The 18th Camel

লিখেছেন লিখেছেন হতভাগা ০২ জুলাই, ২০১৫, ০৩:১৮:০৭ দুপুর

এক লোকের ১৭ টি উট ছিল । সেগুলো সে তার ৩ ছেলের মধ্যে কিভাবে বন্টন করা হবে তা তার উইলে লিখে রেখেছিল।

তার মৃত্যুর পর তার সন্তানেরা বাবার উইলটি পড়ে । সেখানে লিখা ছিল :

০ বড় ছেলে পাবে মোট উট (১৭) য়ের অর্ধেক ,

০ মেজ ছেলে পাবে ৩ ভাগের ১ ভাগ

০ ছোট ছেলে পাবে ৯ ভাগের এক ভাগ


১৭ কে অর্ধেক করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না এবং ৯ বা ৩ দিয়ে একে নির্বিশেষে ভাগও দেওয়া যায় না ।

ভাইদের মধ্যে এ নিয়ে মারামারি বেঁধে যাবার উপক্রম হল ।

তারা এর সমাধানের জন্য একজন জ্ঞানী লোকের শরণাপন্ন হল । জ্ঞানী লোকটি তাদের বাবার উইলের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনলেন ।

মীমাংসার শুরুতে জ্ঞানী লোকটি নিজের একটা উট আনলেন এবং ঐ ভাইদের ১৭ টি উটের সাথে মিলিয়ে সেটার সংখ্যা ১৮ তে উন্নীত করালেন ।

তারপর উনি তাদের বাবার উইলটি পড়ে একে একে বন্টনের হিসাব করে দিতে লাগলেন ।

০ বড় ভাই পেল ১৮ এর অর্ধেক , মানে ৯ টি

০ মেজ ভাই পেল ১৮ এর ৩ ভাগের ১ ভাগ , মানে ৬ টি

০ ছোট জন পেল ১৮ এর ৯ ভাগের ১ ভাগ , মানে ২ টি

এখন ৯ + ৬ + ২ = ১৭ হয়ে গেল । বাকি যে একটি উট ছিল সেটা জ্ঞানী লোকটির নিজের ছিল । সেটা সে নিজের কাছে নিয়ে নিল।

ফলে ভাইদের মধ্যে তাদের বাবার ১৭ টি উট উইল অনুযায়ী সুন্দরভাবে বন্টন হয়ে গেল।

*****************************************************************************************************

ঘটনার থিম হল , মীমাংসার জন্য আমাদেরকে একটি সঠিক ক্ষেত্র তৈরী করতে হবে বা সঠিক লোককে নিয়োগ করতে হবে । সবাইকে সমস্যা সমাধানের জন্য একসাথে এগিয়ে আসতে হবে ।

যদি আমরা মনে করি যে সমস্যার সমাধান আছে , তবেই কেবল আমরা সেটাতে পৌছাতে পারবো। যদি ধরেই বসে থাকি যে সমাধান নেই , তাহলে আমরা কোনকালেও মীমাংসায় পৌছাতে পারবো না।

বিষয়: বিবিধ

১১৯৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328294
০২ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫৫
অনেক পথ বাকি লিখেছেন : সুন্দর ভাবে বুঝানোর জন্য ধন্যবাদ। সেই লোকটারই অভাব আমাদের দেশে। থাকলেও হয়তো তারা চুপ মেরে থাকেন।
328342
০২ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
আওণ রাহ'বার লিখেছেন : কুইজ মনে করে ভিতরে প্রবেশ করলাম!
দেখলাম বেশ সুন্দর ভাবেই সমাধান আছে।
শিক্ষনীয় পোষ্ট ধন্যেপাতা আপনার জন্য Good Luck Good Luck Good Luck
328344
০২ জুলাই ২০১৫ রাত ০৮:১৫
আবু জান্নাত লিখেছেন : বাহ! চমৎকার
328545
০৪ জুলাই ২০১৫ দুপুর ০২:২৩
আহমদ মুসা লিখেছেন : যদি আমরা মনে করি যে সমস্যার সমাধান আছে , তবেই কেবল আমরা সেটাতে পৌছাতে পারবো। যদি ধরেই বসে থাকি যে সমাধান নেই , তাহলে আমরা কোনকালেও মীমাংসায় পৌছাতে পারবো না।
সমস্যা আপনি বলেছেন। তার সমাধানও পরে দিয়ে দিলেন। এখন আমরা আর কি মন্তব্য করবো?
328688
০৫ জুলাই ২০১৫ সকাল ০৫:৫০
বৃত্তের বাইরে লিখেছেন : জানে সবাই কিন্তু সমাধানে সবাই এক হয়না এটাই সমস্যা Sad ভালো লাগলো Good Luck Good Luck
329381
০৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
331011
২১ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
মোহাম্মদ লোকমান লিখেছেন : চমৎকার তো!
333618
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪১
কুয়েত থেকে লিখেছেন : সকল সমস্যার সমাধান আছে। ভাল নেই আমাদের মন মানসিকতা। আর সব সমস্যার সমধান রয়েছে আল্ কুরআনে। ভালো লাগলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File