হতভাগার কাজ - ছবি , প্রশ্ন ও ঝাঁঝ

লিখেছেন লিখেছেন হতভাগা ০৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৫১:৩৬ সকাল

অনেকদিন পর পোস্ট দিলাম । একই জিনিস - জাল দিয়ে ধরা ছবি এবং সাথে প্রশ্ন ।

১.

ফাঁসির রায় কার্যকর হতে যাওয়া এই ঘাড় ফিরিয়ে রাখা লোকটি কে ?

২.

জায়গাটি কোথায় ?

৩.

ছবিতে কাদের মুখাবয়ব দেখা যাচ্ছে ? এই ছবিটি কার আঁকা ?

৪.

এই ছবিটি কতজন ভাবীর পিত্তি জ্বালিয়ে দেবে ?

৫.

এই ছবিটির মাহাত্য কি ? খেলোয়াড় দুজন কে কে ?

৬.

ক্যাপশনের এনছার দিন

৭.

মানুষ খাঁচায় আর পশুরা বাইরে - এই জায়গাটিকে কি বলে ?

৮.

ছবিটি কোন খেলার ? এটা কি ফাউল হয়েছিল ? কোন-কার্ড খেলেছিলেন কমলা ম্যান ?

৯.

পাকিস্তান আমলে পূর্ব-পাকিস্তানীরা যে খুব মাস্তিতে ছিল সেটা বোঝাই যাচ্ছে

১০.

অলি এখানে মা ও ছেলে বুঝাতে কাদের বুঝিয়েছিলেন ?

১১.

এরা কি মুসলমান নাকি হিন্দু ? নাকি আকবরীয়ান ?

১২.

এই হিজাবী আপু কি বিষকন্যা ?

১৩.



কেউ ফাঁসে গাছে , কেউ ফাঁসে বাইকে

১৪.

এনড্রয়েড - ফেসবুকের যুগে কেউই পিছিয়ে নেই । চলো সেলফি তুলি ।

১৫.

ক'জন আপু এটা ডিনাই করেন ?

১৬.

গানে গানে voice change

১৭.

বাইকারটা কে ?

১৮.

১৯.

আশারাফ ভাইকে দেখে মনে হচ্ছে যে উনি হারমোনিয়াম বাজাচ্ছেন । আপনাদেরও কি তাই মনে হয় ?

২০.

খেলোয়াড়েরা শুয়ে আছে কেন ? মাঠে কি বোমা পড়েছে নাকি ভুমিকম্প হচ্ছে ? আম্পায়রাটা কে ?

২১.

এই প্লেয়ারটাকে দলে রাখতে পারলে পাকিস্তান দল কাপের পর কাপ জিততে পারতো

২২.

একই ফ্রেমে অস্ট্রেলয়ার ১১ জন খেলোয়াড় । সবুজ জার্সির পড়া খেলোয়ারটি কে ? এটা একটা বিখ্যাত ম্যাচ । খেলার ফলাফল কি হয়েছিল ?

২৩.

আপুটার এই হাল কে করেছে ? নিচের এই লোকটা ?



২৪.

ইনার হাতে আগুন



ইনার মাথায় আগুন



ইনার পেটে আগুন

আর ইনি অগ্নি(আগুনে)কন্যা স্বয়ং



২৫.



মায়েরা এখন অনেক আধুনিক , কি পূর্বে কি পশ্চিমে ।

২৬.

কার কার খেলা এটা ? কাল ও হলুদ জার্সি পড়া খেলোয়ার দুটো কে কে ?

২৭.

এরকম আধুনিক নারীদের প্রতি একজন মুসলমান পুরুষের তাকানো ঠিক নয় , কিন্তু হিজাবী মহিলারা কি সেটা থেকে মুক্ত ?

এখানে ঐ আধুনিক মহিলাকে দেখে হিজাবী মহিলারা কি হিংসা করছেন , নাকি করুনা করছেন ?

২৮.

