এত দিনের আশা হয়ত পূরণ হতে চলেছে

লিখেছেন লিখেছেন হতভাগা ১৩ অক্টোবর, ২০১৫, ০৯:১৬:১৭ সকাল

আমাদের শৈশব-কৈশরে দুই পরাশক্তি আমেরিকা ও রাশিয়ার দ্বন্দ্বের কথা খুব আগ্রহ নিয়ে পড়তাম ।

দুই পরাশক্তির সমরাস্ত্রের কথা শুনে মনে হত এদের মধ্যে যদি যুদ্ধ বেঁধে যেত তাহলে কে সেরা সেটা বোঝা যেত ।

বিশ্বকাপ ফুটবলে যেমন সবাই কামনা/কল্পনা করে ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল , আয়োজকরা ফিক্সচারও করে সেরকম - তেমনি আমেরিকা বনাম রাশিয়ার সরাসরি যুদ্ধও একটা দূর্লভ ও কাঙ্খিত বিষয় হয়ে দাঁড়িয়েছে দুইপক্ষের সমর্থকদের কাছে ।

তবে উনারা স্নায়ুযুদ্ধ করে ফ্যানদের বার বার হতাশ করে গেছেন ।

সিরিয়াকে নিয়ে এবার মনে হয় সেই মাহেন্দ্রক্ষণটি আসছে এই দুইদেশের ফ্যানদের জন্য ।

৩০ সেকেন্ড দূরে তৃতীয় বিশ্বযুদ্ধ !

সিরিয়াকে ঘিরে উত্তেজনা বাড়ছে বিশ্বময়। এমনকি ৩০ সেকেন্ডের মধ্যেই লেগে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। ডেইলি মিররের একটি প্রতিবেদনে উচ্চারিত হয়েছে এমনই সতর্কবানী। শনিবার যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা সিরিয়ায় আইসিসের লক্ষ্যবস্তুতে ২৪টি হামলা চালানোর দাবি করেছে। একইদিনে রাশিয়া দাবি করেছে, ৫৫টি হামলার। স্থলেও সমানতালে যুদ্ধ চলছে। বাশার আল আসাদের সৈনিকরা শুধু আইসিসের বিরুদ্ধেই লড়ছে না, তারা মার্কিন যুক্তরাষ্ট্র কতৃক প্রশিক্ষণ প্রাপ্ত আসাদ বিরোধীদের লক্ষ্য করেও অভিযান পরিচালনা করছে।

সিরিয়ার আকাশ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। সমর নায়কেরা আশঙ্কা করছেন যেসব দেশ সিরিয়ায় হামলা চালাচ্ছে সেসব দেশের যুদ্ধ বিমান, ড্রোনের মধ্যে যে কোন সময় সংঘর্ষ হতে পারে। এতে নতুন করে তৈরি হতে পারে বৈশ্বিক সংকটের। এরইমধ্যে মার্কিন যুদ্ধবিমানকে কয়েকটি লক্ষ্যবস্তু পরিত্যাগ করতে হয়েছে। রাশিয়ার যুদ্ধ বিমান এড়াতে হয়েছে কয়েকবার। ইউএস সেন্ট্রাল কমান্ড কাতার প্রকাশিত ছবিতে দেখা যায় ইউএস এফ-১৬ যুদ্ধবিমান রাশিয়ার এসইউ-৩৪ এর কতটা কাছাকাছি। সিরিয়ায় মার্কিন বিমান হামলার নেতৃত্বে থাকা লে. জেনারেল চার্লস ব্রাউন বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যুদ্ধবিমানগুলো ২০ মাইলের মতো দূরত্বে থাকছে। এ বিমানগুলোর যে গতি তাতে ৩০ সেকেন্ড এদিক-সেদিক হলেই যে কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে।


http://www.amardeshonline.com/pages/details/2015/10/13/306108

যদি ওরা নিজেরা নিজেরা এক জায়গায় যুদ্ধ শুরু করে তাহলে দর্শক হিসেবে সেটা উপভোগ করার জন্য গ্যালারীতে বসবো ।

