ছবির পার্থক্য ৩১

লিখেছেন লিখেছেন হতভাগা ৩১ জুলাই, ২০১৪, ০৫:৩৬:৩৫ বিকাল



বিষয়: বিবিধ

১৩৮৭ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249714
৩১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
আফরা লিখেছেন :


আমার মনে হয় সব গুলো হয়েছে ।
৩১ জুলাই ২০১৪ রাত ০৯:৩৩
194087
হতভাগা লিখেছেন :
৩১ জুলাই ২০১৪ রাত ১০:০৮
194094
আহ জীবন লিখেছেন : @ আফরা আপু হতভাগা ভাইয়ের কাছে দাবি জানান কে সঠিক উত্তর দিয়েছে। আমি নাকি আপনি।
৩১ জুলাই ২০১৪ রাত ১০:২৭
194099
হতভাগা লিখেছেন : দুইজনই সঠিক , তাই দুইজনকেই দুইটা কলা আর একটা রুটি দিতে্ ওবামাকে দিয়ে বলিয়েছি ।
৩১ জুলাই ২০১৪ রাত ১০:৩০
194101
আফরা লিখেছেন : না হতভাগা ভাইয়া তা হতেই পারে না আহ জীবন ভাইয়ার সাথে আমার একটার মিল নাই । হতভাগা @
249744
৩১ জুলাই ২০১৪ রাত ০৯:৩১
আহ জীবন লিখেছেন :
৩১ জুলাই ২০১৪ রাত ০৯:৩৪
194088
হতভাগা লিখেছেন :
৩১ জুলাই ২০১৪ রাত ১০:০৭
194093
আহ জীবন লিখেছেন : ভাই আপনার বিচার ঠিক করুন। কে সঠিক আমি নাকি আফরা আপু।
৩১ জুলাই ২০১৪ রাত ১০:২০
194096
আফরা লিখেছেন : এক দফা এক দাবী হতভাগা ভাইয়া বলুন কে সঠিক আমি নাকি আহ জীবন ভাইয়া ?
৩১ জুলাই ২০১৪ রাত ১০:২৭
194100
হতভাগা লিখেছেন : দুইজনই সঠিক , তাই দুইজনকেই দুইটা কলা আর একটা রুটি দিতে্ ওবামাকে দিয়ে বলিয়েছি ।
৩১ জুলাই ২০১৪ রাত ১১:১৮
194108
আহ জীবন লিখেছেন : তাহলে তো পার্থক্য ১১টি।
৩১ জুলাই ২০১৪ রাত ১১:২৩
194111
আফরা লিখেছেন : আহ জীবন ভাইয়া বুঝেছেন না কেন আসলে আমার টাই সঠিক ।হতভাগা ভাইয়া তো নারীবাদী না তাই বলতে চাচ্ছে না ।আহ জীবন ভাইয়া @
৩১ জুলাই ২০১৪ রাত ১১:৩৭
194118
আহ জীবন লিখেছেন : ওইটা উনারেই কইতে দেন@ আফরা আপু।
249789
০১ আগস্ট ২০১৪ রাত ০১:০৯
দ্য স্লেভ লিখেছেন : আহ জীবন,আফরা কেউ পুরো সঠিক করেনি। কিছুটা ভুল আছে। পুরো উত্তর আমি জানি। তবে সব সময় সব কিছু বলা ঠিক নয় বলে কিছু বললাম না। তবে এটা ঠিক যে, দুটি ছবিতে বেশ কিছু অমিল আছে। Happy
০১ আগস্ট ২০১৪ সকাল ০৭:২৫
194175
হতভাগা লিখেছেন :
249845
০১ আগস্ট ২০১৪ সকাল ০৮:৩৮
আহ জীবন লিখেছেন : ভেজাল লাগাইয়া কই গেলেন? পরের পার্থক্য পোস্ট করেন।
০১ আগস্ট ২০১৪ সকাল ০৯:১২
194185
হতভাগা লিখেছেন : অচিরেই আসছে ।
250404
০৩ আগস্ট ২০১৪ দুপুর ০১:৫৬
০৩ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১২
194608
হতভাগা লিখেছেন : হইছে হইছে , পাশ ।Applause Applause Applause
251342
০৬ আগস্ট ২০১৪ রাত ০৪:২৯
কাজি সাকিব লিখেছেন :

হতভাগা ভাই যারা এই আসল পয়েন্টটাই মিস করে গেছে তাদের সকলকে ফেইল ঘোষণা করার উদাত্ত আহবান জানাচ্ছি!
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:৫৭
195578
হতভাগা লিখেছেন : ভালই তো ধরছেন !Applause এত বড় অমিলটা চোখেই পড়লো না কারোরই Surprised
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪৮
195589
কাজি সাকিব লিখেছেন : হিটলার সাহেব কথা না বাড়িয়ে সবাইকে ফেল ঘোষণা করুণ!Tongue
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩০
195600
হতভাগা লিখেছেন : ১০ শে ৯ পেলে ফেল !! আপনি তো ১ টা পারছেন , বাকী গুলান কৈ ? আপনার হয় ১০ শে ১ ।

কোন টা ফলে হয় - ১০ শে ৯ পেলে ? নাকি , ১০ শে ১ পেলে ?
251496
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৯
কাজি সাকিব লিখেছেন :


নেন হতভাগা এখন আমাকে দশে এগারো দেন!
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫২
195663
হতভাগা লিখেছেন : আপনি নকল করেছেন Waiting

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File