Look Alike !
লিখেছেন লিখেছেন হতভাগা ২৮ এপ্রিল, ২০১৫, ০৭:৩১:১৯ সন্ধ্যা
জমজ বলতে আমরা বুঝি যে একই মায়ের সন্তানেরা যারা কি না দেখতে এক রকম । কিন্তু লুক এলাইক হল দুজন মানুষের মধ্যে চেহারাগত সাদৃশ্য যদিও তারা একই মায়ের সন্তান নয় ।
এখানে বেশ কিছু লুক এলাইদের জোড়া ছবি দিলাম যাদের সবাই সেলেব্রেটি এবং দেখতে একজন প্রায়ই আরেকজনের মত ।
১.
এখানে কোনটা সন্জয় দত্ত ? আরেকজন হলিউড অভিনেতা । নাম না বলতে পারলেও উনার একটা ছবির নাম বলতে হবে , কারণ ছবিটা খুব হিট হয়েছিল ।
২.
পাকিস্তানী ক্রিকেটার ওয়াসিম আকরাম এবং বলিউড অভিনেতা চান্কি পান্ডে । দুইজনই প্রায় একই সময়ে তাদের নিজস্ব জগতে পা রাখেন । অনিল , মাধুরী ও চান্কি অভিনীত হিন্দী ফিল্ম '' তেজাব'' যখন মুক্তি পেয়েছিল তখন পাকিস্তান এসেছিল ভারতে সিরিজ খেলতে যে সিরিজে সুনীল গাভাস্কার টেস্টে ১০০০০ রানের মাইল ফলক স্পর্শ করেন । তখন দুর্দশর্নের বদৌলতে পাক-ভারত খেলা গুলো দেখতাম । আর ভিসিআর এ তেজাব ছবিটিও দেখেছিলাম । দুজনের এমন চেহারার এমন সাদৃশ্য আমাকে সে সময়ে বেশ কনফিউজড করতো।
৩.
রজার ফেদেরারকে দেখলেই মনে হত - কার সাথে যেন মিল , কার সাথে যেন মিল !
আরবাজের প্রথম যে ছবি দেখেছিলাম সেটা ছিল জুহির সাথে (সম্ভবত) ''ডারার'' ।
তখন থেকে একজনকে দেখলে আরেকজনের ছবি মনে ভেসে উঠতো ।
৪.
এখানে কোনটা মহাত্মা গান্ধী এবং কোনটা বেন কিংসলে ? গান্ধীর জীবনী নিয়ে হলিউডি ছবিটা দেখেছিলাম সেই ১৯৮৫/৮৬ তে । ছবিটা মনে হয় অস্কার পেয়েছিল ।
৫.
কায়রা নাইটলি ( পাইরেটস অব দ্যা ক্যারিবিয়ান) এবং নাটালি পোর্টম্যান ( ভি ফর ভেনডেট্টা) । দুজনই হলিউডের অভিনেত্রী । চেহারায় কি অদ্ভূত মিল তাই না !
৬.
মার্ক রাফেলো ( হলিউড) এবং অভয় দেওল ( বলিউড) । এদেরও কি অদ্ভুত মিল !
৭.
পরিনীতি চোপড়া ( বলিউড ) এবং হেইডেন পেনেটিয়েরি ( হলিউড) । ছবিটা আজই দেখলাম এবং এটা দেখেই এই পোস্ট দিতে উতসাহিত হয়েছিলাম । বুঝতে পারছিনা এটা কি আসলেই আলাদা দুজন , নাকি পরিনীতিকে ফর্সা দেখানো হয়েছে .
৮.
রবার্ট রেডফোর্ড ও ব্র্যাড পিট - দুজনই হলিউডের আপভিনেতা এবং ''স্পাই গেম '' নামে একটা ছবিতে একসাথে অভিনয় করেছিলেন ।
৯.
দেব আনন্দ ( বলিউড ) এবং গ্রেগরী পেক (হলিউড) । দুজনই সমসাময়িক ।
১০.
আহমদ শেহজাদ (পাকিস্তান) এবং ভিরাট কোহলি (ভারত) । এরাও সমসাময়িক । তবে একজনের অবস্থান দলে খুব শক্ত এবং আরেকজন আসা যাওয়ার মধ্যে আছে ।
১১.
প্রীতি জিনতা ( বলিউড) এবং ড্রিউ ব্যারিমুর (হলিউড) ।
১২.
ঋত্বিক রোশন ও হারমান বাওয়েজা (বলিউড) ।
১৩.
নেইমার - ব্রাজিলিয়ান ও বার্সেলোনার সুপারস্টার এবং কুনাল খেমু ( বলিউড) ।
নেইমারকে আমার খুব প্রানবন্ত একজন খেলোয়ার মনে হয় ।আর্জেন্টিনার সমর্থক হলেও নেইমারের কারণে আমি ব্রাজিলেরও সমর্থক । আর হিন্দী ছবি ''রাজা হিন্দুস্থানী''তে অভিনয় করা সেই পিচ্চিটাই যে এই কুনাল খেমু তা বিশ্বাস করতে সময় নিয়েছিল ।
১৪.
এটা আমি Find out করেছি । আপনাদের কাছে প্রশ্ন এদের মধ্যে কি আপনারাও আমার মত চেহারায় সাদৃশ্য দেখতে পান ? এরা কারা ?
বিষয়: বিবিধ
১৫২৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ভাইয়া ।
ছবি ব্লগ সবাই পছন্দ করত (নাম মনে নেই)
ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন