পাখি ড্রেস , আনারকলিসহ বেশ কিছু ভারতীয় পোশাকের ছবি ব্লগ

লিখেছেন লিখেছেন হতভাগা ২৪ জুলাই, ২০১৪, ০১:৩৯:২৬ দুপুর

ঈদ এলেই আমাদের নারীকূলের মধ্যে পোশাক কেনার ধুম পড়ে যায় । মার্কেটকে মার্কেট সয়লাব করে ফেলে তারা পছন্দসই পোশাকের সন্ধানে ।

মার্কেটে যাবার কথা শুনলে তারা গভীর ঘুম থেকে কিংবা অসুস্থতা ঝেড়ে উঠে বসে ।

ভারতীয় সংষ্কৃতির আগ্রাসনের প্রভাবে এখন মেয়েদের ঈদের বাজারে ভারতীয় সিরিয়ালের প্রাধান্য লক্ষনীয় ।

অমুক সিরিয়ালে অমুক অভিনেত্রী ( নায়িকা) কি ড্রেস পড়েছে তা নিয়ে রীতিমত গবেষনা চলে নারীমহলে । এসব বুঝে বিক্রেতারা ঈদের বাজারকেই তাদের টার্গেট হিসেবে রাখে ।

ঈদকে সামনে রেখে আসে বা বানানো হয় নানা নামের হিন্দী সিরিয়ালের শাড়ী , সালোয়ার কামিজ সহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী।

মেয়েরা হিন্দী সিরিয়ালে তো বুঁদ হয়ে থাকে এটা এখন সয়েই গেছে । কিন্তু এসব দেখে শেখা অভ্যাস তারা পারিবারিক জীবনে কাজে লাগায় ।

সিরিয়ালের পোশাক প্রীতি আগেও ছিল । কিন্তু এখন এতে নতুন মাত্রা যোগ হয়েছে । সম্প্রতি পাখি ড্রেস না পেয়ে আত্মহত্যা ও স্বামীকে ডিভোর্স দেবার ঘটনা ঘটেছে । ব্যাপারটা আসলেই এলার্মিং পর্যায়ে চলে গেছে ।

এই ব্লগেও অনেক আপুরা আছেন যারা এখনও এই সব ড্রেস পান নি , তবে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ।

তাই সহব্লগার হিসেবে এই হতভাগা ব্লগার আপুনি , আপু ও ম্যামদের জন্য কিছু পোশাক নিয়ে এসেছে ।

বয়স ও রুচি অনুযায়ী একটা বা সবগুলোই পছন্দ করে নিতে পারেন ।

এখানে আছে হরেক রকমের শাড়ী (অবশ্যই ভারতীয় ) পাবেন





















****************************************************************************************************

আর এখানে আছে সবার কাঙ্খিত পাখি ড্রেস সহ আরও নানা নামের নানা ডিজাইনের ড্রেস ।





















*****************************************************************************************************

তারপরও আপু , ম্যামদের বলবো -

সামান্য (!) শাড়ি বা ড্রেসের জন্য জীবনটাকে তছনছ করে দেবেন না

বিষয়: বিবিধ

৮২৬০ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247836
২৪ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৯
আফরা লিখেছেন : পাখি ড্রেস তো খারাপ না হাতাও বড় নীচের দিকে ও লম্বা আছে ।

কিন্ত একটা বিষয় কিছুতেই মেনে নিতে পারি না এরা কি ধরনের মেয়ে সাধারন একটা ড্রেস এর জন্য আত্মহত্যা বা স্বামীকে ডিভোর্স দেয় ।
২৪ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪৩
192453
হতভাগা লিখেছেন : এরাই বাংলাদেশের টিপিক্যাল মেয়ে আপু ।

