বৃষ্টিস্নাত রোমান্চকর ক্রিকেট

লিখেছেন লিখেছেন হতভাগা ২৫ জুলাই, ২০১৫, ০৯:৩৪:২৪ রাত

বৃষ্টিময় ছিল বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ১ম টেস্ট ম্যাচ । লিড নেবার ফলে বাংলাদেশের পক্ষে একটা ভাল রেজাল্ট আশা করছিল সবাই । শেষের দুই দিন বৃষ্টির কারণে ভেসে যাওয়াতে খেলা হয়ে গেছে ড্র।

সাম্প্রতিক পারফরমেন্সের ভিত্তিতে এই ফলাফল বাংলাদেশ দলকে খুব একটা খুশী এনে দিতে পারে নি ।

এখন বৃষ্টিস্নাত কিছু ম্যাচের কথা বলবো প্রশ্নের আকারে যেটা কোন কোন দলের টুর্নামেন্টের গতি ও খেলারই ঝাঁঝ বাড়িয়ে দিয়েছিল

১. কোন খেলায় বাংলাদেশ দল খুব করে চাচ্ছিল বৃষ্টি না আসুক । কিন্তু পরে বৃষ্টি ঠিকই এল । এ ম্যাচে বাংলাদেশ দলের কোচ সহ খেলোয়ার এবং এমনকি দেশী দর্শকেরাও মাঠের পানি নিষ্কাশনে একযোগে হাত লাগিয়েছিল ।

কার সাথে ,কোন টুর্নামেন্টে এবং কি কারণে চাইছিল ?

২. কোন খেলায় বাংলাদেশ খুব করে চাইছিল বৃষ্টি এসে খেলা পন্ড করে দিক । বৃষ্টি এসেছিলও , পরে খেলাও শুরু হয়েছিল এবং বাংলাদেশ জিতেছিল সে ম্যাচে ।

কার সাথে ,কোন টুর্নামেন্টে এবং কি কারণে চাইছিল ?

৩. কোন বিশ্বকাপের সেমিফাইনালে বৃষ্টির ফলে খেলা বন্ধ হয়ে পরে শুরু হলে চেজ করা দলকে ১৩ বলে ২৩ রান থেকে ৭ বলে ২৩ রান ও পরে ১ বলে ২৩ রানের অবিশ্বাস্য সমীকরণে ফেলা হয়েছিল ? দলটি কোন দেশ ?

৪. ১৯৯২ এ গ্রুপ পর্বের খেলায় পাকিস্তান মাত্র ৭৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ডের সাথে । পরে বৃষ্টি এলে নিশ্চিত পরাজয় থেকে রক্ষা পায় পাকিস্তান দল । অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের সাথে সমান সংখ্যক জয় নিয়েও ঐ ম্যাচ থেকে প্রাপ্ত এক পয়েন্টই পাকিস্তানকে সেমিতে তুলে দেয় । পরে পাকিস্তান সে সময়ে দূর্দান্ত খেলা নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে খেলে । কে ছিল ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ?

৫. টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বনিম্ন রান কোন দলের এবং সেটা কত ? যারা ক্রিকেটের খুটিনাটি রেকর্ডের খবর রাখেন তাদের কাছে স্কোরটি ২৬ রান এবং দলটি নিউজিল্যান্ড।

কিন্তু এর চেয়েও কম রানের ইনিংস আছে সেটা আসলে রেকর্ড হিসেবে থাকারও কথা নয় । কারণ ইনিংসগুলো ঘোষিত হয়েছিল ।

http://www.espncricinfo.com/ci/engine/match/63864.html

২০০০ সালের ১৪-১৮ জানুয়ারী দক্ষিন আফ্রিকা বনাম ইংল্যান্ডের মধ্যকার এই টেস্ট প্রথমে ব্যাট করা দক্ষিন আফ্রিকার ১ম ইনিংসই বৃষ্টির কারণে শেষ হতে হতে খেলা ৫ম দিনে গড়ায় । দক্ষিন আফ্রিকার ইনিংসের পর ইংল্যান্ড দলের অধিনায়ক নাসের হুসেন যখন বুঝতে পারেন যে খেলার কোন ফলাফল বের হবে না তখন তিনি ব্যাট করতে না নেমেই ইনিংস ঘোষনা করেন । পরে দক্ষিন আফ্রিকার অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়েও তার দলের ২য় ইনিংস একইভাবে ঘোষনা করেন । ফলে দক্ষিন আফ্রিকার ১ম ইনিংসের রানই হয়ে যায় ইংল্যান্ডের জন্য জয়ের টার্গেট । প্রায় নিষ্প্রান ড্র হতে যাওয়া ম্যাচটি তখন হয়ে পরে তুমুল উত্তেজনা পূর্ণ । ২ উইকেটে ম্যাচ জেতে ইংল্যান্ড।

