ছবি ব্লগ (কিছুটা সিরিয়াস , বেশীর ভাগই হিউমারাস)
লিখেছেন লিখেছেন হতভাগা ১৬ মে, ২০১৫, ০৫:৫৮:১২ বিকাল
১.
মনিটরের কাছ থেকে দেখুন আর এরপর ২-৩ ফুট দূর থেকে দেখুন । ছবির ব্যক্তি কি একই থাকে ?
২.
খালি গায়ের এই ব্যাটস্ম্যানটাকে কেউ চিনতে পেরেছেন ?
৩.
অনেকক্ষন হল নুডুলস চাপিয়েছ চুলাতে , এবার তো খেয়ে নাও ।
৪.
কিসের ছবি এটা ?
৫.
এরচেয়ে আরামে বসা কঠিন
৬ ক.
৬খ.
৬গ.
ওবামার পারফরমেন্সে সে নিজেই খুশী
৭.
আমরা তো বিবেক বিবেক করি , এই দেখেন বিবেকের অবস্থা ।
৮.
এখানে একটা Hidden tiger আছে , খুঁজে বের করুন ।
৯.
এটাকে Ishihara chart বলে । Color blindness আছে কি না দেখতে ব্যবহার করা হয় । সংখ্যাটা কি 74 না 71 ?
১০.
এটাও একই রকম জিনিস ? এখানে সংখ্যাটি কত ?
১১.
লেখাটি কি পড়া যায় ? কি লেখা আছে এটাতে ?
১২.
পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সুইমিং পুল । চিলিতে অবস্থিত ।
১৩.
এই মহিলা কি দূর্ভিক্ষের শিকার নাকি শো স্টপার মডেল ?
১৪.
এই বোলারটার নাম মনে আছে ?
১৫.
পেছনের গভীর মনোযোগ দিয়ে পরীক্ষা দেওয়া ছাত্রটি কে ?
১৬.
প্রেম করতে ইচ্ছকদের এই ফরম ফিলআপ করা উচিত । অন্তত নিজেকে সেফ সাইডে রাখা যাবে ।
১৭.
ক্রিকেট খেলার গ্যালারীর একটা ছবি । এটা কোন দেশে ?
১৮ ক.
ক্যাচাল ঠান্ডা করার বিশ্বজনীন পদ্বতি
১৮খ.
বিষয়: বিবিধ
২৪২০ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
২ না
৪ ঘোড়া, ব্যাঙ
৮ বাঘের চামড়ায় লেখা, hidden tiger।
১১ 97
১২ no sex causes bad eyes
১৪ না
১৫ চিনি নাই
১৭ আমাগো দ্যাশে না, এইটুক শি ওর
১৮ এইটা ভালো ছিলো
৯)74
১০)97
১১)
২.সালমান খানের মত দেখাচ্ছে!!
৩. ক্রিকেটারের সাথে লুড়ুলস এর সম্পর্ক কি বুঝতে পারলাম না!
৪. কুনো ব্যঙ্গ
৫. বসার জিনিসটা কৌতুহলীয় চেয়ার নাকি সোফা বুঝা মুশকিল।
৬. ওবামা ও লাদেনের ছবি গুলোর মধ্যে ফটোশপের ছোঁয়া লেগে আছে যদিও কয়েকটি ছবি জটিল ও আচার্যের!!!
৭. বিবেকের অবস্থা আর কি দেখবো.... নারী পুরুষের সমান হবার প্রতিযোগিতা...এই আর কি!!
৮. টাইগার দেখলাম কিন্তু কিছু খুঁজতে চেষ্টা করলাম! কিন্তু ব্যর্থ হলাম পেলাম না।
৯. শব্দটি ৭১ মনে হয়েছে।
১০. শব্দটি ৯৭ বলে মনে হয়েছে।
১১. ইংরেজীতে কাঁচা তাই পড়তে পারলাম না।
১২. সুইমিংপুল সম্পর্কে তেমন ধারণা নেই, তবে ছবিটি দেখতে সুন্দর।
১৩. আমার কাছে মনে হয়েছে মেয়েটি রোগে আক্রান্ত!!
১৪. না মনে নেই।
১৫. আশারাফুলের মত লাগছে।
১৬. প্রেম নিবেদন ফরম একটি ব্যতিক্রমী উদ্যোগ!! যদি আমার পছন্দ নহে...!
১৭.ছবিটি বাংলাদেশে বলে মনে হচ্ছে!! বাংলাদেশীদের কাছেতো ভারত প্রেমের অভাব নেই! (বাংলাদেশ প্রেম না থাকলেও)
১৮. ক্যাচাল ঠান্ডা করার প্রথম পদ্ধতিটি পছন্দ হলো!!! শেষেরটা বুঝতে পারিনি।
অসংখ্য ধন্যবাদ, হতভাগা ভাইয়া আপনার ব্লগ পোস্ট নিয়ে উপস্থিতি সত্যিই আনন্দদিত করেছে আমাকে। নিয়মিত ব্লগ পোস্ট পাব প্রত্যাশায়......।
৮ নং এর উত্তর একজন দিয়ে ফেলেছেন
৯ নং টা আমিও এক সময়ে ভুল করেছিলাম । এটা ৭৪ ।
১৭. বাংলাদেশের গ্যালারীতে কি নিরাপত্তাকর্মী এভাবে বসে থাকে ?
১৮খ. আপনি যদি নুর আয়েশা হন তাহলে শেষেরটা বুঝতে পারবেন না ।
আর যদি আব্দুর রহিম হন তাহলে অন্য কোন ছবি না হলেও এটার মানে ঠিকই বুঝে গেছেন ।
মাথার তার ছিড়ে যাবে এতো চিন্তা করে ভাবলে! ছবিগুলো দেখলাম,ক্যাপশনও পড়লাম! মজাও পেলাম আর কী চাই!!
আসলেই তাই! এমন পোস্ট মাঝে-মাঝে চাই কিন্তু.........) ) )
এ উপলক্ষে আমার আই টেস্ট হয়ে গেল।
মন্তব্য করতে লগইন করুন