এরা কি করছে - নাচছে , নাকি গাইছে ? এটাকে কি বলে ? এটা কারা করছে , কোথায় করছে এবং কেনই বা করতেছে ? কে লিড দিতেছে ?

২৯.

কি হতে পারে এই অসাবধানতা হেতু ?? সাফাররার কে হবে ?

৩০.

যুগ পাল্টাচ্ছে , ছেলেরা ও মেয়েরা আধুনিক হচ্ছে

৩১.

এটা কি ফটোশপ , নাকি বাস্তব ?

৩২.

ইনি কে ? তার মাথায় কেন হাত ?

৩৩.

রবি পেসার হান্টে যোগ দিতে আসা কিছু আপু । এরা বোলিংয়ে এলে ব্যাটস্‌ম্যান ক্রিজে দাঁড়াবে না , মাঠ ছেড়ে দৌড়াবে ।

বিষয়: বিবিধ

২৩১৬ বার পঠিত, ৩৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358596
০৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:০৬
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : এত উত্তর কিভাবে দেব? কিন্তু ১. এর ঘটনা কী সত্য?
০৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৫৮
297467
হতভাগা লিখেছেন : এত অস্থির কেন ? Cool man , cool . একটু মজাইলাম আর কি ।
358597
০৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:০৭
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : ১৯. আমারও তাই মনে হয়।
০৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৫৯
297468
হতভাগা লিখেছেন : উনি মনে হয় গজল জাতীয় কিছু গাইবার চেষ্টা করতেছেন
358598
০৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:০৯
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : ২৫. মাথায় আসেনা।
০৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:০১
297469
হতভাগা লিখেছেন : আসবে , ওয়েট এন্ড ওয়াচ
358599
০৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:১০
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : ১৮. ওন্ডারফুল
০৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:০৪
297471
হতভাগা লিখেছেন : বাস্তবও
358610
০৫ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:৫৭
মাজহারুল ইসলাম টিটু লিখেছেন : ১। মাশরাফি বিন মর্তুজা
২। ......?
৩। ১০ জন
৪। বর্তমান সমাজের প্রায় অধিকাংশ ভাবীদের।
৫। Mario Götze & Thomas Müller ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের গোলের পরের মুহূর্ত।
৬। ৬ টি প্রাণী
৮। ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১০ এর ফাইনাল ম্যাচের খেলার দৃশ্য ফাউল করেছে ডাচ প্লেয়ার জন হেইটিঙ্গা এবং ফাউল করার জন্য পেয়েছে দ্বিতীয় হলুদ কার্ড সাথের প্লেয়ার জাভি আলনস।
১০। জয় এবং জয়ের মাকে।
১১। এরা হচ্ছে সঙ্কর জাতি মুসলিম, হিন্দু খ্রিস্তান অন্য যেই কোন ধর্মের।
১২। এই ছবির দুই প্রাণী বিষধর।

১৪। হিসাব করে দেখি নাই
১৭। পরিচিত মনে হচ্ছে।
১৯। ছবি দেখে বুঝা যাচ্ছে কিন্তু কোন অনুষ্ঠানে ভক্তব দিচ্ছে।
২০। আম্পায়রা বিলি বার্ডেন কি কারনে শুয়ে আছে বলতে পারিনা।
২১। অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা কোন ম্যাচ তা বলতে পারিনা।
২২। এই আপুর এই হাল করেছে বাংলার সোনার ছেলেরা।
২৬। ব্রাজিল এবং ফ্রান্সের মধ্যে কার খেলা হলুদ জার্সি পরা প্লেয়ার রোনালদো আর কালো জার্সি পরা হচ্ছে রেফারি নাম জানিনা।
২৭। এই উত্তর আপনি ভাল করেই জানেন।
২৮। অ্যাশেজ সিরিজ জয়ের পরে ইংল্যান্ড দলে এই উদযাপন করছে কি বলে তা বলতে পারিনা।
৩১। ছবিটা বাস্তব সুসমা সরাজ এবং নিক্কি হালেয়
৩২। মনে হচ্ছে হাতটা অন্য কারো।
০৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:৫৬
297485
দ্য স্লেভ লিখেছেন : ৩১ নাম্বারটা ফটোশপ। দুটো ছবিই কেটে বসানো
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:৪৪
297496
হতভাগা লিখেছেন : http://timesofindia.indiatimes.com/videos/news/South-Carolina-Governor-Nikki-Haley-meets-Sushma-Swaraj/videoshow/45180365.cms
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:০৬
297498
হতভাগা লিখেছেন : http://timesofindia.indiatimes.com/videos/news/South-Carolina-Governor-Nikki-Haley-meets-Sushma-Swaraj/videoshow/45180365.cms


