে। সংসারে যৌক্তিক আচরনের চাইতে বেশী গুরুত্বপূর্ণ হল মানবিক হওয়া। উভয়ের সম্পর্ক চুক্তিভিত্তিক নয়,বরং ভালোবাসাময়
০১ জুলাই ২০১৬ সকাল ০৯:১২
310141
হতভাগা লিখেছেন : স্ত্রীর চাকুরি করা কি স্বামীর অনুমোদনের অপেক্ষা করে ? যদি করে তাহলে সংসারে সমান ব্যয় সাপেক্ষে অনুমোদন দেওয়া যায় কি , কারণ নিজের সংসারের হেফাজতের ঘাটতির বিনিময়ে স্বামীকে সেটা এলাউ করতে হয় ।

স্ত্রীরও কি এটা মানবিক মনে করা উচিত নয় যে - যেহেতু সে স্বামীর সংসারের আপমোস্ট হেফাজত করছে না স্বজ্ঞানেই তাই সেটার কমপেনসেটের জন্য তাকেও স্বামীর সাথে সংসারের এক্সপেন্সে সমানভাবেই অংশ নেওয়া উচিত ?

গাছেরও খাবে আবার তলারও কুড়াবে - এরকম মানিসকতাই এখন মানবিক আচরনের সাথে মেলানো হয় ।

শুধু - ভালোবাসা নেই - এই ধোঁয়া তুলে কি একটা দাম্পত্য জীবনের দি এন্ড করা যায় ? শরিয়ত কি বলে এ ব্যাপারে ?

বৈবাহিক সম্পর্ক ভালোবাসার চেয়েও দালিলিক এবং চুক্তিভিত্তিক (একপাক্ষিক), ২৩/২৪ টার মত পয়েন্ট আছে সেখানে- যেখানে স্বামী-স্ত্রী এবং উকিলদের সই করতে হয়।
০১ জুলাই ২০১৬ সকাল ১১:৩৬
310143
দ্য স্লেভ লিখেছেন : হ্যা এটা ঠিক যে স্ত্রীর অনুধাবন করা উচিৎ। কিন্তু বিষয়টা তার ইচ্ছাধীন। শরিয়ত তার উপর জবরদস্তি করেনি। তবে এখানে তার কন্ট্রিবিউট করা উচিৎ। আপোষের বিষয়। আর হ্যা তার চাকুরীর ক্ষেত্রে স্বামীর অনুমতি প্রয়োজন।
373693
০১ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:১৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! দ্য স্লেভ লিখেছেন : শরিয়ত বলে সকল খরচ স্বামীর। স্ত্রী ইনকাম করলে সেটা তার। তবে স্বেচ্ছায় যদি সে খরচ করতে চায় তবে হতে পারে। সংসারে যৌক্তিক আচরনের চাইতে বেশী গুরুত্বপূর্ণ হল একে অপরের প্রতি মানবিক হওয়া। উভয়ের সম্পর্ক চুক্তিভিত্তিক নয়, বরং ভালোবাসাময়। আর আমার জানামতে বাঙালি পরিবারে যারাই চাকুরী করে তাদের বেশীর ভাগই সংসারে খরচ করে যাতে করে স্বামীর একার উপর চাপ না পড়ে। মহান আল্লাহ স্বামী স্ত্রী উভয়ের মাঝে ভালোবাসাময় সম্পর্ক গড়ে দিন। আমিন।
০২ জুলাই ২০১৬ সকাল ০৯:২০
310167
হতভাগা লিখেছেন : ওয়ালাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু!

০ সম্পর্কটাতে ভালবাসার চাইতে টাকা পয়সাই বেশী ডিসাইসিভ ভূমিকা পালন করে । এটা না থাকলে হাজার ভালবাসাতেও কাজ হবে না ।
১৬ জুলাই ২০১৬ দুপুর ০৩:২৮
310866
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : বেশিরভাগ ক্ষেত্রে চাকুরীজীবি মেয়েরা তাদের আয় গহনা, পোশাক আর বিলাসিতায় খরচ করে। সংসারের প্রয়োজনে কন্ট্রিবিউট করতে তাদের মারাত্মক অনীহা। খুবই কম ব্যতিক্রম আছে।
১০
374740
১৬ জুলাই ২০১৬ দুপুর ০৩:২৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : বেশিরভাগ ক্ষেত্রে চাকুরীজীবি মেয়েরা তাদের আয় গহনা, পোশাক আর বিলাসিতায় খরচ করে। সংসারের প্রয়োজনে কন্ট্রিবিউট করতে তাদের মারাত্মক অনীহা। খুবই কম ব্যতিক্রম আছে।
১৬ জুলাই ২০১৬ বিকাল ০৪:১৫
310871
হতভাগা লিখেছেন : বয়তিক্রম টিপিক্যাল ঘটনাকে আরও বেশী স্টাবলিশ করে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File