এই মহিলার কি সমস্যা ?

লিখেছেন লিখেছেন হতভাগা ১২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:০৬:১৮ বিকাল



http://epaper.prothom-alo.com/view/dhaka/2015-02-12/1

গতকাল বাক প্রবাস ভাই এই ছবিকে নিয়ে একটা পদ্য লিখেছিলেন ।

আজকের প্রথম আলোর ফ্রন্ট পেজে আসে এই ছবি ।

পেট্রোল বোমায় দগ্ধদের দেখতে ঢামেক এর বার্ন ইউনিটে গিয়েছিলেন হাসিনা । দৃশ্যটি খুবই হৃদয় বিদারক ।

ছবি দেখতে গিয়ে একটা বিষয় খুব চোখে লেগেছে । এপ্রোন পড়া যে ডাক্তার হাসিনাকে এটেন্ড করছে তার বাম কাঁধের ঠিক ওপরে একজন মহিলার মুখ দেখা যাচ্ছে যার দুই গালে নাকে হলুদ কিছু লাহানো এবং কপালের ঠিক মাঝখানে লাল ও হলুদ রং লাগানো আছে ।

প্রশ্ন হল : এই মহিলাটি কি একই রকম রোগী ? তাহলে হলুদ ক্রিম যদি আয়োডিন ওয়েন্টমেন্ট হয়ে থাকে কপালের লাল রংটা কিসের ?

বিষয়: বিবিধ

১৪৫০ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304155
১২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৪০
প্রেসিডেন্ট লিখেছেন : উনার সমস্যা এত গুরুত্বপূর্ণ না।

এক হাতে চশমা নিয়ে আর এক হাতে যিনি চোখ মুছছেন তার সমস্যা টা কি?
১২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৪৬
246008
হতভাগা লিখেছেন : উনার মনে হয় চোখে কোন ময়লা পড়েছে
304160
১২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৮
অনেক পথ বাকি লিখেছেন : সবারই তো দেখছি সমস্যা
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:১৪
246230
হতভাগা লিখেছেন : শুধু আপনার ছাড়া
304161
১২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০০
নারী লিখেছেন : বড় সমস্যা তো যার হাতে চশমা তার মনে হচ্ছে....চোখে মনে হয় এলার্জি আছে
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:১৫
246231
হতভাগা লিখেছেন : চোখের ডাক্তাররা বসে আছেন কখন উনি আসবেন , উনার চিকিতসা দেবেন ।
304170
১২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:১৯
লিচু চোর ০০৭ লিখেছেন : উনার চোখে আজ গ্লিসারিন একটু বেশী হয়ে গেছে !!!!!
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:১৩
246229
হতভাগা লিখেছেন : উনি ন্যাচারাল পারফরমার
304173
১২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
ইয়াফি লিখেছেন : শেখ হাসিনা 20-দলের আন্দোলন বার্ণ ইউনিট দিয়ে মোকাবেলা করবে। এজন্য তাঁর পক্ষ থেকে বার্ণ ইউনিট সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ওখানে যারা ভর্তি হবে তারা শেখ হাসিনার তরফ থেকে দশলক্ষ টাকার সঞ্চয়পত্র পাবে। তাদের নিয়ে মিউজিক ভিডিও বানানো ও মডেল বানিয়ে ফটো তোলা হচ্ছে। শেখ হাসিনা নিজেও কান্নার পোজ দিচ্ছে।
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:১১
246228
হতভাগা লিখেছেন : বার্ন ইউনিট শুধু ঢামেকে রাখলে হবে ? এ ধরনের রুগী আনতে আনতেই তো অবস্থা জটিল পর্যায়ে চলে যায় ।

