শব্দজব্দ

লিখেছেন লিখেছেন হতভাগা ১৪ আগস্ট, ২০১৫, ০৪:৫৯:২৯ বিকাল

আজ ও কাল দুদিন ছুটি আছে । আপনাদের জন্য শব্দ জব্দ নিয়ে এসেছি । চেষ্টা করে দেখুন মেলানো সম্ভব কি না ।



উপর নিচ :

১. একটি মূল্যবান ধাতু

২.বেচা কেনা সংক্রান্ত

৩. এক প্রকার রশ্মি

৪.নিয়োগ প্রক্রিয়া

৫.নিরাপত্তা বিধানকারী

৮. এক প্রকার খেলার উপকরণ

১১. পাখির বাসা

১২. গাছের একটা অংশ

১৩.অবিচার মূলক কাজ

১৪.দলনেতা

১৫.এক ধরনের ফুল

১৬.আকাশ

১৭.সৃষ্টিকর্তা

পাশাপাশি :

১. বিখ্যাত ফুটবলার

৩. বিখ্যাত ক্রিকেটার

৬. দেশে অবস্থিত একটি পাহাড়

৭. একটি বিশেষ বোমা

৯. হিংস্র পশু

১০. রোগ বহনকারী পতঙ্গ

১২. মচমচে খাবার

১৫. একটি নদ

১৬. শিংওয়ালা প্রানী

১৮.নিঃশ্ব

১৯. এক প্রকার মসলা

২০. মানুষের জীবনের একটি সময়

বিষয়: বিবিধ

১৩১৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335819
১৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:১০
নাবিক লিখেছেন :
মাথাডা খালি ঘুরে
335831
১৪ আগস্ট ২০১৫ রাত ০৮:১৪
আফরা লিখেছেন : আমার অনেক ইচ্ছা করছে এটা নিয়ে বসতে কিন্তু এটা নিয়ে এখন বসলে আমার খাওয়া দাওয়া কিছু হবে না তাই কাজ গুলো সেরে চেষ্টা করব ।

335833
১৪ আগস্ট ২০১৫ রাত ০৮:১৬
আওণ রাহ'বার লিখেছেন : পারলে কি দিবেন?
সেইটা আগে কন?
মাথাটা খাটাবো যেহেতু তাই গুনে গুনে মাথায় ৫টা বড় হাতুড়ি দিতে হবে।
রাজি?
তাহলে আগাবো..............
১৪ আগস্ট ২০১৫ রাত ০৯:১৪
277731
রক্তলাল লিখেছেন : কি আজব! পুরস্কার হিসাবে মাথায় হাতুড়ি নিবেন? নাকি হাতুড়ির বাড়ি খাবেন?


১৪ আগস্ট ২০১৫ রাত ০৯:১৬
277732
রক্তলাল লিখেছেন : পাচটা ক্যান? দশটা আপনের মাথায় আমিই দিতে রাজি আছি।


১৫ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
277880
হতভাগা লিখেছেন : হাতুড়ির বাড়ি খাবার বয়স এখনও আসে নি

আপনার জন্য এটা যদি পারেন





335840
১৪ আগস্ট ২০১৫ রাত ০৮:৩৫
রক্তলাল লিখেছেন : ৬ আর ১৫ পারলাম না।


১. একটি মূল্যবান ধাতু - প্লাটিনাম

২.বেচা কেনা সংক্রান্ত - নিলাম

৩. এক প্রকার রশ্মি - গামা

৪.নিয়োগ প্রক্রিয়া - ভাইভা

৫.নিরাপত্তা বিধানকারী - রক্ষক

৮. এক প্রকার খেলার উপকরণ - পাশা

১১. পাখির বাসা - নীড়

১২. গাছের একটা অংশ - পাতা

১৩.অবিচার মূলক কাজ - পক্ষপাত

১৪.দলনেতা - কান্ডারী

১৫.এক ধরনের ফুল

১৬.আকাশ - গগণ

১৭.সৃষ্টিকর্তা - রব

পাশাপাশি :

১. বিখ্যাত ফুটবলার -প্লাটিনি

৩. বিখ্যাত ক্রিকেটার - গাভাস্কার

৬. দেশে অবস্থিত একটি পাহাড়

৭. একটি বিশেষ বোমা - নাপাম

৯. হিংস্র পশু - ভাল্লুক

১০. রোগ বহনকারী পতঙ্গ - মশা

১২. মচমচে খাবার - পাপড়

১৫. একটি নদ - কপোতাক্ষ

১৬. শিংওয়ালা প্রানী - গন্ডার

১৮.নিঃশ্ব - গরিব

১৯. এক প্রকার মসলা - জিরা

২০. মানুষের জীবনের একটি সময় - তরুণ
১৫ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
277879
হতভাগা লিখেছেন :