এরা যে কি চায় তা সে নিজেই '' বোঝে না , সে বোঝে না ''
247841
২৪ জুলাই ২০১৪ দুপুর ০৩:৩৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আপনারই বা সেন্স কেমন হতভাগা এই রমজান মাসে মেয়েদের নাভি বাহির করা ছবি দিলেন। এমনি বিয়ে করিনি সবসময় জ্বালায় মরি তার উপর আবার এসব ছবি দেখলে মাথা ঠিক থাকে বলুন।
২৪ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪৫
192454
হতভাগা লিখেছেন : ভাই ধপা ধপ ছবি দিয়ে গেছি । তাক লাগানো যে পোশাকই দিতে যাই সেটাই দেখি এমন । নজড় কাড়া পোশাকের ছবি না দিলে যদি কিছু একটা করে বসে ?

বোঝেনই তো '' বোঝে না , সে বোঝে না ''
247843
২৪ জুলাই ২০১৪ দুপুর ০৩:৩৬
নীল জোছনা লিখেছেন : শাড়ির কালেকশান গুলো ভালো লাগলো।
২৪ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪৬
192455
হতভাগা লিখেছেন : রাখতে পারেন , একটা কিংবা সবগুলোই ।
247845
২৪ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৪
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ছেলেদের জন্য পাখি ড্রেসে কোন কালেকশন নাই???
২৪ জুলাই ২০১৪ রাত ০৯:০৭
192483
হতভাগা লিখেছেন : আপনি কি পাখি ড্রেস পড়তে চান ? আপনার জন্য এ.এস.আর. এর ড্রেস দেওয়া যায় ।
247862
২৪ জুলাই ২০১৪ বিকাল ০৫:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনি কি ভাই এই ড্রেসগুলির ইমপোর্টার?
এই সুযোগে বিজ্ঞপন করে নিলেন!!!
২৪ জুলাই ২০১৪ রাত ০৯:০৮
192484
হতভাগা লিখেছেন : এগুলো আপনিও ইমপোর্ট করতে পারবেন গুগলে গিয়ে
247933
২৪ জুলাই ২০১৪ রাত ১০:৪৭
চিরবিদ্রোহী লিখেছেন : ছেলেদের জন্য পাখা (পাখির পূংলিঙ্গ) বা সেলিম ইত্যকার কোন ড্রেসের ব্যবস্থা আছে নাকি আপনার কালেকশনে?
২৫ জুলাই ২০১৪ সকাল ১০:২০
192569
হতভাগা লিখেছেন : ছেলেদের জন্য Menz , Cats Eye , Ecstacy , Westecs , Richman+Lubnan ...... এসবে চলে যাবেন ।

গিয়ে পছন্দ সই পোশাক পাবেনই । দাম বেশী বলে আবার সুইসাইড করে বসবেন না যেন ।
২৫ জুলাই ২০১৪ রাত ০৮:৩২
192653
চিরবিদ্রোহী লিখেছেন : এগুলোতো ব্র্যান্ডের নাম, আমি চাই পাখি ইত্যাদির নামের মতো নাম ওয়ালা ড্রেস Crying Crying Crying
২৫ জুলাই ২০১৪ রাত ০৮:৪৪
192655
হতভাগা লিখেছেন : আপনি তো ভাই দেখতেছি মেয়েদের চেয়েও বেশী ক্রেজি ।

ওফ! অনেক কষ্টে আপনার জন্য এই ড্রেসটা আনছি ব্লগার আতিক খান ভাইয়ের পোস্ট থেকে ।





http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/8963/atique/50002#.U9Jr4FLlrKV
২৫ জুলাই ২০১৪ রাত ০৯:০৩
192661
চিরবিদ্রোহী লিখেছেন : পাইছি তাইলে..:D/ :D/ :D/
248371
২৬ জুলাই ২০১৪ দুপুর ০৩:০১
দিশারি লিখেছেন : ভালোই লাগলো ।
২৬ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫৭
192864
হতভাগা লিখেছেন : এই নিন আপনার জন্যও আরেকটা পাখি ড্রেস


মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File