ব্লগের অবস্থা বেহাল

লিখেছেন লিখেছেন হতভাগা ৩১ মে, ২০১৬, ০৪:৩৪:৩২ বিকাল



এখন বিকাল সাড়ে চারটা (প্রায়) । আর ব্লগে ব্লগার আছেন মাত্র ১৪ জন । তার মধ্যে ৩/৪ জন মনে হয় প্রবাসী ব্লগার।

ব্লগে নিয়মিত যাদের উপস্থিত দেখা যেত , যাদের নিয়ে প্রায়শই আমি বিভিন্ন পোস্টে মন্তব্য করেছি সেই জুলিয়া আপু ও রবার্ট ভায়াও এখন নেই ।

অন্যদিকে মিজান ২০১৩ নিকের একজন (ওয়ান অব দ্যা আদিয়েস্ট ব্লগার)কে ইদানিং উপস্থিত দেখা যাচ্ছে । উনার লাস্ট পোস্ট সেই ৩ বছর আগেই ।

ব্লগের কি হয়ে গেল ? ব্লগটা মনে হয় পানসে হয়ে যাচ্ছে । নাকি ব্লগের উপর ব্যানের খড়গের ঢেলায় অনেকেই ঢুকতে পারতেছে না ।

এরকম নগন্য সংখ্যক উপস্থিতি নাগরিক ব্লগেই দেখা যায় বেশী ।

তবে ভিজিটর সংখ্যা খুব একটা খারাপ না । মনে হয় দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কখন খেলা জমে উঠবে এই আশায়।

বিষয়: বিবিধ

১৩৯৯ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370543
৩১ মে ২০১৬ বিকাল ০৪:৪৪
মোস্তাফিজুর রহমান লিখেছেন : মানুষগুলো যেন অলস হয়ে গেছে। লেখায় মন্তব্য করেনা।
সমস্যটা অনেকটা এমন 'মন্তব্য নাই তাই ভাল লেখকের লেখা নাই; আর ভাল লেখকের লেখা নাই তাই মন্তব্য নাই।
৩১ মে ২০১৬ বিকাল ০৫:২৯
307461
হতভাগা লিখেছেন : মন্তব্য আসলে লিখকের লিখার আগ্রহ বেড়ে যায় । আলোচনা - সমালোচনার মধ্য দিয়ে ধীরে ধীরে ভাল লিখক বের হয়ে আসে।
370545
৩১ মে ২০১৬ বিকাল ০৫:৫১
আওণ রাহ'বার লিখেছেন : মটু মামারা দুই-তিন দিন পর-পর ঠিকানা পাল্টায়। কী করবেন আর বলেন।
০১ জুন ২০১৬ সকাল ০৮:০৩
307474
হতভাগা লিখেছেন : পোস্ট দিয়ে আমি নিজেও ২ ঘন্টার পর ঢুকতে পারতেছিলাম না
370546
৩১ মে ২০১৬ বিকাল ০৫:৫৭
মুহাঃ মাসউদুল হাসান মামুন লিখেছেন : ব্লগাররা ভয় পেয়ে নিজেদের গুটিয়ে রাখছে।
০১ জুন ২০১৬ সকাল ০৮:০৬
307475
হতভাগা লিখেছেন : তা মনে হয় না । কারণ এখানে থ্রেট খেয়ে আমেরিকা যাবার ধান্ধায় থাকে এরকম ব্লগার নেই ।

আর ব্লগে সরকারের সাফাই গাওয়ার জন্য ২/৩ জন ব্লগার থাকতে সরকার এটাতে হাত সেরকমভাবে দেয় বলেও মনে হয় না ।

