বৃষ্টিস্নাত রোমান্চকর ক্রিকেট
লিখেছেন লিখেছেন হতভাগা ২৫ জুলাই, ২০১৫, ০৯:৩৪:২৪ রাত
বৃষ্টিময় ছিল বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ১ম টেস্ট ম্যাচ । লিড নেবার ফলে বাংলাদেশের পক্ষে একটা ভাল রেজাল্ট আশা করছিল সবাই । শেষের দুই দিন বৃষ্টির কারণে ভেসে যাওয়াতে খেলা হয়ে গেছে ড্র।
সাম্প্রতিক পারফরমেন্সের ভিত্তিতে এই ফলাফল বাংলাদেশ দলকে খুব একটা খুশী এনে দিতে পারে নি ।
এখন বৃষ্টিস্নাত কিছু ম্যাচের কথা বলবো প্রশ্নের আকারে যেটা কোন কোন দলের টুর্নামেন্টের গতি ও খেলারই ঝাঁঝ বাড়িয়ে দিয়েছিল
১. কোন খেলায় বাংলাদেশ দল খুব করে চাচ্ছিল বৃষ্টি না আসুক । কিন্তু পরে বৃষ্টি ঠিকই এল । এ ম্যাচে বাংলাদেশ দলের কোচ সহ খেলোয়ার এবং এমনকি দেশী দর্শকেরাও মাঠের পানি নিষ্কাশনে একযোগে হাত লাগিয়েছিল ।
কার সাথে ,কোন টুর্নামেন্টে এবং কি কারণে চাইছিল ?
২. কোন খেলায় বাংলাদেশ খুব করে চাইছিল বৃষ্টি এসে খেলা পন্ড করে দিক । বৃষ্টি এসেছিলও , পরে খেলাও শুরু হয়েছিল এবং বাংলাদেশ জিতেছিল সে ম্যাচে ।
কার সাথে ,কোন টুর্নামেন্টে এবং কি কারণে চাইছিল ?
৩. কোন বিশ্বকাপের সেমিফাইনালে বৃষ্টির ফলে খেলা বন্ধ হয়ে পরে শুরু হলে চেজ করা দলকে ১৩ বলে ২৩ রান থেকে ৭ বলে ২৩ রান ও পরে ১ বলে ২৩ রানের অবিশ্বাস্য সমীকরণে ফেলা হয়েছিল ? দলটি কোন দেশ ?
৪. ১৯৯২ এ গ্রুপ পর্বের খেলায় পাকিস্তান মাত্র ৭৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ডের সাথে । পরে বৃষ্টি এলে নিশ্চিত পরাজয় থেকে রক্ষা পায় পাকিস্তান দল । অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের সাথে সমান সংখ্যক জয় নিয়েও ঐ ম্যাচ থেকে প্রাপ্ত এক পয়েন্টই পাকিস্তানকে সেমিতে তুলে দেয় । পরে পাকিস্তান সে সময়ে দূর্দান্ত খেলা নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে খেলে । কে ছিল ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ?
৫. টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বনিম্ন রান কোন দলের এবং সেটা কত ? যারা ক্রিকেটের খুটিনাটি রেকর্ডের খবর রাখেন তাদের কাছে স্কোরটি ২৬ রান এবং দলটি নিউজিল্যান্ড।
কিন্তু এর চেয়েও কম রানের ইনিংস আছে সেটা আসলে রেকর্ড হিসেবে থাকারও কথা নয় । কারণ ইনিংসগুলো ঘোষিত হয়েছিল ।
http://www.espncricinfo.com/ci/engine/match/63864.html
২০০০ সালের ১৪-১৮ জানুয়ারী দক্ষিন আফ্রিকা বনাম ইংল্যান্ডের মধ্যকার এই টেস্ট প্রথমে ব্যাট করা দক্ষিন আফ্রিকার ১ম ইনিংসই বৃষ্টির কারণে শেষ হতে হতে খেলা ৫ম দিনে গড়ায় । দক্ষিন আফ্রিকার ইনিংসের পর ইংল্যান্ড দলের অধিনায়ক নাসের হুসেন যখন বুঝতে পারেন যে খেলার কোন ফলাফল বের হবে না তখন তিনি ব্যাট করতে না নেমেই ইনিংস ঘোষনা করেন । পরে দক্ষিন আফ্রিকার অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়েও তার দলের ২য় ইনিংস একইভাবে ঘোষনা করেন । ফলে দক্ষিন আফ্রিকার ১ম ইনিংসের রানই হয়ে যায় ইংল্যান্ডের জন্য জয়ের টার্গেট । প্রায় নিষ্প্রান ড্র হতে যাওয়া ম্যাচটি তখন হয়ে পরে তুমুল উত্তেজনা পূর্ণ । ২ উইকেটে ম্যাচ জেতে ইংল্যান্ড।
বিষয়: বিবিধ
১৩২০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি একমত নাও হবে পারেন তবে এটাই আমার কথা।
খেলা শুধু সীমাব্ধ থাকতে হবে স্টুডেন্ট ও কর্মজীবিদের মধ্যে।
বেকার তৈরীর প্রফেশনাল খেলা আমি পছন্দ করিনা।
ধন্যবাদ।
ব্যবসায়ীরা যখন খেলায় হাত দেয় তখন সেটা আর খেলা থাকে না ।
মন্তব্য করতে লগইন করুন