আধুনিক যুগের মেয়েরা

লিখেছেন লিখেছেন হতভাগা ১৯ জুলাই, ২০১৪, ০৩:০৬:৪১ দুপুর



১. বাচ্চা প্রসব করতে অনেক কষ্ট হবে তাই এরা আগেভাগেই ডিজিটাল পদ্ধতিতে পেট কেটে বাচ্চা বের করে।

২. ফিগারের সাইজ নষ্ট হয়ে যাবে তাই এরা বাচ্চাকে বুকের দুধ না খাইয়ে বাজার থেকে কেনা দুধ খাওয়ায়।

৩. শরীরে যেন বাচ্চার প্রসাব পায়খানা নালাগে তার জন্য

সবসময় বাচ্চাকে কি যেন একটা পড়িয়ে রাখে।

৪. বাচ্চার যত্ন নিতে কষ্ট হয় তাই বাচ্চাকে লালন পালন করার জন্য আলাদাভাবে কাজের বুয়া রাখে।অনেক সময় বাচ্চা তো বুয়াকেই মা ডাকা শুরু করে।

৫. রাতে বিছানা যেন নষ্ট না করে এবং স্বামীর সাথে ঘুমাতে কোন সমস্যা না হয় এজন্য বাচ্চাকে বিছানায় না রেখে পাশে দোলনায় রেখে দেয়।

এই সিস্টেমগুলো কিন্তু আমাদের ছোট সময় ছিল না বললেই চলে কিন্তু একবিংশ শতাব্দীতে এসে এই সিস্টেমগুলো প্রচন্ড হারে বৃদ্ধি পেয়েছে।

এর ফলে যে সমস্যাটা হচ্ছে তা হলো, সন্তানের প্রতি মায়ের

যে ভালবাসা এবং মায়ের প্রতি সন্তানের যে ভালবাসা সেটা দিন দিন প্রচন্ড হারে হ্রাস পাচ্ছে।

একটু আশেপাশে তাকালেই এর সত্যতা দেখতে পারবেন।

সংগ্রহ : ফেসবুক

বিষয়: বিবিধ

১৩৫০ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246007
১৯ জুলাই ২০১৪ দুপুর ০৩:১৫
এবেলা ওবেলা লিখেছেন : ভাইয়া আপনি অনেক মুল্যবান বিসয় তুলে ধরেছেন।ধন্যবাদ।

ভাইয়া যদি কিছু মনে না করেন বলবেন কি আপনি কি বিয়ে করেছেন,,,,,,
১৯ জুলাই ২০১৪ দুপুর ০৩:৩৭
191013
হতভাগা লিখেছেন : জ্বী করেছি
১৯ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪৫
191015
এবেলা ওবেলা লিখেছেন : ভাইয়া তাহলে আপনি পারবেন নিজের পরিবারের পথচলার উদাহরণ কে আপনার আশেপাশের মানুষ কে চোখে আংঙ্গুল দিয়ে দেখিয়ে এই গুণে ধরা সমাজ কে বদলিয়ে দিতে -- চেষ্টা করবেন আশা রাখছি--
১৯ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫৭
191016
হতভাগা লিখেছেন : দোয়া করবেন
246023
১৯ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩৬
নীল আত্না লিখেছেন : খুব ভালো লাগলো
২০ জুলাই ২০১৪ সকাল ০৮:০১
191096
হতভাগা লিখেছেন : কুইক কমেন্ট মুক্ত মন্তব্য করলে আমারও ভালো লাগবে ।
246032
১৯ জুলাই ২০১৪ বিকাল ০৫:০৪

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : সত্য কথা।
২০ জুলাই ২০১৪ সকাল ০৮:০১
191097
হতভাগা লিখেছেন : এবং সেই সাথে তিতা কথাও
246042
১৯ জুলাই ২০১৪ বিকাল ০৫:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সঠিক ও যুক্তিযুক্ত বক্তব্য।
তথাকথিত ক্যারিয়ার আর নারি স্বাধিনতার নামে মানুষের মধ্য থেকে যা চলে যাচ্ছে তা হলো মানবতাবোধ।
২০ জুলাই ২০১৪ সকাল ০৮:০০
191095
হতভাগা লিখেছেন : নারীর ক্যারিয়ার তার সংসারের ব্যস্তানুপাতিক । দুটো কখনও একসাথে সমানভাবে চলতে পারে না । চললেও তা হয় প্রতারনার সামিল ।

