ডবল ধবল ধোলাই

লিখেছেন লিখেছেন হতভাগা ০২ ডিসেম্বর, ২০১৪, ০২:৩৮:২২ দুপুর





শিরোনাম দেখে বুঝতে কারোরই অসুবিধা হবার কথা না কোন বিষয়ে বলতে চাচ্ছি ।

গতকালের জয়ের মাধ্যমে জিম্বাবুয়েকে টেস্টের পাশাপাশি ওয়ানডেতেও ধবল ধোলাই দিল বাংলাদেশ ।

অভিনন্দন মুশফিক , মাশরাফি , সাকিব , তামিম , মাহমুদুল্লাহ শ সকল খেলোয়ার ও কোচিং স্টাফদের ।

যে বছরটা শেষ হয়ে যাচ্ছিল জয় বন্চিত হয়ে সেটাই এখন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বছরে চলে গেল ।

সাকিবের রাজসিক প্রত্যাবর্তন , ডেব্যুডেন্ট তাইজুলের দুই দুইটি রেকর্ড , গুগলিবাজ জুবায়েরকে আবিষ্কার , তামিমের নিজেকে ফিরে পাওয়া ( তাও আবার ঘরের মাঠেই) , রিয়াদকে ভুল বোঝার জবাব , মুশফিকের দায়িত্বশীল পারফরমেন্স আর সর্বপোরি সিরিজ শেষে ইনজুরিমুক্ত মাশরাফিকে পাওয়া - সবই হয়েছে এই সিরিজে ।

বাংলাদেশ যে একটা দল হিসেবে উঠে আসছে এটা এই সিরিজে বোঝা গেছে । সব কিছু ঠিক থাকলে মাশরাফির নেতৃত্বেই বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ - ইন শা আল্লাহ।

বিশ্বকাপ শুরু হতে দুইমাসের মত আছে । বাংলাদেশের সামনে এখন আর কোন খেলা নেই । তাই এই সময়ে বাংলাদেশকে নিজেদের বিশ্বকাপের জন্য ফিট করে তুলতে হবে । ইনজুরি এড়িয়ে চলতে হবে ।

বাংলাদেশ দলে এখন যে ব্যাটস্‌ম্যানরা আছে তারা চলনসই । শুধু ফর্মটা ধরে রাখতে হবে । এই সিরিজে টপ অর্ডারের ৫-৬ জন ব্যাটস্‌ম্যানই ভাল খেলেছে , রান পেয়েছে । এটা ভাল লক্ষণ ।

স্পিনাররা ভাল করছে । সাকিবের পাশাপাশি এখন তাইজুল , জুবায়ের , সানি আছে ।

তবে যেটার জন্য বাংলাদেশ একটু পিছিয়ে , একটু না বরং বেশ পিছিয়ে তাহলো - ভাল পেসারের অভাব । এক মাশরাফি ছাড়া আর কারও বল গননার মত না , অন্তত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড এর পেস-বাউন্সবান্ধব পিচে । তাই এই কয়েকটা মাস পেসারদের নিয়ে কাজ করতে হবে কোচিং স্টাফদের । বোলিং কোচ হিথ স্ট্রিকের নিজেকে প্রমান করার সময় এখানেই ।

একজন বাস্তবমুখী বাংলাদেশ সমর্থক হিসেবে আশা করবো বাংলাদেশ যাতে প্রথম রাউন্ডের বাধা পার হয় - সেটা খুব সম্ভব যদি খেলোয়াররা নিজেদের মেলে ধরতে পারে - ইন শা আল্লাহ।

বিষয়: বিবিধ

১২১২ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290542
০২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫৯
বড়মামা লিখেছেন : ভালো লাগল আপনাকে অনেক ধন্যবাদ।
০২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০৭
234241
হতভাগা লিখেছেন : কুইক কমেন্ট ভালই দিতাছেন , চালা'য় যাও মাম্মা ।
290554
০২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ভালো বিশ্লেষণ করেছেন। ধন্যবাদ
০২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:১৯
234257
হতভাগা লিখেছেন : Happy Happy
290572
০২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২৯
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : একজন বাস্তবমুখী বাংলাদেশ সমর্থক! কথাটি ভালো লাগলো। Happy
০২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৩
234265
হতভাগা লিখেছেন :
০২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৭
234268
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : ফী আমানিল্লাহ। Praying Praying Praying
290574
০২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৩
আফরা লিখেছেন : ক্রিকেট খেলা দেখা হয় না ,বুঝি ও না তবে একজন বাংলাদেশি হিসাবে আপনার এই কথা টুকুর সাথে একমত

বাংলাদেশ যাতে প্রথম রাউন্ডের বাধা পার হয় - সেটা খুব সম্ভব যদি খেলোয়াররা নিজেদের মেলে ধরতে পারে - ইন শা আল্লাহ।



০২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৪
234266
হতভাগা লিখেছেন :
০২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৪০
234270
আফরা লিখেছেন : ফী আমানিল্লাহ ! আমার দেশ ও দেশের মানুষের সব সময় দুয়া করি ।ধন্যবাদ হতভাগা ভাইয়া ।
290957
০৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৪
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:২৮
234635
হতভাগা লিখেছেন : আরেকটু সংক্ষেপ করা যায় কি ? এই যেমন - ভাল্লাগ্লো
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩১
234636
ভিশু লিখেছেন : ওমাহ...রাক্কোর্সেন্নাকি? আচ্ছা, এই নিন...
খুউউউব ভাআআআলোওওও লাগলোওওও...Angel
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৩৭
234660
হতভাগা লিখেছেন : ''খুউউউব ভাআআআলোওওও লাগলোওওও...''