২ নং টা বনানী ফুট-ওভারের , এখানে এস্কেলেটর আছে ।

৩ নংয়ের ছবিটি এঁকেছেন সত্যজিত রায়

৮ নংয়ের ব্যাপারে আমি যতটুকু জানি (ভুলও হতে পারে) এখানে হল্যান্ডের খেলোয়ারটি কোন কার্ডও খায় নি !!

১০ নং : সংবাদ আওয়ামী লীগ বান্ধব পত্রিকা এবং ১৪ দল নির্বাচন কমিশন শেষমেষ কবে ঘেরাও করেছিল ? অলি সে সময়ে বিএনপি থেকে বের হয়ে লিবারেল হয়ে গিয়েছিলেন ।

১৭. সোয়ার্জনেগারের , টার্মিনেটর - টু ছবির বিখ্যাত একশন দৃশ্যের ঠিক আগ-মুহূর্তের ছবি।

২০. মাঠে মৌমাছির হামলা হয়েছিল

২১. এটা ১৯৯৯ বিশ্বকাপ ক্রিকেটের ২য় সেমিফাইনালের শেষ দৃশ্য । ম্যাচটি টাই হলেও গ্রুপ ম্যাচে (সুপার সিক্সে)জয়ী হবার কারণে অস্ট্রেলিয়া ফাইনালে চলে যায় । টুর্নামেন্টে অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকার দুটো ম্যাচই ক্রিকেট ইতিহাসে বিখ্যাত হয়ে আছে ।

২৬. এটা ১৯৯৮ বিশ্বকাপ ফুটবল ফাইনালের ছবি । কাল জার্সি পড়া খেলোয়াড়টি ফ্রান্সের গোল কিপার ফ্যাবিয়ান বার্থেজ ।

২৮. এটাকে সম্ভবত স্প্রিংলার নৃত্য বলে , নেতৃত্বে ইংলিশ স্পিনার গ্রায়েম সোয়ান ।

৩২. হাতটা উনার হবার সম্ভাবনাই বেশী , কারণ উনার (ফ্যাবিও ক্যাপেলো) দল (ইংল্যান্ড) বিশ্বকাপে ডাব্বা মারতেইছিল।


****************

মাশা আল্লাহ ! দারুন চালিয়েছেন
০৬ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:১৪
297512
মাজহারুল ইসলাম টিটু লিখেছেন : ৮। আমার মনে হচ্ছে কার্ড পেয়েছিল।

ধন্যবাদ বাকি প্রশ্নের সঠিক উত্তর গুলা দেওয়ার জন্য।
০৬ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:০৯
297528
হতভাগা লিখেছেন : https://en.wikipedia.org/wiki/2010_FIFA_World_Cup_Final

কারেক্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:০৬
297544
মাজহারুল ইসলাম টিটু লিখেছেন : ডাচ দলের তিন জন ছাড়া বাকি সবাই কার্ড পেয়েছিল এই ম্যাচে।
০৬ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:০৭
297545
মাজহারুল ইসলাম টিটু লিখেছেন : ডাচ দলের তিন জন ছাড়া বাকি সবাই এই ম্যাচে কার্ড দেখে ছিল।
358614
০৫ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৫৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আপনার পরামর্শই শিরোধার্য
Cool man , cool .
ওয়েট এন্ড ওয়াচ

