বিশ্বকাপ নিয়ে কিছু মজার তথ্য ( নিজে নিজেই বের করেছি )
লিখেছেন লিখেছেন হতভাগা ১১ জুলাই, ২০১৪, ০৩:১৬:২৭ দুপুর
আর ক'দিন বাদেই ২০ তম বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ।
এর প্রাক্কালে আসুন কিছু মজার তথ্য নেনে নিই ।
১. এবারের ফাইনালের একটা দল জার্মানী । বলতে পারবেন জার্মানী এর আগে কয়বার কাপ জিতেছে ?
খুব বোকার মত প্রশ্ন হয়ে গেল , তাই না ? উত্তর হবে একবারও না ! জ্বি , এটাই ফ্যাকট্স ।
২য় বিশ্ব যুদ্ধের আগে জার্মানরা একটা দেশ ছিল । তারা কাপ জেতে ১৯৫৪,১৯৭৪ ও ১৯৯০ এ পশ্চিম জার্মানী হিসেবে ।
১৯৯০ সালে (বিশ্বকাপের পর , সম্ভবত অক্টোবর মাসে) দুই জার্মান ( পূর্ব ও পশ্চিম) এক হয়ে যাওয়ার পর তারা এখনও কোন কাপ জেতে নি ।
আর সে সময়ের জার্মান পতাকাটাও দেখুন ।
২. শেষ ৫ বিশ্বকাপের ধারা দেখে একটা বিষয় অনুমান করাই যায় যে , যে দল ৩য় হয় তাকে সেমিতে হারানো দলই কাপ জেতে
ছক দেখুন :
৩. আমরা এটা মোটামুটি জানি যে , ভারত একবার সুযোগ পেয়েছিল । সেটা কোন সালে জানেন ? ১৯৫০ তে ।
রিউমার আছে যে , খালি পায়ে খেলা যাবে না বিধায় ভারত সে টুর্নামেন্টে খেলতে যায় নি ।
ভারতের গ্রুপ দেখুন এবং কেন খেলতে যায় নি তার কারনও দেখুন
http://web.archive.org/web/20100616073902/http://in.yfittopostblog.com/2010/06/14/barefoot-in-bengal-and-other-stories/
৪. ১৯৩০-১৯৫০ পর্যন্ত ১৩-১৬ টা দল নিয়ে খেলা হয়েছে ।
১৯৫৪-১৯৭৮ ফিক্সড ১৬ টা দলই খেলেছে
১৯৮২-১৯৯৪ খেলেছে ২৪ টা করে দল
১৯৯৮ থেকে এখন পর্যন্ত ৩২ টা দলে এসেছে
৫. নিম্মের খেলোয়ারগন একই বিশ্বকাপে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জয় করেন ।
রোনালডো (ব্রাজিল) ১৯৯৮ তে গোল্ডেন বল এবং ২০০২ তে গোল্ডেন বুট জয় করেন ।
৬. একাধিকবার বিশ্বকাপ জয়ী দেশগুলোর মধ্যে একমাত্র ব্রাজিলই নিজের দেশে কোন কাপ জিততে পারে নি ।
ওয়ার্ল্ড কাপ জয়ী দলগুলোর মধ্যে ব্রাজিলের সাথে আছে স্পেন যারা কি না নিজের দেশে জেতে নি , বাইরে জিতেছে ।
৭. ২ বা ততোধিক বার ফাইনালে খেলেও চ্যাম্পিয়ন হতে পারে নি
নেদারল্যান্ডস্ (১৯৭৪ , ১৯৭৮ , ২০১০) , হাঙ্গেরি (১৯৩৮ , ১৯৫৪ ) ও চেকোশ্লোভাকিয়া (১৯৩৪ , ১৯৬২)।
৮. একমাত্র ১ম বিশ্বকাপ ছাড়া আর কোন বিশ্বকাপে অল ল্যাটিন আমেরিকান ফাইনাল হয় নাই । ১৯৫০ টা ছিল লীগ পর্যায়ের শেষ খেলা যেখানে ব্রাজিল ড্র করলেই চ্যাম্পিয়ন হত ।
অল ইউরোপিয়ান ফাইনাল বেশ কয়েকবারই হয়েছে , হয়েছে অল ইউরোপিয়ান সেমি ফাইনালও ।
৯. ১৯৭০ এর পর ১৬ বছর পর ১৯৮৬ সালে আবারও মেক্সিকোতে ওয়ার্ল্ড কাপের আসর বসে । এটা আসলে পেয়েছিল কলাম্বিয়া । কিন্তু অর্থনৈতিক দূরাবস্থার কারণে তারা আয়োজক থেকে সরে দাঁড়ায় ।
১০. ফাইনালে সবচেয়ে বেশী যে দল দুটো পরষ্পর মুখোমুখি হয়েছে বা হচ্ছে তারা হল
জার্মানী(পশ্চিম জার্মানী) বনাম আর্জেন্টিনা
http://en.wikipedia.org/wiki/FIFA_World_Cup#cite_note-58
বিষয়: বিবিধ
১৬৭৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জার্মানির ব্যাপারটা নিয়ে আজকেই একজন কে আমি বেশ ভাল বোকা বানিয়েছি।
মন্তব্য করতে লগইন করুন