প্রতিটা স্বাস্থ্য কেন্দ্রে বার্ন ইউনিট গড়ে তুলতে হবে ।
304179
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:০২
আফরা লিখেছেন : মনে হয় এটা তাড়া হুরার কারনে হলুদ রং লাগাতে যেয়ে ভুলে লাল রং লাগিয়ে ফেলছে মুছার আগেই ক্যামেরা ক্লীক করে ফেলছে ।
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:০৭
246227
হতভাগা লিখেছেন : হাসিনা আসছেন শুনে উনি গায়ে হলুদ থেকে উঠে এসেছেন
304267
১৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:৩০
কাহাফ লিখেছেন :
পুরা দেশটাই সমস্যায় ভরপুর! ঐ মহিলার সমস্যা নিয়ে মাথা ঘামাতে মন চায় না!!
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:০৭
246226
হতভাগা লিখেছেন : পেট্রোল বোমা মেরে দেশটাকে সমস্যায় ফেলে দেওয়া হয়েছে
304273
১৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৭:১১
আনিসুর রহমান লিখেছেন : পরিশেষে তিনি আরও যোগ করলেন
গভীর আবেগ দিয়ে অশ্রু-সজল নয়নে
বাক রুদ্ধ কণ্ঠে বললেন,আকরে ধরে আছি গদিটা
শুধু জনতার সেবা আর কল্যাণের কথাটা ভেবে!
বিরক্ত জনতা জনতা অবশেষে বলে উঠে সমস্বঃরে
উরে উরে “হ্যাঁ” –রে দূর হয়ে যা রে।
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:০৫
246225
হতভাগা লিখেছেন : এসব কাল্পনিক কথা বলেই চলেন , নিজে নিজে সুখ খোঁজেন।

জন গন উনাকে > ২/৩ (৮৭% আসন)মেজরিটি দিয়েছে । এটার মানে বোঝেন তো ?
১৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৪৪
246491
আনিসুর রহমান লিখেছেন : There are no reason to understand that.All the fasciest always have 90-100% majority in house. so do they have 87% (looks like a bit less)
304414
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:১৩
প্রেসিডেন্ট লিখেছেন : যাকে দেখে তিনি কাঁদলেন সে নাকি মোমবাতির আগুনে সামান্য পুড়েছে, অবরোধের আগুনে নয়।
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:০০
246224
হতভাগা লিখেছেন : পেট্রোলের আগুনে পুড়ুক আর মোমবাতির আগুনে , জননেত্রীর মন সবার জন্যই কাঁদে ।

নিমতলীর ঘটনার কথা খেয়াল আছে ? ৩ কন্যার বিয়ে হাসুবুই দিয়েছিলেন ।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৫১
246352
প্রেসিডেন্ট লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor নাটক করার জন্য নিমতলীর আগুন যে তিনিই দেন নি তার নিশ্চয়তা কি? যেমন এখন পেট্রোল দিয়ে মানুষ মারছেন তেনার দল।
১০
305087
১৮ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
সাজেদুল ইসলাম লিখেছেন : উনি একজন পাক্কা অভিনেত্রী।
১১
305593
২২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৪৮
প্রবাসী মজুমদার লিখেছেন : একটা সময় ছিল, খুব ছোট জাতের কিংবা ফালতু লোকেরা মিথ্যা কথা বলত। আভিজাত্য পরিবারের কিংবা আইনের লোকেরা রাজনীতি করত। কোন বিষয়ে কেউ অভিনয় করলেও তার মাঝে একটা আর্ট থাকত। আজ যেন সবই ওপেন সিক্রেট। জানিনা, হেফাজত কিংবা আর্মির ৫৭ জন অফিসারকে মেরে ফেলার পর প্রধান মন্ত্রীর এ চোখে বেড়ে পানি পড়তে জাতি দেখেনি কেন?
১২
321557
২১ মে ২০১৫ দুপুর ১২:৩৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : নিজের স্বামি মরার পর যে মহিলা একটু ও কাদলোনা, সে এখন জনগনের জনয কাদে ! আবার এই মহিলা যাকে দেখে কাঁদলেন সে নাকি মোমবাতির আগুনে সামান্য পুড়েছে ! আর কত নাটক !!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File