টেকনিক্যাল সম্যা সামুতেও হয় ( দেখেন গিয়ে নোটিশে কি ঝুলিয়ে রেখেছে ) । মডুদের টেকনিক্যালি সাউন্ড হতে হবে।
370548
৩১ মে ২০১৬ সন্ধ্যা ০৬:০৭
শেখের পোলা লিখেছেন : চাপে পড়ে ঠিকানা যেমন বদল হচ্ছে তেমনই ব্লগাররা বাড়ি খুৎজে না পেয়ে ফিরে যাচ্ছে। আবার অনেকে নিরুৎসাহীত হয়ে হাল ছেড়ে দিচ্ছে। যারা টিকে আছে তাদেরও মন খারাপ হচ্ছে।
০১ জুন ২০১৬ সকাল ০৮:০৯
307476
হতভাগা লিখেছেন : সরকারকে ফেলে দিবে - এমন প্ল্যাটফর্ম না বিডি ব্লগ ।

বরং এসব ব্লগ থেকে সাধারণ মানুষের রিয়েকশন উনারা ফিল করতে পারেন । চামচারা তো উনাদেরকে সে সুযোগ দেয় না । ফলে বিরাট ইনফরমেশন গ্যাপের কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
370549
৩১ মে ২০১৬ সন্ধ্যা ০৬:১০
চিরবিদ্রোহী লিখেছেন : মডারেশন কর্তৃপক্ষ ব্লগের পরিবেশটা ধরে রাখতে অক্ষম হয়েছে। বিশেষ করে ব্লগের পরিবেশটা একপেশে হয়ে যাওয়াটা আমাকে আসা থেকে বিরত রেখেছে। তাই মাঝে মধ্যে ঢু মারলেও লগ ইন করি না।
০১ জুন ২০১৬ সকাল ০৮:১১
307477
হতভাগা লিখেছেন : ব্লগের পরিবেশ মনে হয় না একপেশে , সবাই সবার মন্তব্য প্রকাশ করার সুযোগ তো এভেইল করতে পারে সহজেই ।

তবে মাত্রা ছাড়া কোন কিছুই তো সহ্য করার মত হয় না
370552
৩১ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৪৯
আবু জান্নাত লিখেছেন : হয়তো হবে এমন কিছু।
০১ জুন ২০১৬ সকাল ০৮:১১
307478
হতভাগা লিখেছেন : ইন শা আল্লাহ । পজিটিভ কিছুই হোক
370553
৩১ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৫১
নিশা৩ লিখেছেন : ফেসবুকিং এ সব সময় যে চলে গেল! ব্লগে কখন আসব? এখন দিনগুলো লম্বা হওয়াতে একটু যাওয়া-আসা করা যাচ্ছে। ব্লগের তুলনায় ফেসবুক বেশি রংগিন। Thumbs Up
০১ জুন ২০১৬ সকাল ০৮:১৪
307479
হতভাগা লিখেছেন : আমার ফেবু আইডি নেই । এটাকে ব্লগের চেয়ে আগে মনে করি না ।

ব্লগের চেয়ে ফেসবুক একটা নেশা জাতীয় জিনিস । এটার ভালরুপের চেয়ে খারাপ রুপ বেশী ।
০১ জুন ২০১৬ রাত ০৮:১৫
307532
নিশা৩ লিখেছেন : একমত। সতর্কতার সাথে শুধু প্রয়োজনীয় ব্যপারগুলো জানার চেষ্টা করি। অনেক ধন্যবাদ।
০৮ জুন ২০১৬ দুপুর ০৩:১১
308188
ইরফান ভাই লিখেছেন : আমারও কোন ফেসবুক আইডি নেই।ফসবুকে যত্তসব ফালতু ফালতু পোস্ট।ব্লগ সেরা বলতে বাধ্য হচ্ছি।
370565
৩১ মে ২০১৬ রাত ১১:১১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আমার নামটা কিন্তু সবার উপরে, হুঁহ্‌ Big Grin I Don't Want To See
০১ জুন ২০১৬ সকাল ০৮:১৬
307481
হতভাগা লিখেছেন : ওয়ালাইকুম আস্‌সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আ বা A দিয়ে শুরু বলে হয়ত
370570
০১ জুন ২০১৬ রাত ০১:৩২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। মডুরা যখন ঘুমিয়ে পড়ে ব্লগের অবস্থা তখন কি করে ঠিক থাকবে?
০১ জুন ২০১৬ সকাল ০৮:১৭
307482
হতভাগা লিখেছেন : ওয়ালাইকুম আস্‌সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু..

