ঢাকা শহরের জ্যাম
লিখেছেন লিখেছেন হতভাগা ১৯ অক্টোবর, ২০১৫, ১০:৩৮:০৮ রাত
জীবিকা ও উন্নত জীবন যাপনের জন্য সারা দেশের মানুষ আসে ঢাকা শহরে । কেউ ঢাকা এসে আবার ফিরে যায় , আবার অনেকেরই ঢাকায় থাকতে হয় ।
এরা সবাই যে জিনিসটা কমনভাবে ফেস করে সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম । অফিস/স্কুলে যেতে এবং আসতে জ্যামে পড়া হয় না - এরকম মানুষ খুব কমই আছে । দৈনিক প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় নষ্ট হয় এই জ্যামের কারণে ।
জ্যামের জন্য বিভিন্ন কারণ থাকতে পারে । তবে আমার এই পোস্টের আজকের বিষয় হচ্ছে ঢাকা শহরের কোন কোন স্পট জ্যামের জন্য বিখ্যাত । এটা বিভিন্ন জনের কাছে বিভিন্ন হতে পারে । আমি এখানে তারই একটা জরিপ চালাতে চাই টুডের ব্লগারদের থেকে । এরকম একটা জরিপ আমি এসবি ব্লগে দিয়েছিলাম ।
আমি এখানে আমার জানা কেয়টি স্পটের নাম দিব । এর বাইরে অনেকের মত থাকতে পারে । আমার জানার বিষয় হল কোন স্পট টি জ্যামের জন্য আপনার কাছে পেইন ফুল এবং আপনি এর কি সমাধান আছে বলে মনে করেন বা আপনিই বা কিভাবে নিজেকে এডাপ্ট করে নেন ।
স্পটগুলো হল :
১. শাহবাগের মোড়ের ও তৎসংলগ্ন জ্যাম
২. ফার্মগেটের জ্যাম
৩. মিরপুর ১০ নং মোড়ের জ্যাম
৪. পল্টনের মোড়ের জ্যাম
৫. রাজারবাগের জ্যাম
৬. মগবাজার মোড়ের জ্যাম
৭. রামপুরা বাজারের জ্যাম
৮. বসুন্ধরা আবাসিকের জ্যাম
৯. বিমানবন্দরের জ্যাম (আশকোনা রেলগেটের মোড়ের)
১০. উত্তরা জসিমউদ্দিন এর জ্যাম যখন স্কলাস্টিকায় ছুটি হয়
১১. শ্যামলীর শিশু মেলার জ্যাম
১২. নবাবপুর রোডের জ্যাম কোর্ট কাচারী যেতে
১৩. বনানীর মোড়ের জ্যাম , গুলশান ২ এ যেতে
বিষয়: বিবিধ
১৪৪৬ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এফডিসির কাছের যে জ্যাম সেটা মগবাজার রেলক্রসিং থেকে মহাখালী যেতে হাতির ঝিলের যে অংশটা দিয়ে যেতে হয় - সেটার কথা বলছেন ? মগ বাজারের জ্যাম যদি ১০ এ ১০ হয় এটা হবে ১০ এ ৯/৮।
এইখানকার কাছাকাছি আসলেই আশঙ্কা শুরু হয়ে যায়, জ্যামটা যদি না পড়ে কতই না ভালো হত!
১১ আর ১২ ছাড়া সবগুলোতে বসে থাকার কটু অভিজ্ঞতা আছে ! অদূরেই দেশের গাড়িগুলোতেও পাখা লাগাতে হবে
শ্যামলীর শিশুমেলার জ্যাম বিকাল ৪ টায় বের হয়েও আমার ইফতারের সময় খেয়ে দিয়েছিল ( ৬.৫০ এ ছিল ইফতার) । তবে এর জন্য দায়ী পল্টনের জ্যাম - ৪ টায় বের হয়ে পল্টন পার হতেই পৌনে ছয়টা বেজে গিয়েছিল!
তবে যাওয়ার সময় অনেক সময় সংসদ থেকে হেটে বসুন্ধরার কাছে চলে যাই সকালে!
তবে বিকেলে অফিস ছুটির পর .. no mercy
ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন