এসবের মাজেজা কি ?

লিখেছেন লিখেছেন হতভাগা ০৬ ফেব্রুয়ারি, ২০১৬, ০৪:৫১:০৬ বিকাল





আগে চাকরির দরখাস্ত করার সময় একসেট আবেদন পত্র হলেই চলতো । এখন দেখি ৯/১০ সেট চাওয়া হচ্ছে ।

কেন এটার প্রচলন হয়েছে ? কেউ কি জানেন ?

বিষয়: বিবিধ

১৭২৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358724
০৬ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:২৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
358728
০৬ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৩৮
কুয়েত থেকে লিখেছেন : এখন তো আর আগের হিসাব চলবেনা। ডিজিটেল বলে কথা আছেনা..? ভালো লাগলো ধন্যবাদ
358729
০৬ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৪২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
আমার জানা মতে, ভার্সিটির শিক্ষক/কর্মকর্তা পদে আবেদনের জন্য ৭-১০সেট জমা দেয়ার নিয়ম ৩০বছর আগেও ছিল!
০৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৪১
297568
হতভাগা লিখেছেন : সেটার মাজেজা কি যদি জানাতেন
০৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:২৬
297576
আবু সাইফ লিখেছেন : আমার জানা(শোনা) মতে, ঐ সেটগুলো বিভিন্নজনের কাছে পাঠানো হয়- যাঁরা বাছাই প্রক্রিয়ায় যুক্ত থাকেন! তাঁরা সকলে কাছাকাছি না থাকার কারণে অথবা/এবং পরস্পরে যেন যোগাযোগ/আলাপ করতে না পারেন বা পরস্পরের নিকট সেটা গোপন রাখার জন্য হয়তো এমনটা করা হতে পারে! এর বেশী আমি জানতে চেষ্টা করিনি কখনো!
০৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৭:৫৮
297592
হতভাগা লিখেছেন : বিসিএস পরীক্ষায় তো এরকম কাহিনী দেখিনি ।

আমার মনে হয় প্রার্থীদের অযথা হয়রানী করার জন্যই এসব করা হয় ।
358745
০৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৫৯
শেখের পোলা লিখেছেন : আন্দাজ করতে পারি এক সেট প্রধান মন্ত্রীর দফ্তরে এক সেট ভারতীয় হাই কমিশনে, এক সেট শিক্ষা মন্ত্রী বরাবর, এক সেট ছাত্রলীগ অফিসেে যায়৷ বাকী গুলোরও এমনই প্রয়োজন আছে৷ধন্যবাদ৷
০৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৭:৫৮
297593
হতভাগা লিখেছেন : এগুলো মনে হয় কেজি দরে বিক্রি করে উনারা কটকটি খান
358748
০৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৩৫
আবু জান্নাত লিখেছেন : জ্ঞান বিজ্ঞানের যুগে যেখানে ই-এপ্লিকেশন যথেষ্ট হওয়ার কথা ছিল, সেখানে এত এত সেট জমা দেওয়া অজ্ঞতার যুগে হারিয়ে যাওয়া নয় কি??????
০৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:০০
297594
হতভাগা লিখেছেন : বৃটিশরা যে জিনিস সেই ১০০ বছর আগে ধরিয়ে দিয়েছে সেটা থেকে এক পাও সামনে আগাতে পারে নি আমাদের কোন সিস্টেম । আর বৃটিশেরা নিজেদেরকে প্রতিনিয়ত আপডেট করে এগিয়ে নিচ্ছে ।
358759
০৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৪৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ডিজিটালে দড়িটাতে মনে হয় এখনো গিট্টু লেগে আছে।

ডিজিটাল হলে কি এত ফাইলার দরকার পড়তো?
০৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:০৩
297595
হতভাগা লিখেছেন : বাংলাদেশে যারা ডাটা এক্সপার্ট হিসেবে নিয়োগ পায় তারা কাজে জয়েন করার আগে কোন ডাটা এনালাইসিসের কাজই জানে না প্রকৃতপক্ষে । খালি চাপার জোরে ঢুকে । কাজে জয়েন করে কাজ শিখে । তবে সেটাও সঠিকভাবে করতে পারে না বলেই এখনও পর্যন্ত হার্ড কপির বেড়াজাল থেকে উনারা আমাদের বের করে আনতে পারেন নি , যদিও ডিজিটাল নাম দিয়েছেন ।
০৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:২৫
297660
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এখন নামের উপর চলার অভ্যাস হয়ে গেছে.... যেন এখন চলছে নামের গনতন্ত্র!!!
358775
০৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৭:৩৫
আওণ রাহ'বার লিখেছেন : নো আইডিয়া!!
০৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:০৪
297596
হতভাগা লিখেছেন : Get idea

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File