মডুরা মনে হয় অপি টাইপ খেলোয়াড়ের সন্ধানে সারা ডিজিটাল দুনিয়া চষে বেড়াচ্ছে
০২ জুন ২০১৬ রাত ১২:০১
307568
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হতে পারে ....
১০
370587
০১ জুন ২০১৬ সকাল ০৯:১৯
আবু নাইম লিখেছেন : আমার তো মনে হয় আমাদের অনেকের হাত-পা বাধা..ইচ্ছে লেখা যাচ্ছে না..আবার মন্তবও করা যাচ্ছে না..সব কিছু ঠিক রেখে দেশর অনেকেই লেখা পোষ্ট ও মন্তব্য দেয়া থেকে বিরত আছেন। তবে দেখছেন ও পড়ছেন প্রবাসী ভাইয়েরা কে কি লিখছেন। আল্লাহ ভাল জানেন।
০১ জুন ২০১৬ সকাল ১০:০০
307491
হতভাগা লিখেছেন : মডুদের টেকনিক্যালি সাউন্ড হতে হবে।

এটা ঠিক করতে পারলে পরিস্থিতি চেন্জ হতে শুরু করবে ইন শা আল্লাহ
১১
370589
০১ জুন ২০১৬ সকাল ১০:০৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ঐসময়টা এদেশীদের জন্য অলস সময় হয়তবা। যাই হোক,আশাকরি সংশ্লিষ্টদের এবার বোধোদয় হবে..
০১ জুন ২০১৬ সকাল ১০:৩৮
307494
হতভাগা লিখেছেন : এখন সকাল সাড়ে ১০ টা , আছেন ১৯ জন ব্লগার । খারাপ না ।
১২
370622
০১ জুন ২০১৬ বিকাল ০৫:০৮
ক্রুসেড বিজেতা লিখেছেন : জাগ্রত ব্লগের ঘুমন্ত শুভেচ্ছা ।
০২ জুন ২০১৬ সকাল ০৮:১৮
307600
হতভাগা লিখেছেন : ফজরের নামাজ পড়েই কি আবারও ঘুমাতে চলে গেলেন ?
১৩
370692
০১ জুন ২০১৬ রাত ১১:৪৪
আফরা লিখেছেন : এই ব্লগ ফ্রী পয়সায় চালায় তাই কয়েকদিন পর পর নাম চেন্চ করতে হয় আর ব্লগারদের বোকা বানায় সরকার থাবা মারছে ----

এটা আর বেশী দিন চলবে না ভাইয়া ।
০২ জুন ২০১৬ সকাল ০৮:২০
307601
হতভাগা লিখেছেন : পয়সা দিয়ে চালিয়ে যদি সরকারের কুৎসা করে তাহলে কি থাবা খাবে না ?
১৪
371417
০৮ জুন ২০১৬ দুপুর ০৩:১৫
ইরফান ভাই লিখেছেন : ব্লগে আসতে পারি না।লিংক সমস্যা দেয়।লিংক কোথাও শেয়ার করতে সমস্যা হয় বলে ভিসিটর বাড়ে না।যে ব্লগাররা ফেসবুক ব্যবহার করে তাদের পোস্টগুলোই তাই জনপ্রিয় বেশী হচ্ছে।ভিসিটর না পেয়ে অনেক উৎসাহ হারিয়ে ফেলেছে।
০৯ জুন ২০১৬ সকাল ০৮:২৫
308288
হতভাগা লিখেছেন : ব্লগে ঢোকা এখনও সহজ হচ্ছে না
০৯ জুন ২০১৬ দুপুর ১২:৩১
308309
ইরফান ভাই লিখেছেন : এই দিক দিয়ে মডু সাহেবের কোন নজর নেই..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File