০ এড টেড যোগ করে করেকটু লম্বা করা যায় না ?
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৪০
234682
ভিশু লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Don't Tell Anyone
290964
০৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৫২
ইয়াফি লিখেছেন : বিশ্বকাপের আগে Team India এর সাথে Team Tiger এর সিরিজ খেলা উচিত ছিল। যাতে Team Tiger বিশ্বকাপের আগে তাদের খুঁত নির্ণয়ে ও শুধরানোর কাজ করতে পারত। বর্তমান জিম্বাবুয়ে ক্রিকেটদলের সাথে Team Tiger হয়তো অদূর ভবিষ্যতে এধরণের আত্মতৃপ্তি আরো পেতে পারে। এটাও স্মরণীয় যে, Team Tiger তাদের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট জয় এই জিম্বাবুয়ের বিরুদ্ধেই পেয়েছে। প্রথম টেস্ট জয় বলেন, ধবল ধোলাইয়ের আত্মতৃপ্তি বলেন সবই ঘটছে কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেটদলের হিথ স্ট্রিক যুগের পরে। এটাও স্মরণীয় যে, হিথ স্ট্রিক যুগে জিম্বাবুয়ে ক্রিকেটদল কিন্তু ইংলিশ ক্রিকেটদলকে ধবল ধোলাইয়ের স্বাদ পেয়েছিল। যেটা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে জিম্বাবুয়ে ক্রিকেটদলের সিরিজ জয়ের সাফল্য আছে। জিম্বাবুয়ে ক্রিকেটদলের বিরুদ্ধেও সাফল্য পায়না দেখে Team India বিদেশের মাটিতে নেকড়ে খেতাব পেয়েছিল। জিম্বাবুয়ে ক্রিকেটদলে এই হিথ স্ট্রিক যুগের অবসানটা এমন আচমকা হল যেন কোন এক দূর্যোগ জিম্বাবুয়ে ক্রিকেটদলের সব উতকর্ষতা ভেসে নিয়ে গেল অথবা যেন জাতীয় ক্রিকেটদল বহনকারী প্লেনখানা ক্রাস হয়ে সবাই মারা গেল তাদের প্রশাসনের বৈরী আচরণের কারণে। ফলে জিম্বাবুয়ে ক্রিকেটদল তাদের ক্রিকেট উতকর্ষতার ধারাবাহিকতা আর বজায় রাখতে পারেনি। অবস্হা এতই শোচনীয় হয়ে গিয়েছিল যে, তাদেরকে টেস্ট ক্রিকেট থেকে ছয়টি বছর স্বেচ্ছা নির্বাসনে যেতে হয়েছিল। আবার 2011 এ নতুন করে শুরু। তুলনামূলক অবকোঠামোগত অসুবিধা, আর্থিক দৈন্যতা তো আগে থেকেই আছেই। তো তাদের বিরুদ্ধে Team Tiger এর ধবল ধোলাইয়ের আত্মতৃপ্তি কতটুক যৌক্তিক হতে পারে?
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৪৭
234643
হতভাগা লিখেছেন : ভারতের সাথে খেলতে পারলে আসলেই ভাল হত । ভারতের ব্যাটস্‌ম্যানরা এখন দূর্দান্ত ফর্মে । এটা আমাকে ২০০৭ এর অস্ট্রেলিয়ার সেই দলটার যেটাতে হেইডেন , গিলক্রিস্ট , পন্টিং , মার্টন , সাইমন্ড্সরা ছিল দূর্দান্ত ফর্মে - তার কথা মনে করিয়ে দেয় । আমার তো মনে হয় ভারতের বর্তমান ব্যাটিং শক্তি ২০০৭ এর অস্ট্রেলিয়ার চেয়েও স্ট্রং । রোহিতের ওয়ানডেতে ৫ টা সেন্চুরি , তার মধ্যে ২ টা ডবল সেন্চুরি!!! পুরাই মাথা নষ্ট !! এর মধ্যে একটা তো ট্রিপল সেন্চুরীর কাছাকাছি !!! ভিরাট যেভাবে এগুচ্ছে সে তো টেন্ডুলকারের রেকর্ড আগামী ৬-৭ বছরের মধ্যে ভেঙ্গে ফেলবে মনে হচ্ছে ।তার এর মধ্যেই ২১ টা ওয়ানডে সেন্চুরি । সে চেজিং মাস্টার । আর ধোনি , রাইনা , শিখরের সাথে কিছু তরুন পোলাপানও এসেছে । প্রায়ই ওরা আগে ব্যাট করলে ৩৫০+ রান করে । ওদের সাথে ৩০০ করেও স্বষ্তিতে থাকা যায় না ।

তবে অস্ট্রেলিয়াতে ওরা ধরা খাবে পেস নিয়ে । ভাল পেসে ওরা খুব সহজেই ঘায়েল হয়ে যাবে ।

তাই বাংলাদেশের কমপক্ষে ৩ জন ঘাঘু পেসার বের করে আনা উচিত ।

আর জিম্বাবুয়ের অতীত নিয়ে আমাদের এই সাফল্যকে খাটো করে দেখার উপায় নেই ।
হিথ স্ট্রিক- ফ্লাওয়ারদের যুগে জিম্বাবুয়ে কেনিয়ার কাছে হেরেছিল । সেখানে কেনিয়া সেমি ফাইনালে গিয়েছিল । কেনিয়া এখন কোথায় ? বা সেই ক্যালিপসোরাই বা কোথায় যারা এক সময় ক্রিকেট বিশ্বকে শাসন করতো ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File