Look Alike !

লিখেছেন লিখেছেন হতভাগা ২৮ এপ্রিল, ২০১৫, ০৭:৩১:১৯ সন্ধ্যা

জমজ বলতে আমরা বুঝি যে একই মায়ের সন্তানেরা যারা কি না দেখতে এক রকম । কিন্তু লুক এলাইক হল দুজন মানুষের মধ্যে চেহারাগত সাদৃশ্য যদিও তারা একই মায়ের সন্তান নয় ।

এখানে বেশ কিছু লুক এলাইদের জোড়া ছবি দিলাম যাদের সবাই সেলেব্রেটি এবং দেখতে একজন প্রায়ই আরেকজনের মত ।

১.



এখানে কোনটা সন্জয় দত্ত ? আরেকজন হলিউড অভিনেতা । নাম না বলতে পারলেও উনার একটা ছবির নাম বলতে হবে , কারণ ছবিটা খুব হিট হয়েছিল ।

২.



পাকিস্তানী ক্রিকেটার ওয়াসিম আকরাম এবং বলিউড অভিনেতা চান্কি পান্ডে । দুইজনই প্রায় একই সময়ে তাদের নিজস্ব জগতে পা রাখেন । অনিল , মাধুরী ও চান্কি অভিনীত হিন্দী ফিল্ম '' তেজাব'' যখন মুক্তি পেয়েছিল তখন পাকিস্তান এসেছিল ভারতে সিরিজ খেলতে যে সিরিজে সুনীল গাভাস্কার টেস্টে ১০০০০ রানের মাইল ফলক স্পর্শ করেন । তখন দুর্দশর্নের বদৌলতে পাক-ভারত খেলা গুলো দেখতাম । আর ভিসিআর এ তেজাব ছবিটিও দেখেছিলাম । দুজনের এমন চেহারার এমন সাদৃশ্য আমাকে সে সময়ে বেশ কনফিউজড করতো।

৩.



রজার ফেদেরারকে দেখলেই মনে হত - কার সাথে যেন মিল , কার সাথে যেন মিল !

আরবাজের প্রথম যে ছবি দেখেছিলাম সেটা ছিল জুহির সাথে (সম্ভবত) ''ডারার'' ।

তখন থেকে একজনকে দেখলে আরেকজনের ছবি মনে ভেসে উঠতো ।

৪.



এখানে কোনটা মহাত্মা গান্ধী এবং কোনটা বেন কিংসলে ? গান্ধীর জীবনী নিয়ে হলিউডি ছবিটা দেখেছিলাম সেই ১৯৮৫/৮৬ তে । ছবিটা মনে হয় অস্কার পেয়েছিল ।

৫.



কায়রা নাইটলি ( পাইরেটস অব দ্যা ক্যারিবিয়ান) এবং নাটালি পোর্টম্যান ( ভি ফর ভেনডেট্টা) । দুজনই হলিউডের অভিনেত্রী । চেহারায় কি অদ্ভূত মিল তাই না !

৬.



মার্ক রাফেলো ( হলিউড) এবং অভয় দেওল ( বলিউড) । এদেরও কি অদ্ভুত মিল !

৭.



পরিনীতি চোপড়া ( বলিউড ) এবং হেইডেন পেনেটিয়েরি ( হলিউড) । ছবিটা আজই দেখলাম এবং এটা দেখেই এই পোস্ট দিতে উতসাহিত হয়েছিলাম । বুঝতে পারছিনা এটা কি আসলেই আলাদা দুজন , নাকি পরিনীতিকে ফর্সা দেখানো হয়েছে .

৮.



রবার্ট রেডফোর্ড ও ব্র‍্যাড পিট - দুজনই হলিউডের আপভিনেতা এবং ''স্পাই গেম '' নামে একটা ছবিতে একসাথে অভিনয় করেছিলেন ।

৯.



দেব আনন্দ ( বলিউড ) এবং গ্রেগরী পেক (হলিউড) । দুজনই সমসাময়িক ।

১০.



