গুডলাক বাংলাদেশ , গুডলাক !

লিখেছেন লিখেছেন হতভাগা ১০ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:২৯:২৮ বিকাল

আর মাত্র ৩ দিন পর শুরু হচ্ছে World Cup Cricket 2015 । ১১ তম বিশ্বকাপ এটা ।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন ভেন্যুতে হবে খেলাগুলো । ১৪ ই ফেব্রুয়ারী ক্রাইস্টচার্চে শ্রী লংকা বনাম নিউজিল্যান্ডের মধ্যে দিয়ে শুরু হয়ে ২৯ শে মার্চ মেলবোর্নের ফাইনাল দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট - প্রায় দেড় মাস ব্যাপী ।

১৪ টি দল ৭ টি দল করে মোট দুইগ্রুপে ভাগ হয়ে খেলবে । গ্রুপ পর্বে দুইগ্রুপ মিলে মোট ৪২ টি খেলা হবে । কোয়ার্টার ফাইনাল , সেমিফাইনাল ও ফাইনাল সহ মোটে খেলা ৪৯ টি । গ্রুপের চার শীর্ষ দল খেলবে কোয়ার্টার ফাইনালে যেটা বিশ্বকাপ ইতিহাসে ১৯৯৬ এ হয়েছিল ।

Pool A : বাংলাদেশ , অস্ট্রেলিয়া , নিউজিল্যান্ড , শ্রী লংকা , ইংল্যান্ড , স্কটল্যান্ড ও আফগানিস্তান ।

Pool B : সাউথ আফ্রিকা , ওয়েস্ট ইন্ডিজ , ভারত , পাকিস্তান , জিম্বাবুয়ে , আয়ারল্যান্ড এবং ইউ.এ.ই. ।

http://www.bbc.com/sport/0/cricket/23501452

সম্ভাব্য শিরোপা প্রত্যাশী কারা ?

১. প্রথমেই যাকে গোনায় আনতে হবে সেই দল হল - নিউজিল্যান্ড । দলের প্রতিটা খেলোয়াড়ই আছে দূর্দান্ত ফর্মে । অধিনায়ক ম্যাককালাম নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে । নিজেদের মাঠ এবং তাদের জন্য একেবারে পারফেক্ট পরিস্থিতি । ১৯৯২ তেও তারা ভাল ফর্মে থেকে তুলনামূলকভাবে ভাঙ্গাচোরা পাকিস্তানের কাছে ২ বার হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল ।

তবে এবার তারা খুবই শক্তিশালী দল । নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন না হওয়াটাই হবে আশ্চর্যজনক ব্যাপার ।

২. এরপর আসে সাউথ আফ্রিকার কথা । এরাও আছে দারুন ফর্মে । রিসেন্টলি বেশ কয়েকটি দূর্দান্ত পারফরমেন্স আছে তাদের । আমলা , ডিভিলিয়ার্স , ডুপ্লেসিস সহ অন্যান্য তরুন খেলোয়াররা ভালই খেলে যাচ্ছে ।

তবে , বিশ্বকাপের ইতিহাস সাউথ আফ্রিকার জন্য সুখকর নয় । তাদের চোকারস্‌ তকমাটা বিশ্বকাপেই বেশী চাউর হয়ে ওঠে। গতবার গ্রুপ ম্যাচে তাদের বিপক্ষে ইংল্যান্ড ১৭১ রান ডিফেন্ড করে ফেলে ।

এর পরেও বাকী অন্য দলগুলোর সাথে তাদের পার্থক্য বেশ ষ্পষ্ট ।

৩. অস্ট্রেলিয়াও খেলছে ঘরের মাঠে । তাদের প্লেয়াররাও ভাল । তবে এতটা কনভিন্সিং না যতটা রিকি পন্টিংয়ের ২০০৩ ও ২০০৭ এর অস্ট্রেলিয়া ছিল ।

তাদের দুর্বলতা হচ্ছে অনভিজ্ঞ বোলিং লাইন আপ । তারা যদি সামনে এগিয়ে যায় সেটা হবে ব্যাটস্‌ম্যানদের কল্যানে । ওদের ব্যাটিং লাইন আপ টূর্নামেন্টের অন্যতম সেরা ।

৪. ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন । ভারতের মূল শক্তি হল তাদের দীর্ঘ ব্যাটিং লাইন আপ এবং তারা চেজিংয়ে সেরা , বিশেষ করে কোহলি যদি ক্রিজে থাকে । আমার দেখা সেরা ব্যাটিং লাইন আপ এখনকার ভারত ।

