ক্রিকেট কুইজ (টি20 বিশ্বকাপ ২০১৬)

লিখেছেন লিখেছেন হতভাগা ২৪ এপ্রিল, ২০১৬, ০৫:৪৯:২০ বিকাল

১. এবারের টূরনামেন্টের এক ম্যাচে সবচেয়ে বেশী রান করেছেন কোন ব্যাটস্‌ম্যান?

ক. তামিম ইকবাল খ. ক্রিস গেইল গ. ভিরাট কোহলি ৪. জো রুট

২. এক ম্যাচে সবচেয়ে ভাল বোলিং কার ?

ক. মুস্তাফিজুর রহমান খ. জেমস্‌ ফকনার গ. ইশ সোধি ঘ. মিচেল স্যান্টনার

৩. পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশী রান কে করেছেন ?

ক. তামিম ইকবাল খ. ভিরাট কোহলি গ. জো রুট ঘ. মারলন স্যামুয়েলস

৪. পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশী উইকেট কে নিয়েছেন ?

ক. মোহাম্মদ নবী খ. মুস্তাফিজুর রহমান গ. মিচেল স্যান্টনার ঘ. স্যামুয়েল বাদ্রি

৫. ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ কে হন ?

ক. মারলন স্যামুয়েলস খ. স্যামুয়েল বাদ্রি গ. কার্লোস ব্র‍্যাথওয়াইট ঘ. জো রুট

বিষয়: বিবিধ

১৪৫২ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366954
২৪ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩১
আবু জান্নাত লিখেছেন : ভাই, ক্রিকেট বুঝি না।
২৫ এপ্রিল ২০১৬ দুপুর ১২:১৬
304538
হতভাগা লিখেছেন : বুঝার চেষ্টা করেছেন কখনও ? বাংলাদেশ তো এই একটা খেলার মাধ্যমে দেশে বিদেশে বেশ সমীহ আদায় করে নিয়েছে ।
২৫ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৫৫
304545
আবু জান্নাত লিখেছেন : আসলে কখনো বুঝার চেষ্টাও করিনি, আমার কাছে বেহুদা মনে হয়, আমাদের এখানে যারা নিয়মিত খেলা নিয়ে মত্ত্ব, তাদেরকে আমার কাছে ফালতু মনে হয়। মানে বিনে ফায়দা অযথা সময় নষ্ট করা আর কি।

২৬ এপ্রিল ২০১৬ সকাল ০৮:২৯
304619
হতভাগা লিখেছেন : উত্তর জানা নাই সেটা বলেন । ফালতু মনে হলে কমেন্টই করতেন না ।
২৬ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৪৬
304663
আবু জান্নাত লিখেছেন : ফান করেছি ভাই ধন্যবাদ
367070
২৫ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫৯
চেতনাবিলাস লিখেছেন : আমার পোস্ট এ আপনার কমেন্ট এর জবাব ---
আমাকে অন্যদেশে চলে যেতে বলছেন কেন?
যে মাটিতে আমি জন্মেছি সে মাটিতে ঈমান নিয়েই মরতে চাই। কেউ যদি এ মাটি থেকে আমাকে উতখাত করতে চায় তাহলে জীবন বাজি রেখে তার বিরুদ্ধে লড়ব। ঈমান কিংবা ইসলামী চেতনাই আমার কাছে বড়। অন্য কিছুই নয়।
২৬ এপ্রিল ২০১৬ সকাল ০৮:৩৬
304620
হতভাগা লিখেছেন : আপনাদের চেতনা হচ্ছে নিরপরাধ মুসলমান ভাইদের হত্যা করা । এবং এতে ইসলামের ভালই খেদমত করছেন বলে আপনারা মনে করেছেন।

আপনাদের এই ভ্রান্ত নীতির জন্য আপনারা এদেশে মাইর খেতেই থাকবেন, কখনই তা থামবে না । পরকালে কি আপনি কি কনফার্ম যে আপনারা ৭১ এ যাদেরকে মেরেছেন তারা বা তদের ওয়ারিশেরা ক্ষমা করে দিয়েছেন ?

বান্দার হক বান্দা না ক্ষমা করলে সেটা আল্লাহও ক্ষমা করেন না - সেটা কি জানেন ?

আপনারা লড়বেন পাকিস্তানের জন্য বাংলাদেশের মাটিতে থেকে বাংলাদেশের বিপক্ষে ।
আপনাদের সাফারিংস দুনিয়াতে কেবলমাত্র শুরু হয়েছ , পরকালে তো থাকার কথাই - যেহেতু আপনারা অহংকারী ।
367154
২৬ এপ্রিল ২০১৬ সকাল ১০:৪৪
হাফেজ আহমেদ লিখেছেন : উওর গুলো জানিয়ে দিলে খুশি হতাম।
২৬ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩৮
304640
হতভাগা লিখেছেন : চেষ্টা করেন
367196
২৬ এপ্রিল ২০১৬ রাত ০৯:০৭
চেতনাবিলাস লিখেছেন : কে বা কারা নিরপরাধ মুসলমান মারল? যে জাতি বিশেষ দিবসে মূর্তিতে পুষ্প দিয়ে পূজা করে সে জাতি ইসলামের মূল বিশ্বাস তাওহিদ থেকেই তো অনেক দূরে। যে জাতি বিভিন্ন জাতীয় দিবসে কতগুলো পাথরের আকৃতি যা প্রকারন্তরে পৌত্তলিক বিশ্বাসের সাথে মিলে যায় তাতে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করে সে জাতির মৌলিক স্পিরিট ইসলামের সাথে সাংঘর্ষিক | পবিত্র কুরআনে বহু জায়গায় পৌত্তলিকদের সাথে মুসলমানদের কেমন আচরণ করতে হবে তা বলা আছে। যারা ইসলামের আদর্শ নির্মূল করতে চায় তাদের কোলে তুলে চুমু খেতে ইসলাম অবশ্যই আদেশ করেনি।
২৭ এপ্রিল ২০১৬ সকাল ০৯:০২
304707
হতভাগা লিখেছেন :












373282
২৭ জুন ২০১৬ দুপুর ০২:৩৮
নাবিক লিখেছেন : খেলাধুলা বিষয়ক ব্লগে ধর্মীয় ক্যাচাল কেন? এই ব্লগে কী শুধু ইসলামীক পোস্ট দিতে হবে? অন্য কোনো পোস্ট দেয়া যাবেনা? এটা কী ১টা ইসলামক ব্লগ? নাম দেখে তো তা মনে হযনা!
২৭ জুন ২০১৬ বিকাল ০৫:৪৭
309882
হতভাগা লিখেছেন : আমি তো হেইডাই কই
373284
২৭ জুন ২০১৬ দুপুর ০২:৪২
নাবিক লিখেছেন :
উত্তরঃ

১.তামিম ২.মুস্তফিজ ৩.তামিম ৪.বদ্রি ৫.স্যামুয়েলস
২৭ জুন ২০১৬ বিকাল ০৫:৫৩
309884
হতভাগা লিখেছেন : ৪ নং মনে হয় বদ্রী না , মোহাম্মাদ নবী ।
২৭ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:১৯
309888
নাবিক লিখেছেন : হতে পারে অনেকদিন আগে খেলা শেষ হয়েছে, ঠিকঠাক সব মনে নেই।
২৭ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৩০
309892
হতভাগা লিখেছেন : কই বাত নেহি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File