শব্দজব্দ ২
লিখেছেন লিখেছেন হতভাগা ২৭ আগস্ট, ২০১৫, ১১:১৮:৩৫ সকাল
পাশাপাশি :
১. সতর্ক , সমঝে চলা
৪.শীর্ষ , চূঁড়া
৬. নির্মাণ সামগ্রী
৭. আরব্য রজনী কাহিনীতে উচ্চারিত বিশেষ শব্দ
৯. একটি ধাতু
১০. রান্নার কাজে ব্যবহৃত জিনিস
১১. মনকে নিয়ন্ত্রন করে
১২. রাজনৈতিক ব্যক্তিত্ব
১৩. এক ধরনের শুকনা খাবার
১৫. পাহাড়ে দেখা যায়
১৮. আফ্রিকার একটি দেশ
২০. বিপর্যয়ের সময় এদেরকে ডাকা হয়
২১. এক ধরনের মাছ
২২. জনপ্রতিনিধি
উপর নিচ :
১. অতিথি পাখিরা যেখান থেকে সাধারনত আসে
২. বড় গাছ
৩. বাংলা গানের গায়ক
৪. সিংহের নেই কিন্তু হরিণের থাকে
৫. ফলের এক রকম বৈশিষ্ট
৮. শিকারী পাখি
১০. এক ধরনের ভাষা
১৪. মৃত দেহ
১৬. হিসাব নিকাশ লিখে রাখার খাতা
১৭. সাগরেদ , শিষ্য
১৮. তরল পরিমাপের একক
১৮. ধ্বংস প্রাপ্ত , ক্ষয়িষ্নু
২০. দুগ্ধজাত খাবার
বিষয়: বিবিধ
১৫২৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাশাপাশি :
১. সতর্ক , সমঝে চলা - সাবধান
৪.শীর্ষ , চূঁড়া - শিখর
৬. নির্মাণ সামগ্রী - ইট
৭. আরব্য রজনী কাহিনীতে উচ্চারিত বিশেষ শব্দ - চিচিং
৯. একটি ধাতু - নিকেল
১০. রান্নার কাজে ব্যবহৃত জিনিস
১১. মনকে নিয়ন্ত্রন করে - ইচ্ছা
১২. রাজনৈতিক ব্যক্তিত্ব
১৩. এক ধরনের শুকনা খাবার - খৈ
১৫. পাহাড়ে দেখা যায় - গুহা
১৮. আফ্রিকার একটি দেশ -গ্যাবন
২০. বিপর্যয়ের সময় এদেরকে ডাকা হয় - দমকল
২১. এক ধরনের মাছ
২২. জনপ্রতিনিধি - নগরপিতা
উপর নিচ :
১. অতিথি পাখিরা যেখান থেকে সাধারনত আসে - সাইবেরিয়া
২. বড় গাছ - বট
৩. বাংলা গানের গায়ক - নচিকেতা
৪. সিংহের নেই কিন্তু হরিণের থাকে - শিং
৫. ফলের এক রকম বৈশিষ্ট
৮. শিকারী পাখি - চিল
১০. এক ধরনের ভাষা
১৪. মৃত দেহ - শব
১৬. হিসাব নিকাশ লিখে রাখার খাতা - হালখাতা
১৭. সাগরেদ , শিষ্য
১৮. তরল পরিমাপের একক - গ্যালন
১. ধ্বংস প্রাপ্ত , ক্ষয়িষ্নু - নশ্বর
২০. দুগ্ধজাত খাবার - দই
১০. তেলেগু
পাশাপাশি: ১০. তেল
রিয়াকে বিয়ে করলেই আপনার মন কন্টোলে থাকবে । আমি আর কিছু পাইনি তাই মিলিয়ে দিয়েছি ।
আমি ইচকে-ছিচকে চোর না ভাইয়া ।
বাকি সবগুলো হয়েছে
-তেলুগু এ ধরনের ভুল শেখানো কি ভাল কাজ?
মন্তব্য করতে লগইন করুন