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:০৮
297499
হতভাগা লিখেছেন : নিজেও কিছু চেষ্টা চালান
358627
০৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কালেকশান তো বেশ ভালো! ধন্যবাদ বস্।
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:০৮
297500
হতভাগা লিখেছেন : সারাদিন জাল পাইতা বইসা থাকি
358629
০৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৩০
জেদ্দাবাসী লিখেছেন : ৩. নং ছবিতে উপরে মুখাবয়বে গান্দীকে দেখা যাচ্ছে। অন্য নয়জনের মুখাবয়বগুলি চিনতে পারলাম না।



জাযাকাল্লাহ খায়ের
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:১৪
297501
হতভাগা লিখেছেন : ৩নং ছবিতে আছেন:

রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী , জওহরলাল নেহেরু , মহাত্মা গান্ধী , আজাদ আবুল কালাম , মোরারজি দেশাই (সম্ভবত) , রাজা রামমোহন রায় , নেতাজি সুভাস বোস, মাদার তেরেসা ।

আরেকজনের নাম খেয়াল নেই । এটা সত্যজিত রায়ের মৃত্যুর পর বের হয়েছিল । তখন সবার নাম জানতাম ।
358640
০৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:১৯
আফরা লিখেছেন : হতভাগা ভাইয়া এগুলো না দিয়ে আগে যে ছবির ধাঁধাঁ দিতেন সেগুলো দেন ।
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:১৬
297502
হতভাগা লিখেছেন : আপু ওগুলোত প্রায় ৪০-৫০ টির মত দিয়েছিলাম । এক ঘেয়ে হয়ে গিয়েছিল ।

এগুলোতেও দেখেন না চেষ্টা করে , পারবেন ইন শা আল্লাহ ।
১০
358648
০৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৪৮
শেখের পোলা লিখেছেন : দু একটা পারলেও এত প্রশ্নের উত্তর জানা নেই৷ সে যাই হোক ধন্যবাদ দিতে ভুলবনা৷ বিনোদনতো বটেই৷
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:১৭
297503
হতভাগা লিখেছেন : শেখের নাতির কাছে যদি তথ্য থাকে তাহলে শেখের পোলার কাছে তো আরও বেশী তথ্য থাকার কথা
০৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৩০
297567
শেখের পোলা লিখেছেন : এই শেখ আর ঐ শেখের মাঝে গঠনের মিল থাকলেও উভয়ের মাঝে যোজন যোজন তফাৎ৷ বলতে পারেন দুই মেরু৷ আর আমার দাদা নানা কেউই চ্যাটার্জী বংশের ছিলেন না৷
১১
358676
০৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:৫৭
দ্য স্লেভ লিখেছেন : বিশাল কর্মযজ্ঞ Happy
০৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:৪৯
297497
হতভাগা লিখেছেন : http://timesofindia.indiatimes.com/videos/news/South-Carolina-Governor-Nikki-Haley-meets-Sushma-Swaraj/videoshow/45180365.cms
১২
362159
১১ মার্চ ২০১৬ দুপুর ০২:২১
গাজী সালাউদ্দিন লিখেছেন : উত্তরগুলো দেয়া হয়ে গেছে, নয়তো আমি দিতে পারতাম!
১৩ মার্চ ২০১৬ সকাল ০৮:৫৬
300223
হতভাগা লিখেছেন : ৩ নং ছবি নিয়ে গবেষনা চালাতে পারেন
১৩ মার্চ ২০১৬ দুপুর ০৩:০০
300243
গাজী সালাউদ্দিন লিখেছেন : এখানে ১০ জনের মুখ দেখা যাচ্ছে।

আমি কি ঠিক অথবা ঠিক? হতচ্ছাড়া?
১৩ মার্চ ২০১৬ দুপুর ০৩:০৩
300245
হতভাগা লিখেছেন : সেটাতো সবাই বুঝতেছেরে ভাই । ১০ জনের নামগুলো লিখেন পারলে।
১৩ মার্চ ২০১৬ দুপুর ০৩:২৫
300252
গাজী সালাউদ্দিন লিখেছেন : ট্রাই করছি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File