ঢাকা শহরের জ্যাম

লিখেছেন লিখেছেন হতভাগা ১৯ অক্টোবর, ২০১৫, ১০:৩৮:০৮ রাত

জীবিকা ও উন্নত জীবন যাপনের জন্য সারা দেশের মানুষ আসে ঢাকা শহরে । কেউ ঢাকা এসে আবার ফিরে যায় , আবার অনেকেরই ঢাকায় থাকতে হয় ।

এরা সবাই যে জিনিসটা কমনভাবে ফেস করে সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম । অফিস/স্কুলে যেতে এবং আসতে জ্যামে পড়া হয় না - এরকম মানুষ খুব কমই আছে । দৈনিক প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় নষ্ট হয় এই জ্যামের কারণে ।

জ্যামের জন্য বিভিন্ন কারণ থাকতে পারে । তবে আমার এই পোস্টের আজকের বিষয় হচ্ছে ঢাকা শহরের কোন কোন স্পট জ্যামের জন্য বিখ্যাত । এটা বিভিন্ন জনের কাছে বিভিন্ন হতে পারে । আমি এখানে তারই একটা জরিপ চালাতে চাই টুডের ব্লগারদের থেকে । এরকম একটা জরিপ আমি এসবি ব্লগে দিয়েছিলাম ।

আমি এখানে আমার জানা কেয়টি স্পটের নাম দিব । এর বাইরে অনেকের মত থাকতে পারে । আমার জানার বিষয় হল কোন স্পট টি জ্যামের জন্য আপনার কাছে পেইন ফুল এবং আপনি এর কি সমাধান আছে বলে মনে করেন বা আপনিই বা কিভাবে নিজেকে এডাপ্ট করে নেন ।

স্পটগুলো হল :

১. শাহবাগের মোড়ের ও তৎসংলগ্ন জ্যাম

২. ফার্মগেটের জ্যাম

৩. মিরপুর ১০ নং মোড়ের জ্যাম

৪. পল্টনের মোড়ের জ্যাম

৫. রাজারবাগের জ্যাম

৬. মগবাজার মোড়ের জ্যাম

৭. রামপুরা বাজারের জ্যাম

৮. বসুন্ধরা আবাসিকের জ্যাম

৯. বিমানবন্দরের জ্যাম (আশকোনা রেলগেটের মোড়ের)

১০. উত্তরা জসিমউদ্দিন এর জ্যাম যখন স্কলাস্টিকায় ছুটি হয়

১১. শ্যামলীর শিশু মেলার জ্যাম

১২. নবাবপুর রোডের জ্যাম কোর্ট কাচারী যেতে

১৩. বনানীর মোড়ের জ্যাম , গুলশান ২ এ যেতে

বিষয়: বিবিধ

১৪৪৬ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346438
১৯ অক্টোবর ২০১৫ রাত ১১:৫৫
আবু জান্নাত লিখেছেন : ভাইরে! সন্ধা ৭টায় ফ্লাইট, তাই ফেনী থেকে ফজরের নামায পড়েই স্টার লাইনে ৬টায় গাড়িতে ভ্রমন করলাম। অথচ ঐদিন জ্যাম নামে কিছুই পেলাম না। সকাল ১০টা থেকে ৭টা পর্যন্ত এয়ারপোর্টেই একাকি কাটাতে হল। দেখুন জ্যামের ভয়ে পরিবার থেকে তাড়াতাড়ি বিদায় নিলাম। কিন্তু...........

২০ অক্টোবর ২০১৫ সকাল ০৮:২০
287567
হতভাগা লিখেছেন : সকাল সকাল বের হলে সমস্যায় পড়তে হয় না । আগে পৌছানো ভাল রাস্তায় টেনশন করার চেয়ে ।
346474
২০ অক্টোবর ২০১৫ সকাল ০৬:২১
নাবিক লিখেছেন : হুম ধন্যবাদ
২০ অক্টোবর ২০১৫ সকাল ০৮:২১
287568
হতভাগা লিখেছেন : আপনার ওখানে তো মনে হয় এরকম সমস্যা নেই , সিগনাল থাকলে একটু সতর্ক হয়ে চলতে হয় -এই যা ।
346479
২০ অক্টোবর ২০১৫ সকাল ০৯:১৮
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : মি. পুতিন সাহেব, শুধু ঢাকার কথাই বলে গেলেন। কিন্তু চট্টগ্রামে যে নির্মানাধীন প্লাইওভারের জন্য জ্যামে পড়ে খাচায় বন্ধী পাখির মত চটপট চটপট করি সেটার কথা তো বললেন না।
২০ অক্টোবর ২০১৫ সকাল ১০:৫৯
287574
হতভাগা লিখেছেন : ঢাকাতেই থাকি বিধায় ঢাকার কথা বললাম । আপনারা যারা ঢাকার বাইরেও এটা ফেস করেন তারাও বলেন ।
346480
২০ অক্টোবর ২০১৫ সকাল ১০:৪১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হাতিরঝিল এর পশ্চিমপ্রান্তের জ্যাম (এফডিসি গেট এর কাছে), হাতিরঝিলের পূর্বপ্রান্তের জ্যাম (বনশ্রী, টিভিগেট এর কাছে)।
২০ অক্টোবর ২০১৫ সকাল ১১:০৯
287577
হতভাগা লিখেছেন : বনশ্রী টিভিগেট ও রামপুরা বাজারের জ্যাম ঐ পথের শাহবাগ ও সার্কফোয়ারার জ্যামের অনুরুপ । ইনফ্যাক্ট , এগুলো একটা আরেকটার আফটার ইফেক্ট ।