অস্থির ট্রাই ।

ছবিটা সেভ করে ওটাতে এডিট করে লিখলে ভাল হবে ।

আফরা ম্যাম এর কমেন্ট বক্সে দেখুন ।
335851
১৪ আগস্ট ২০১৫ রাত ০৯:২০
রক্তলাল লিখেছেন : ৬. এর উত্তর - লালমাই
335852
১৪ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৮
আফরা লিখেছেন :
১৪ আগস্ট ২০১৫ রাত ১০:৫৭
277755
রক্তলাল লিখেছেন : আমার মার্কসে আফনে ভাগ বসাইছেন ক্যান -
nice work Happy
১৪ আগস্ট ২০১৫ রাত ১১:১০
277756
আফরা লিখেছেন : তাতে কি ভাইয়া হতভাগা ভাইয়া তো একটা ধন্যবাদ দিব সেটা না হয় আমরা দুই ভাই বোনে ভাগ করে নিব ভাইয়া ।
১৪ আগস্ট ২০১৫ রাত ১১:৪১
277757
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : অংক পারিনা..
খালি মাথা গোরে....
১৫ আগস্ট ২০১৫ রাত ০৩:৫৬
277807
দ্য স্লেভ লিখেছেন : এই জিনিসগুলো আমি পারিনা আর চেষ্টাও করিনা। তবে এখানে কপোতাক্ষ নদের কথা লেখা দেখে ভালো লাগল। পুরো ছোটবেলা এখানে সাতার কেটেছি। আমাদের বাড়ি এটার ৫০০/৬০০মিটার পাশে।
১৫ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০৪
277877
হতভাগা লিখেছেন :


প্রায় হয়ে গিয়েছিল !!

করবী ও বীট ছাড়া বিকল্প কিছু ভাবুন
335882
১৫ আগস্ট ২০১৫ রাত ১২:৫১
নারী লিখেছেন : আমার দ্বারা সম্ভব না।আগেআগে সুডোকু বুঝতাম।পরে শিখেছি।এখানে জিনিসের নামগুলো বের করতে গেলে মাথার খুলি বের হয়ে যাবে।
335894
১৫ আগস্ট ২০১৫ রাত ০৩:৫৭
দ্য স্লেভ লিখেছেন : এ এতো জট....
335959
১৫ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০১
আবু জান্নাত লিখেছেন :
At Wits' End At Wits' End At Wits' End At Wits' End At Wits' End ~X Not Listening Not Listening Not Listening Not Listening Not Listening Not Listening Not Listening Not Listening Not Listening Not Listening Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Call Me Call Me Call Me Call Me Call Me Call Me Call Me Call Me Chatterbox Chatterbox Chatterbox Chatterbox Chatterbox Chatterbox Chatterbox Chatterbox It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me!
১০
336018
১৫ আগস্ট ২০১৫ রাত ১১:৪৬
আফরা লিখেছেন :
১৫ আগস্ট ২০১৫ রাত ১১:৪৮
277935
আফরা লিখেছেন : এবার ও যদি না হয় আমি পারব না হতভাগা ভাইয়া আপনি বলে দিয়েন ।
১১
336072
১৬ আগস্ট ২০১৫ সকাল ০৮:২৮
হতভাগা লিখেছেন : @ আফরা ম্যাম : উঃ সঠিক (প্রায়) হয়েছে ।
লং এর জায়গায় আমারটা ছিল লন্কা ।
১৬ আগস্ট ২০১৫ দুপুর ১২:৫৪
278037
আফরা লিখেছেন : লন্কা কোন মসল্লার নাম আচে আমি তো তাই জানি না পারব কি ভাবে ! ভাবীকে বলেছিলাম L দিয়ে একটা মসল্লার নাম বলেদিতে ভাবী বলতে তখন ভাবি বলেছে লং তাই মিলিয়ে দিয়েছি ।ধন্যবাদ ভাইয়া ।
১২
336194
১৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৫০
পুস্পগন্ধা লিখেছেন :
এতদিন পর যাও একটা পোস্ট দিলেন তাতেও এত লোকের মাথা ঘুরালেন । আপনিতো দেখি পুরাই অস্থির। আমি আবশ্য মাথা ঘুরানোর সময় পাইনি তাই আফরা আপুর উত্তর গুলিই সঠিক বলে গণ্য করলাম.......। Time Out Time Out Time Out Time Out Time Out
১৩
336207
১৬ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৩৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ফাটাফাটি পোস্ট। আমার চোখে পড়লো ১৬ই আগষ্ট, বিকাল ৫টায়। মাথা যখন বেকায়দায়, কেমনে মিলাই?
সবাই এগিয়ে আর আমি কোথায়?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File