বিষয়: বিবিধ

১৩২০ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331574
২৫ জুলাই ২০১৫ রাত ১০:০৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৫ জুলাই ২০১৫ রাত ১০:০৯
273845
হতভাগা লিখেছেন :
331595
২৫ জুলাই ২০১৫ রাত ১১:৪৭
আবু জারীর লিখেছেন : মাশা'আল্লাহ ভালো লিখেছেন কিন্তু ৯০ এর দশকের পরের প্রশ্নের জবাব জানিনা কারণ এখন খেলা দেখিনা। না দেখার কারণ খালার নামে যা হচ্ছে তা আসলে খেলা না। কর্পরেট বিজনেস, জুয়া আর ফিক্সিং।

আপনি একমত নাও হবে পারেন তবে এটাই আমার কথা।

খেলা শুধু সীমাব্ধ থাকতে হবে স্টুডেন্ট ও কর্মজীবিদের মধ্যে।

বেকার তৈরীর প্রফেশনাল খেলা আমি পছন্দ করিনা।
ধন্যবাদ।
২৬ জুলাই ২০১৫ সকাল ০৮:৪৩
273890
হতভাগা লিখেছেন : পরিচ্ছন্ন বিনোদনের মাধ্যম খেলায় এখন কিছু কিছু কালপ্রিট ঢুকে যাওয়াতে খেলা হয়ে পড়েছে কলংকযুক্ত ।

ব্যবসায়ীরা যখন খেলায় হাত দেয় তখন সেটা আর খেলা থাকে না ।
331608
২৬ জুলাই ২০১৫ রাত ০১:৪৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হতভাগা এর পোস্ট এত কঠিন আজকের জন্য আমি ফেল করতে বাধ্য হলাম!! ! যদিও একটি মন্তব্য লেখার ইচ্ছে ছিলো।
২৬ জুলাই ২০১৫ সকাল ০৮:৪৫
273891
হতভাগা লিখেছেন : মনে হয় এই ব্লগের বেশীর ভাগ ব্লগার হয় ক্রিকেট খেলা খুব একটা পছন্দ করে না বা তাদের অধিকাংশেরই জন্ম ৯০ এর দশকের পরে।
২৬ জুলাই ২০১৫ সকাল ১০:০২
273896
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হতে পারে....! আমি মোটামুটি ক্রিকেট পছন্দ করি বাংলাদেশ খেলে বলে.... তবে ক্রিকেটের জটিলতা বুঝি কম!
331624
২৬ জুলাই ২০১৫ সকাল ০৮:০৪
ছালসাবিল লিখেছেন : It Wasn't Me! It Wasn't Me! Bee Bee Applause Applause Smug Love Struck Tongue
২৬ জুলাই ২০১৫ সকাল ০৮:৪৬
273892
হতভাগা লিখেছেন : Waiting Waiting
২৬ জুলাই ২০১৫ দুপুর ১২:২৭
273919
ছালসাবিল লিখেছেন : Angel Angel Tongue
331645
২৬ জুলাই ২০১৫ সকাল ১০:৪১
নাবিক লিখেছেন : ৯২ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ছিলো ইংল্যান্ড। অন্য প্রশ্ন গুলোর উত্তর জানা নেই।
২৬ জুলাই ২০১৫ সকাল ১১:৫৬
273907
হতভাগা লিখেছেন : That was the irony of fate
331656
২৬ জুলাই ২০১৫ দুপুর ১২:১১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ডাংগুলি খেলা দেখার শখ নেই। খুবই বিরক্তকির একটা খেলা।
২৬ জুলাই ২০১৫ দুপুর ১২:১২
273911
হতভাগা লিখেছেন : আপনার জন্য কুতকুত খেলা বা পলাপলি খেলা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File