তবে তাদের চিরকালের দূর্বলতা হল বোলিং , বিশেষ করে পেস এটাক । ইশান্তের চলে যাওয়াতে তারা আরও দূর্বল হয়ে গেল । অস্ট্রেলিয়া - নিউজিল্যান্ডে স্পিনের চেয়ে পেস বেশী কাজে লাগবে ।

বোলিং দূর্বলতা + ব্যাটিং গভীরতার কারণে ভারত চেজিং করতেই বেশী পছন্দ করে । গত ২০১৩ এ তারা অস্ট্রেলিয়ার ৩৫০+ রান অনায়াসে চেজ করেছিল ৯ উইকেট হাতে রেখেই !

এরা চারজন হল সম্ভাব্য কাপ জয়ী


*************************************************************************************************

মুরালি , ভাস চলে যাবার ফলে শ্রী লংকা এখন আর কোন টাফ দল নয় । মাহেলা , সাঙ্গা , দিলশান ভাল করলেও তাদের অন্যান্যরা তেমন সাপোর্ট দিতে পারেনা ।

বোলিংয়ে এক মালিঙ্গা খুব একটা ফ্যাক্টর হতে পারবে বলে মনে হয় না , কারণ সে খেলা অনেক কমিয়ে দিয়েছে ।

পাকিস্তান টিম এখন আর ভীতি জাগানিয়া কোন দল নয় , বিশেষ করে তাদের প্রধান বোলার সাঈদ আজমল না খেলতে পারাতে। গোঁদের উপর বিষফোঁড়া হয়ে এসেছে হাফিজের ইনজুরি ।

গ্রুপে আফসেটের স্বীকার হওয়া দলের মধ্যে পাকিস্তান অন্যতম হতে পারে ।

ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড বেশ কয়েকবার ফাইনালে খেললেও চ্যাম্পিয়ন হতে পারে নি । তাদের এখনকার দলটাও খুব একটা ইম্প্রেসিভ না । দলে পেসার আছে বলে বেশ দুর যেতে পারে । তবে শিরোপা তাদের অধরাই থেকে যাবার সম্ভাবনাই বেশী ।

ওয়েস্ট ইন্ডিজ টি ২০ ভাল খেললেও ওয়ান ডেতে তারা একেবারেই নিচের সারীর দল । তার ওপর ব্রাভো , পোলার্ড আর নারাইন না থাকাতে পাকিস্তানের মত এরাও নিজেদের গ্রুপে আপসেটের শিকার হবার সমূহ সম্ভাবনা আছে।

জিম্বাবুয়ে দলটা গড় পড়তা । এদেরকে নিয়ে খুব একটা হোপ কেউই কখনও করে না । এরাও আপসেটের শিকার হতে পারে ।

আয়ারল্যান্ড নিজেদের গ্রুপে আপসেট ঘটাতে পারে , এমনকি তারা যদি কোয়ার্টার ফাইনালেও যায় তাতেও খুব একটা অবাক হবার থাকবে না ।

ইউ.এ.ই. হল দুধ-ভাত । এদের সাথে রেকর্ড করবে বড় দলগুলো ।

আফগানিস্তান গ্রপে আফসেট ঘটিয়ে ফেলতে পারে এবং সেটার সম্ভাব্য শিকার বাংলাদেশ দল । স্কটল্যান্ড ছাড়া বাকী দলগুলো তাদের বিপক্ষে রেকর্ড করবে ।

স্কটল্যান্ড ইউ.এ.ই. এর মত এতটা দূর্বল দল নয় । তাদেরও সম্ভাব্য আপসেটের শিকার হতে পারে বাংলাদেশ ।

****************************************************************************************************

পুল বি থেকে দক্ষিন আফ্রিকা এবং ভারতের কোয়ার্টার ফাইনালে যাওয়া এক রকম নিশ্চিতই বলা যায় ।

ইউ.এ.ই. বাদে বাকি ৪ টা দলের মধ্যে হা্ডাহাড্ডি লড়াই হবে কোয়ার্টার ফাইনালে যাবার ।

