আধুনিক যুগের মেয়েরা
লিখেছেন লিখেছেন হতভাগা ১৯ জুলাই, ২০১৪, ০৩:০৬:৪১ দুপুর
১. বাচ্চা প্রসব করতে অনেক কষ্ট হবে তাই এরা আগেভাগেই ডিজিটাল পদ্ধতিতে পেট কেটে বাচ্চা বের করে।
২. ফিগারের সাইজ নষ্ট হয়ে যাবে তাই এরা বাচ্চাকে বুকের দুধ না খাইয়ে বাজার থেকে কেনা দুধ খাওয়ায়।
৩. শরীরে যেন বাচ্চার প্রসাব পায়খানা নালাগে তার জন্য
সবসময় বাচ্চাকে কি যেন একটা পড়িয়ে রাখে।
৪. বাচ্চার যত্ন নিতে কষ্ট হয় তাই বাচ্চাকে লালন পালন করার জন্য আলাদাভাবে কাজের বুয়া রাখে।অনেক সময় বাচ্চা তো বুয়াকেই মা ডাকা শুরু করে।
৫. রাতে বিছানা যেন নষ্ট না করে এবং স্বামীর সাথে ঘুমাতে কোন সমস্যা না হয় এজন্য বাচ্চাকে বিছানায় না রেখে পাশে দোলনায় রেখে দেয়।
এই সিস্টেমগুলো কিন্তু আমাদের ছোট সময় ছিল না বললেই চলে কিন্তু একবিংশ শতাব্দীতে এসে এই সিস্টেমগুলো প্রচন্ড হারে বৃদ্ধি পেয়েছে।
এর ফলে যে সমস্যাটা হচ্ছে তা হলো, সন্তানের প্রতি মায়ের
যে ভালবাসা এবং মায়ের প্রতি সন্তানের যে ভালবাসা সেটা দিন দিন প্রচন্ড হারে হ্রাস পাচ্ছে।
একটু আশেপাশে তাকালেই এর সত্যতা দেখতে পারবেন।
সংগ্রহ : ফেসবুক
বিষয়: বিবিধ
১৩৬২ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাইয়া যদি কিছু মনে না করেন বলবেন কি আপনি কি বিয়ে করেছেন,,,,,,
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
তথাকথিত ক্যারিয়ার আর নারি স্বাধিনতার নামে মানুষের মধ্য থেকে যা চলে যাচ্ছে তা হলো মানবতাবোধ।
এ প্রতারনা সে করছে তার স্বামীর সাথে এবং তার সন্তানদের সাথে ।
এই জন্যই মহান আল্লাহ পবিত্র কোরআনে দোয়া শিখিয়েছেন, "হে আল্লাহ! তুমি আমার পিতা মাতার প্রতি তেমন সদয় হও যেরুপ আমার ছোট বেলায় তারা সদয় হয়েছিল।"
তো ভাইয়েরা সময় থাকতে সাবধান হতে হবে।
মন্তব্য করতে লগইন করুন