পারবে কি বাংলাদেশ ?

লিখেছেন লিখেছেন হতভাগা ১৯ মার্চ, ২০১৫, ০২:০৯:৪৩ দুপুর

প্রথমে ব্যাট করে ভারতের সংগ্রহ ৩০২/৬ ।

যেভাবে শুরু হয়েছিল মনে হয় রানটা একটু বেশীই হয়ে গেছে । আশা করেছিলাম ২৮ ওভারে যখন ৩ উইকেটে ১১৬/১১৭ , তখন হয়ত ২৬০-২৭০ তে আটকে রাখা যাবে । রান ৩০০তে যাওয়ার জন্য আম্পায়রদের অবদানও আছে ।

ভারত ৩ মোড়লের এক মোড়ল বলেই হয়ত আম্পায়াররা ভারতের প্রতি সদয় আছে । তার ওপর বাংলাদেশ আরেক মোড়ল ইংল্যান্ডকে বের করে দিয়েছে গ্রুপ পর্বে । আইসিসি বোধগম্য ভাবেই বাংলাদেশের উপর চরম ক্ষ্যাপ্পা থাকবে ।

টেস্ট অভিষেকের শুরুতে বাংলাদেশকে প্রায়ই বাজে ও পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের বলি হতে হত । কিছুদিন এটা বন্ধ থাকলেও আজকের ম্যাচ দিয়ে আবারও মনে হয় এটা শুরু হল।

বাংলাদেশকে ভারতের চেয়েও বড় প্রতিপক্ষ আম্পায়ারদের বিপক্ষেও খেলতে হবে ।

জিতলে তো আল'হামদুলিল্লাহ , হারলেও যেন বীরের লড়াই করেই হারে - ইন শা আল্লাহ ।

বিষয়: বিবিধ

১১০৬ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309806
১৯ মার্চ ২০১৫ দুপুর ০২:৩০
মাটিরলাঠি লিখেছেন :
একটা বিষয় আমার বুঝে আসলো না।বাংলাদেশের কোন বোলারই স্লিপে কেন ফিল্ডার নিলো না? অথবা কাউকে স্লিপে ফিল্ডিং করতে দেখলাম না?

309808
১৯ মার্চ ২০১৫ দুপুর ০২:৪০
আফরা লিখেছেন : আমাদের সবারই এই প্রত্যাশা ।

জিতলে তো আল'হামদুলিল্লাহ , হারলেও যেন বীরের লড়াই করেই হারে - ইন শা আল্লাহ ।



309820
১৯ মার্চ ২০১৫ বিকাল ০৫:১২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আফরা লিখেছেন : আমাদের সবারই এই প্রত্যাশা ।

জিতলে তো আল'হামদুলিল্লাহ , হারলেও যেন বীরের লড়াই করেই হারে - ইন শা আল্লাহ

সহমত
309826
১৯ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভারত,আম্পায়ার, মওকা সবকিছুর বিপক্ষেই বাংলাদেশ খেলেছে কিন্তু পারে নি। পারতে দেয় নি। বিশ্বকাপের আগে মোদী এবং আমাদের প্রধানমন্ত্রীর টেলিফোন আলাপে এতা বলা হয়েছিল? যেকোন মূল্যে আমরা বিজয় চাই, মনে ব্যথা পাবেন না।

খেলার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ্‌ ইনশাআল্লাহ শব্দগুলোর ব্যবহার কেমন জানি আবেগের বহিঃপ্রকাশ মনে হয়।
309951
২০ মার্চ ২০১৫ রাত ০২:৫৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আম্পায়ারির কারনও মন্দ খেলার কারনে হেরে গেলো বাংলাদেশ!

সাথে একটি প্রাণও ঝরে গেলো........!



বাংলাদেশ দলের পরাজয় সইতে না পেরে মৃত্যু

বাংলাদেশ দলের পরাজয় সইতে না পেরে নাটোরের লালপুরে উজির আলী (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। লালপুর উপজেলার কেশবপুর গ্রামের বখতিয়ার হোসেন জানান, তার বড় ভাই রাজমিস্ত্রি উজির আলী অনেকের মতোই গতকাল সারা দিন বাড়ি বসে ভারতের সাথে বাংলাদেশ দলের বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল খেলা দেখছিলেন। খেলায় বাংলাদেশ দলের পরাজয় অনুমান করতে পেরে তিনি অস্থির হয়ে পড়েন। খেলা শেষে বাংলাদেশ দলের পরাজয় সইতে না পেরে বুক চেপে ধরে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। এ ঘটনায় বাড়ির লোকজন তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উজির আলীকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সূত্র নয়াদিগন্ত অনলাইন
310024
২০ মার্চ ২০১৫ দুপুর ১২:৩৭
আওণ রাহ'বার লিখেছেন : এরকম একটি চুরি একটি খেলা হারার জন্য যথেষ্ট!
শুধু একটিই দরকার দুইটির প্রয়োজন নেই।
সেখানে তিনতিনটা চুরি!
এক ইনজামাম সম্পূর্ণ টেস্ট জিতিয়েছে পাকিস্তানকে বাংলাদেশের বিরুদ্ধে।
ক্যাচ মিস ম্যাচ মিস।
ক্যাচ চুরি তো পুকুর চুরি।
২২ মার্চ ২০১৫ রাত ০৮:৫৩
251508
হতভাগা লিখেছেন : এখন খেলা পড়ছে অস্ট্রেলিয়ার সাথে । তাদের সাথে তো আর মামদোবাজি করতে পারবে না । তারাও আরেক মাতবর ।
২২ মার্চ ২০১৫ রাত ০৯:২১
251514
আওণ রাহ'বার লিখেছেন : ওরা মানে ঐ ইন্ডিয়া যেনো গো হারা হারে-
সেটা হলে মানুষের মুখে হাসি ফুটবে।
310760
২৪ মার্চ ২০১৫ সকাল ০৮:১৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : বাংলাদের খেলায় হেরেও বিশ্ববাসীর কাছে নন্দিত, আর ভারত জিতেও সারা বিশ্বে নিন্দিত।
২৪ মার্চ ২০১৫ সকাল ০৮:২৯
251765
হতভাগা লিখেছেন : ল্যাংটার আবার বাটপারের ভয়
312310
০২ এপ্রিল ২০১৫ রাত ১২:২১
shaidur rahman siddik লিখেছেন : আজও কেন জানি মনে হচ্ছে.. আমরাই জিতেছি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File