বিষয়: বিবিধ

১৪২৪ বার পঠিত, ৩৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345485
১৩ অক্টোবর ২০১৫ সকাল ০৯:৫৯
নাবিক লিখেছেন : হু আমিও অপেক্ষায় আছি।
১৩ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৫১
286647
হতভাগা লিখেছেন : আপনি ৭ম নৌবহর লিড দেবেন
১৩ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২৪
286649
নাবিক লিখেছেন : হুম দিতেই পারি, বাট আমি লিড দিলে নৌবহরের দিকভ্রান্ত হওয়ার সম্ভাবনা 99.99% Rolling on the Floor Rolling on the Floor
345490
১৩ অক্টোবর ২০১৫ সকাল ১১:০৮
দ্য স্লেভ লিখেছেন : বিষয়টা আমারও দেখার খুব শখ Happy
১৩ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৫১
286646
হতভাগা লিখেছেন :
345497
১৩ অক্টোবর ২০১৫ দুপুর ১২:০৫
আবু জান্নাত লিখেছেন : আমার মনে হয়, ওরা কখনো আপনাদের আকঙ্খায় লিপ্ত হবে না। কারণ দু পক্ষই ইসলাম বিরোধী।

একটু পেছনে খেয়াল করলেই দেখতে পাবেন যে, দুই কোরিয়া কত বারই না যুদ্ধে অবতীর্ণ হচ্ছে, কিন্তু ফলাফল শূন্য। তেমনই দেখুন ইউক্রেণ ও রাশিয়া কিছুদিন পূর্বে যে অবস্থা বিরাজ করছিল, তার ফলাফল ও শূন্য। কারই ওরা সবাই ইসলাম বিরোধীতে ঐক্যজোট।

অথচ ইরাক ও আফগান উত্তেজনা ছাড়াই ধ্বংশ করে দিল। বিশ্লেষণে বুঝাই যায়, পুরা দুনিয়ার কাফেররা মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। ওদের অভ্যন্তরীন উত্তেজনা সাময়িক লোক দেখানো ছাড়া আর কিছুই না।

১৩ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৪৯
286645
হতভাগা লিখেছেন : ক্লিকবাজি করে যদি বাঁধিয়ে দেওয়া যেত !
345508
১৩ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০৭
অপি বাইদান লিখেছেন : আল্যার কাছে দোয়া করেন, তাহাজ্জুতের নামাজে দাড়িয়ে বিলাপ করেন। আল্যায় একবার হও কইলেই কাম সারা। মুমিনের আল্যা ছাড়া কে আছে?

কওমে ইব্রাহিমের উপর ক্রেইন ভাংগা দেখান নাই, মিনায় হাজীদের দাপাদাপির কথা আর কি কমু???
১৩ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৩৮
286652
হতভাগা লিখেছেন : মৃত্যু যে কোনভাবেই যে কারও আসতে পারে ।

মুসলমানদের আশা আছে আল্লাহর কাছ থেকে পরকালে পুরষ্কার পাবার । কাফের ও বিধর্মীদের সেটা নেই ।
১৩ অক্টোবর ২০১৫ রাত ০৯:৫১
286697
অপি বাইদান লিখেছেন : পরকালের মূলা?
১৪ অক্টোবর ২০১৫ সকাল ০৮:১৬
286779
হতভাগা লিখেছেন : পরকালের বিচার , পুরষ্কার / শাস্তির কথা না থাকলে সবাই খারাপ কাজে নেমে যেত
345509
১৩ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১৪
আফরা লিখেছেন : ইশ যদি সত্যি হত আমার ও খুব দেখার ইচ্ছা ।
১৩ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৩৬
286651
হতভাগা লিখেছেন : এরা খুব পিছলায় কিন্তু
345511
১৩ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৩০
পুস্পগন্ধা লিখেছেন : ওরা লাগুক, মরুক, কাটুক কিন্তু অন্য দেশের আকাশে কেন ? সরাসরি নিজেরা লেগে শক্তির পরীক্ষা দিক। বিশ্ববাসী দেখুক, হাসুক, শান্তি পাক, মজা পাক, কস্ট পাক। যা ইচ্ছা তাই করুক। অন্যের আকাশে, ভুমিতে তারা আর নাক না গলাক......
১৩ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৩৫
286650
হতভাগা লিখেছেন : প্রশান্ত মহাসাগরের সাইড দিয়ে সংঘর্ষ লাগাতে পারে
345514
১৩ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:০৬
অবাক মুসাফীর লিখেছেন : অপেক্ষায় আছি... কিন্তু মনে হয় না এই ইস্‌যুতেও দুটোর বাঁধবে... কারণটা আবু জান্নাত ভাই বলেছেন...

Btw, আপনার প্রোপিকটা অচাম...!
১৩ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:০৭
286654
হতভাগা লিখেছেন : আমি তো প্রোপিকটা চেন্জ করে হালের ক্রেজ পুতিনের একটা হেব্বি মুড মার্কা ছবি লাগাইছিলাম । এখনও দেখি পাশ হয় নাই !
১৩ অক্টোবর ২০১৫ রাত ১১:৫৬
286733
অবাক মুসাফীর লিখেছেন : কই পাশ হয় নাই?? পুতিনেরটাই তো দ্‌যাখা যায়... সান গ্লাস পরা... তাই তো??
১৪ অক্টোবর ২০১৫ সকাল ০৮:১৯
286781
হতভাগা লিখেছেন : আমার পিসি থেকে আগেরটা (সোয়ার্জনেগারের) দেখা যাচ্ছে !?!?



১৪ অক্টোবর ২০১৫ সকাল ১১:৫৮
286797
অবাক মুসাফীর লিখেছেন : আমার মোবাইল দিয়ে পুতিন সাহেবকেই দেখা যাচ্ছে...
345518
১৩ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:২১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সারা বিশ্বজুড়ে আজ মুসলিমদের বড় দু:সময় চলতেছে, প্রতিদিনই পৃথিবীর আনাচে-কানাচে নিষ্ঠুরভাবে অগনিত মুসলিমদের হত্যা করা হচ্ছে। ঐক্যবদ্ধ ১% ইহুদীবাদ ও ইসলাম বিরোধি শক্তি সারাবিশ্বকে আজ নিয়ন্ত্রণ করতেছে। আজ আমরা আমাদের ঈমানী শক্তিকে হারিয়ে প্রতিনিয়ত অমুসলিমদের গোলামিতে আবদ্ধ হচ্ছি।
আমেরিকা ও রাশিয়া উভয়ের কাজ মুসলিম নিধন করা..।
১৩ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:১০
286659
হতভাগা লিখেছেন : এখন লাদেনও নেই , সাদ্দাম - গাদ্দাফিও নেই , তালেবানও ঝিমিয়ে আছে । আইএস দিয়ে যে নতুন কাহিনী করা হয়েছিল সেটাও এখন মানুষ আর খাচ্ছে না । কাগজে কলমে মিত্র রাশিয়া সব গুবলেট করে দিয়েছে। এখন নিজেরা নিজেরা কামড়া কামড়ি করে শেষ হয়ে যাক.

শুধু একটা ফাইন টিউনিংয়ের দরকার।
345523
১৩ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:১২
জ্ঞানের কথা লিখেছেন : অনেক কিছুই হবে যা আমরা নিয়মিত ভাবিনা। এটা আমার পীরসাহেব বলেছেন।
১৩ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:১৪
286660
হতভাগা লিখেছেন : ভজঘট লাগানোর জন্য আপনার পীর সাহেবকে কি কাজে লাগানো যাবে ?