পুল এ হতে বড় দলগুলোরই কোয়ার্টার ফাইনালে যাবার সম্ভাবনা বেশী ।

#####################################################################

আমাদের বাংলাদেশ দল পুল এ তে । আফগানিস্তান ও স্কটল্যান্ডকে যদি হারাতে পারে তাহলে বাকি ৪ ম্যাচের একটা জিতলেই হয়ে যায় ।

http://www.tsmplug.com/cricket/bangladesh-team-squad-icc-world-cup-2015/

একজন বাস্তববাদী সমর্থক হিসেবে আমি চাইবো বাংলাদেশ যাতে আফগানিস্তান ও স্কটল্যান্ড এর কাছে হোঁচট না খায় । বাকি ৪ ম্যাচের যে কোন এক ম্যাচ জিতলে তো খুবই ভাল , না হলেও কোন খারাপ লাগবে না । অনেক সময় ছোট দলগুলোর কাছে হেরে গেলে বড় দলের সাথে জেতাটা ফ্লুক বলে মনে করে বেশীর ভাগ লোক , যেটা ২০০৭ এ হয়েছিল ।

বাংলাদেশ দলের সবাইকে এমনভাবে খেলতে হবে যাতে ম্যাচে প্রত্যেকেরই কিছু না কিছু পজিটিভ কন্ট্রিবিউশন থাকে । তাহলে ম্যাচও বের হয়ে আসবে ।

আশা করছি এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল তাদের লাখো-কোটি দর্শক+সমর্থকদের হতাশ করবে না - ইন শা আল্লাহ ।

বিষয়: বিবিধ

১২৯৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303816
১০ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:১৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : গুডলাক ব্যাডলাক না হোক সেটাই কামনা। Rose Rose
১১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৩৪
245804
হতভাগা লিখেছেন : http://epaper.prothom-alo.com/view/dhaka/2015-02-11/18
303832
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:০৬
আফরা লিখেছেন : ভাইয়া আমি ও আপনার সাথে একই আশা করছি এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল তাদের লাখো-কোটি দর্শক+সমর্থকদের হতাশ করবে না - ইন শা আল্লাহ ।
১১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৩৪
245805
হতভাগা লিখেছেন : http://epaper.prothom-alo.com/view/dhaka/2015-02-11/18
303850
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:১৪
সবুজেরসিড়ি লিখেছেন : গুড লাক বাংলাদেশ . . . আমরাই জিতব ইনশাল্লাহ
১১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৩৪
245806
হতভাগা লিখেছেন : http://epaper.prothom-alo.com/view/dhaka/2015-02-11/18
303852
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:২৩
sarkar লিখেছেন : টাইগারদের টাইগার সোলভ খেলাটা প্রত্যাশা করছি।সাথে থাকল তাদের জন্য শূভ কামনা।
১১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৩৪
245807
হতভাগা লিখেছেন : http://epaper.prothom-alo.com/view/dhaka/2015-02-11/18
303868
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৫৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : প্রত্যাশাতো অনেক কিছুই করি, তবে স্নায়ু চাপে ৫০ রানে অল আউটের আশংকাও যে মাঝে মাঝে তাড়া করে।
১১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৩৪
245808
হতভাগা লিখেছেন : http://epaper.prothom-alo.com/view/dhaka/2015-02-11/18
305418
২১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:২৪
305420
২১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:২৬
আওণ রাহ'বার লিখেছেন : রিউমার কিভাবে ছড়া্য??

২১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৪৩
247090
হতভাগা লিখেছেন : পাকিস্তান জিতবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ! ৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১ রান । করতে হবে ৩১১ রান !
২১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৪৮
247091
আওণ রাহ'বার লিখেছেন : হি হি হি হি রিউমার একটা সীমা আছে পরিসীমা আছে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:০১
247093
হতভাগা লিখেছেন : শক লাগা ?

http://www.espncricinfo.com/icc-cricket-world-cup-2015/engine/match/656417.html
২১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:০৭
247094
আওণ রাহ'বার লিখেছেন : http://www.espncricinfo.com/icc-cricket-world-cup-2015/engine/match/656419.html
২১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:৪১
247095
হতভাগা লিখেছেন : খেলা যে হবে না সেটা গতকালকেই একটা আভাস পাওয়া গিয়েছিল ।

বৃষ্টি তো না , ওখানে তো সাইক্লোন চলছে !

খেলা না হলে সেটা বাংলাদেশের জন্য পজিটিভ ।

কিন্তু এসব মাঠে তো বাংলাদেশের খেলাই পড়ে না !
307382
০৫ মার্চ ২০১৫ বিকাল ০৪:৩৩
আওণ রাহ'বার লিখেছেন : গুড লাক Thumbs Up Thumbs Up গুড লাক!
সকালে মেজাজটাই হট হইছিলো মাশরাফিকে ধুয়ে দিছিলো লোকজন!
যাক অবশেষে হতভাগা ভাইয়ার মনে আর কষ্ট রইলোনা।
গুডগুড গুড লাক
হতভাগা সুভাগ Happy Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File