এফডিসির কাছের যে জ্যাম সেটা মগবাজার রেলক্রসিং থেকে মহাখালী যেতে হাতির ঝিলের যে অংশটা দিয়ে যেতে হয় - সেটার কথা বলছেন ? মগ বাজারের জ্যাম যদি ১০ এ ১০ হয় এটা হবে ১০ এ ৯/৮।
346518
২০ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:৫২
গাজী সালাউদ্দিন লিখেছেন :
শাহবাগের মোড়ের ও তৎসংলগ্ন জ্যাম


এইখানকার কাছাকাছি আসলেই আশঙ্কা শুরু হয়ে যায়, জ্যামটা যদি না পড়ে কতই না ভালো হত!

২০ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:৫৬
287607
হতভাগা লিখেছেন : এই পথটা হেঁটে পার হওয়াটাই শ্রেয় বলে মনে করি । তবে এরপর গাড়িতে ওঠা মুশকিল হয়ে পড়ে ।
346577
২০ অক্টোবর ২০১৫ রাত ০৯:২২
আফরা লিখেছেন : কেন ভাইয়া এর আগে জ্যাম সমস্যার সমাধান দিয়ে একটা পোষ্ট দিয়েছিলেন সে গুলো তো আমার কাছে ভাল মনে হয়েছিল ।
২১ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৫০
287737
হতভাগা লিখেছেন : এখন স্পট গুলো নিয়ে আপনাদের কাছ থেকে ষ্পষ্ট ধারণা নিতে চাচ্ছি।
346617
২১ অক্টোবর ২০১৫ রাত ০১:৩৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ।

১১ আর ১২ ছাড়া সবগুলোতে বসে থাকার কটু অভিজ্ঞতা আছে ! অদূরেই দেশের গাড়িগুলোতেও পাখা লাগাতে হবে Crying
২১ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৫৪
287738
হতভাগা লিখেছেন : গাড়িগুলোতে পাখা লাগাতে হবে - ভাল আইডিয়া । হেলিকপ্টারের মত ।

শ্যামলীর শিশুমেলার জ্যাম বিকাল ৪ টায় বের হয়েও আমার ইফতারের সময় খেয়ে দিয়েছিল ( ৬.৫০ এ ছিল ইফতার) । তবে এর জন্য দায়ী পল্টনের জ্যাম - ৪ টায় বের হয়ে পল্টন পার হতেই পৌনে ছয়টা বেজে গিয়েছিল!
346699
২১ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৪২
আওণ রাহ'বার লিখেছেন : ১ নম্বরটা ভয়ংকর আমার কাছে!
তবে যাওয়ার সময় অনেক সময় সংসদ থেকে হেটে বসুন্ধরার কাছে চলে যাই সকালে!
২৭ অক্টোবর ২০১৫ সকাল ১০:৫৮
288404
হতভাগা লিখেছেন : বোঝাই যাচ্ছে আপনি দেরিতে বের হন । সকাল ৭ টার আগে বের হয়ে গেলে খুব কম ঝামেলায় পড়তে হয় ।

তবে বিকেলে অফিস ছুটির পর .. no mercy
346764
২২ অক্টোবর ২০১৫ রাত ১২:৪৫
বৃত্তের বাইরে লিখেছেন : এত ফ্লাইওভার তৈরী করে সমাধান হয়নি যখন আর হবেনা । দেশের মানুষের অপরিসীম ধৈর্য সত্যি। সবগুলোর মধ্যে মগবাজার আর শাহবাগের অভিজ্ঞতা আমার বেশি। দেশের বাইরে প্রতিটা গাড়ি একটা নির্দিষ্ট দূরত্বে চলে। দেশে একটার সাথে আরেকটা গায়ে লেগে লেগে কিভাবে যেন চালায় কিন্তু অবাক করা বিষয় হল একটার সাথে আরেকটার ধাক্কা লাগেনা । ট্রেনিং ছাড়াও আমাদের ড্রাইভাররা অনেক দক্ষ বলতে হবে । সিগন্যাল মানা ছাড়া সমাধান নেই।
২৭ অক্টোবর ২০১৫ সকাল ১১:০০
288405
হতভাগা লিখেছেন : যে ঢাকার রাস্তায় গাড়ি চালিয়েছে তার ড্রাইভিং টেস্ট না করলেও চলার কথা
১০
350160
১৮ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৪৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ট্রাফিক জ্যামের জন্য ড্রাইবার রাই বেশি দায়ী। বাংলাদেশের ট্রাফিক পুলিশ গুলো যদি সৎ হত তাহলেও ট্রাফিক জ্যাম অনেক কমতো। সব চেয়ে বড় কথা আমরা জনগন কতটা সচেতন??
ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File