এদেরকে পাঠিয়ে দিলে আপনার পীর সাহেবকে ম্যানেজ করতে পারবেন ?
১৩ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:২৬
286661
জ্ঞানের কথা লিখেছেন : ডামি মুর্তিগুলো হুবুহু মানুষের মত!!
১৪ অক্টোবর ২০১৫ সকাল ০৮:১৪
286777
হতভাগা লিখেছেন : মানুষ হলে কিছু না কিছু বাঁধা দিত ।
১০
345533
১৩ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:৪৮
আবু জারীর লিখেছেন : সমস্যা হল মাঠ নিয়ে। গোল পোস্ট যদি মস্ক আর ওয়াশিংটনে হত তাহলে বেশ জমত।
১৪ অক্টোবর ২০১৫ সকাল ০৮:১৩
286776
হতভাগা লিখেছেন : প্রশান্ত মহাসাগরের দিকে রাশিয়া ও আমেরিকা কাছাকাছিই । এই খেলায় অংশ নিতে উঃ কোরিয়ারও হাত নিশপিশ করছে ।
১১
345615
১৪ অক্টোবর ২০১৫ সকাল ০৫:১৫
কাহাফ লিখেছেন : জন্ম নিয়ন্ত্রণের সব চেয়ে উপকারী কারবার এগুলো! অপেক্ষায় রইলাম দেখার........ Praying Praying Praying
১৪ অক্টোবর ২০১৫ সকাল ০৮:১৪
286778
হতভাগা লিখেছেন : শত্রু বিনাশেরও
১২
345623
১৪ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৪২
শেখের পোলা লিখেছেন : আমার বুদ্ধি হাট কবিতায় আপনার মন্তব্যের উত্তর দিতে গিয়ে তা অজানা কারণে উদয় হয়ে গেছে৷ দূঃখিত আবার একটু ঘুরে আসুন প্লিজ।
১৩
345722
১৫ অক্টোবর ২০১৫ রাত ০৩:১৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পুতিন কিন্তু বোকা নহে....!
১৫ অক্টোবর ২০১৫ সকাল ০৮:০৭
286889
হতভাগা লিখেছেন : প্রথমে নিজে প্রেসিডেন্ট হয়ে পরের টার্মে মেদভেদেভকে বসিয়ে ছিল নিজে প্রধানমন্ত্রী হয়ে । এবার আবার প্রেসিডেন্ট হয়ে আসলো ।

তবে এরাও কিন্তু মুসলমানদের জন্য ভাল নয় । হতে পারে মন্দের ভাল । কারণ এক পরাশক্তি বিশিষ্ট বিশ্বে আমেরিকা ইচ্ছেমত শত্রু বাছাই করেছে , বানিয়েছে এবং লুট করছে ।

রাশিয়া ও তার জোটের উথ্থান যদি আসলেই হয়ে থাকে তাহলে একটা ব্যালান্স আসবে ।
১৫ অক্টোবর ২০১৫ সকাল ১১:১৫
286909
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঠিক বলেছেন!
১৪
345848
১৫ অক্টোবর ২০১৫ রাত ১০:১৯
বৃত্তের বাইরে লিখেছেন : সেই আশা আর মনে হয় পূরণ হচ্ছেনা। Sad তবে পুতিন সাহেব মেনে নিক আর না নিক আপনার মন্তব্য আর পারসোনালিটির সাথে হিটলার এর ছবিটা বেশি মানানসই Happy
১৬ অক্টোবর ২০১৫ সকাল ০৭:২৫
287004
হতভাগা লিখেছেন : এখনও আমার প্রোপিকে পুতিনের ছবিটা পাশ হয় নাই (আমার পিসি থেকে দেখা যাচ্ছে না)Waiting
১৫
345974
১৭ অক্টোবর ২০১৫ সকাল ০৫:৪৫
প্যারিস থেকে আমি লিখেছেন : আমরা ভালো থাকবো তো। ভাইরে ভয় লাগে যদি বোমা মাথার উপর পড়ে।
১৭ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২৮
287132
হতভাগা লিখেছেন : প্রশান্ত মহাসাগরের দিকে ওপেন ফিল্ড আছে , নৌ ও বিমান বাহিনী দিয়ে দারুন লড়াই হবে । সীমানা নির্ধারণ করে দিতে হবে । উত্তর কোরিয়া আগে থেকেই লাফাচ্ছে । অস্ট্রেলিয়াও নামতে চাইলে পারবে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File