এ প্রতারনা সে করছে তার স্বামীর সাথে এবং তার সন্তানদের সাথে ।
246052
১৯ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:০০
ইসরাফিল হোসেন লিখেছেন : পিতা মাতার প্রতি যে কর্তব্য তা আজা আমাদের কারণে উঠে যাচ্ছে। তাই আসুন আমরা সবাই আমাদের ছেলেমেয়েদের মায়ের দুধ খাওয়াই এবং কুকুরের বাচ্ছা কে কোলে না নিয়ে নিজের বাচ্চাকে কোলে নিয়ে আদর করি। তবেই আমরা বুড়া হলে আমাদের সন্তানরা আমাদের প্রতি দোয়া বান হবে।
এই জন্যই মহান আল্লাহ পবিত্র কোরআনে দোয়া শিখিয়েছেন, "হে আল্লাহ! তুমি আমার পিতা মাতার প্রতি তেমন সদয় হও যেরুপ আমার ছোট বেলায় তারা সদয় হয়েছিল।"
তো ভাইয়েরা সময় থাকতে সাবধান হতে হবে।
২০ জুলাই ২০১৪ সকাল ০৭:৫৭
191094
হতভাগা লিখেছেন : বাবা ব্যস্ত আয়ের ধান্ধায় , মা ব্যস্ত সামাজিকতা নিয়ে । সময় কোথায় সন্তানকে সময় দেবার । ফলে বাবা মাকে খুন করে অথবা বৃদ্ধাশ্রমে পাঠায়।
246066
১৯ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
মোহাম্মদ লোকমান লিখেছেন : সন্তানের সাথে পিতা-মাতার ভালোবাসার ঘাটতি এসব কারণেই হচ্ছে। ধন্যবাদ।
২০ জুলাই ২০১৪ সকাল ০৭:৫২
191091
হতভাগা লিখেছেন : যার যার নির্দিষ্ট কাজ ঠিক ঠাক মত পালন করলে এবং চাওয়া পাওয়াকে একটা সামর্থ্য সীমায় রাখলে সমস্যা হবার কথা নয় ।
246087
১৯ জুলাই ২০১৪ রাত ০৮:৩১
সবুজেরসিড়ি লিখেছেন : তারা আধুনীক হেচ্ছে আল্লাহ তাদের শাস্তি দিচ্ছে অন্য ভাবে যেমন ব্রেষ্ট ক্যান্সার, স্কীন ক্যান্সার বিভিন্ন ভাবে । আমার জানা একজন নারী সে তার ছেলেকে দুধ পান করাননি ফিগার নষ্ট হবে এই জন্য ছেলের বয়স যখন পাচ বছর সেই সময় শুনলাম তার ব্রেষ্ট ক্যান্সর ধরা পড়েছে কিছু দিন পর শুনলাম কেটে ফেলেছে তার কিছু দিন পর শুনলাম সে আর পৃথিবীতে নেই ।
২০ জুলাই ২০১৪ সকাল ০৭:৫৫
191093
হতভাগা লিখেছেন : শিশুদের কি হচ্ছে এর ফলে ? তারা প্রসেসড মিল্ক খেয়ে রোগ শোকের খপ্পড়ে হচ্ছে বেশী বেশী করে , ফলে সহজেই ক্লান্ত হয়ে পড়ছে কোন কাজে । এক একজন ঐশীতে পরিনত হচ্ছে ফলশ্রুতিতে।
246300
২০ জুলাই ২০১৪ বিকাল ০৪:৫৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : ছোট ছোট ভাগিনা ভাগীনি যখন পায়খানা করত, নাকে হাত দিয়ে রাখতাম, আর বোন কে বলতাম, আপা গন্ধ সইতে না পেরে নাকে হাত দিইয়ে রাখি, কিন্তু আপনি আপনার হাত দিয়ে কেমন করে পায়খানা পরিস্কার করেন, আপনার ঘেন্না লাগেনা? এটাইতো মা, রোগে শোকে, পচন ধরা রোগে গন্ধে সবাই যখন একে একে দূরে চলে যায়, তখন মা ই কেবল সন্তান কে আগলে রাখেন.।.।.।.।.।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File