আহমদ শেহজাদ (পাকিস্তান) এবং ভিরাট কোহলি (ভারত) । এরাও সমসাময়িক । তবে একজনের অবস্থান দলে খুব শক্ত এবং আরেকজন আসা যাওয়ার মধ্যে আছে ।

১১.



প্রীতি জিনতা ( বলিউড) এবং ড্রিউ ব্যারিমুর (হলিউড) ।

১২.



ঋত্বিক রোশন ও হারমান বাওয়েজা (বলিউড) ।

১৩.



নেইমার - ব্রাজিলিয়ান ও বার্সেলোনার সুপারস্টার এবং কুনাল খেমু ( বলিউড) ।

নেইমারকে আমার খুব প্রানবন্ত একজন খেলোয়ার মনে হয় ।আর্জেন্টিনার সমর্থক হলেও নেইমারের কারণে আমি ব্রাজিলেরও সমর্থক । আর হিন্দী ছবি ''রাজা হিন্দুস্থানী''তে অভিনয় করা সেই পিচ্চিটাই যে এই কুনাল খেমু তা বিশ্বাস করতে সময় নিয়েছিল ।

১৪.



এটা আমি Find out করেছি । আপনাদের কাছে প্রশ্ন এদের মধ্যে কি আপনারাও আমার মত চেহারায় সাদৃশ্য দেখতে পান ? এরা কারা ?

বিষয়: বিবিধ

১৫২৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317331
২৮ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪৩
নিমু মাহবুব লিখেছেন : ১৩ ও ১৪ মোটেও মিলে নাই।
Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose
317351
২৮ এপ্রিল ২০১৫ রাত ১০:২১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনাদের কাছে প্রশ্ন এদের মধ্যে কি আপনারাও আমার মত চেহারায় সাদৃশ্য দেখতে পান? হাঁ পাই! অনেক ভালো লাগলো আপনাকে অনেক ধন্যবাদ
317361
২৮ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৬
আফরা লিখেছেন : আমি এদের অনেকেই দেখি নাই তবে আপনার দেয়া ছবি গুলো দেখে মনে হচ্ছে আপনি ঠক ধরেছেন ।

ধন্যবাদ ভাইয়া ।
317375
২৮ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৩
বৃত্তের বাইরে লিখেছেন : কই মিল পাচ্ছিনা না তো! কিছু ছাড়া মোটামুটি মিলেছে। ব্লগে আরেকজন ভাই ছিলেন যার
ছবি ব্লগ সবাই পছন্দ করত (নাম মনে নেই)
ধন্যবাদ আপনাকে Good Luck
317398
২৯ এপ্রিল ২০১৫ রাত ০১:৫৫
শেখের পোলা লিখেছেন : আমি আর আমার বড় ভাই মজ নই কিন্তু এক সময় বদল করে নেওয়া যেত৷ আমার বন্ধুরা বড় ভাইয়ের কাছে আর বড় ভাইয়ের বন্ধুরা আমার কাছে বিব্রত হয়েছে৷ এখন আর তেমন নয়৷
317404
২৯ এপ্রিল ২০১৫ রাত ০২:৪৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম! বড়ই জটিল কুইজ ভাই!
317405
২৯ এপ্রিল ২০১৫ রাত ০২:৫৪
আব্দুল গাফফার লিখেছেন : জটিল ! শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ
318874
০৮ মে ২০১৫ বিকাল ০৪:৫০
লেন্দুপ দর্জি লিখেছেন : সুন্দর মিল!
318897
০৮ মে ২০১৫ রাত ০৮:০৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : পোস্টটা বেশ মজার। ভিন্ন কিছু দেখতে ভাল লাগে। শেয়ার করার জন্য অনেক ধণ্যবাদ ভাইয়া।
১০
319750
১৩ মে ২০১৫ দুপুর ১২:৪৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : খুব ভালো লাগলো, লিখাটা বেশ মজার,আপনাকে অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File