ক্রিকেট কুইজ ৫

লিখেছেন লিখেছেন হতভাগা ২১ এপ্রিল, ২০১৪, ১১:৫৫:৪৭ সকাল



এবারের বিষয় : সদ্য সমাপ্ত টি২০ ওয়ার্ল্ড কাপ ২০১৪ ( বাংলাদেশ)

১. এবারের টুর্নামেন্টে কোন ব্যাটস্‌ম্যান শতক হাঁকিয়েছেন ?

ক. উমর আকমল খ. অ্যালেক্স হেলস্‌ গ. মাহেলা জয়াবর্ধনে ঘ. আহমেদ শেহজাদ

২. কোন বোলার এক ম্যাচে পাঁচ বা ততোধিক উইকেট পেয়েছেন ?

ক. অজন্তা মেন্ডিস খ. রঙ্গনা হেরাথ গ. রবিচন্দ্রন অশ্বিন খ. আহসান মালিক

৩. এক ইনিংসে সবচেয়ে বেশী ছয় মেরেছেন কোন ব্যাটস্‌ম্যান ?

ক. স্টিফান মাইবার্গ খ. টম কুপার গ. গ্লেন ম্যাক্সওয়েল ঘ. অ্যালেক্স হেলস্‌

৪. এক ইনিংসে ২০০/২০০+ রানের উপর করেছে কোন দল ?

ক. পাকিস্তান খ. সাউথ আফ্রিকা গ. ইংল্যান্ড ঘ. নেদারল্যান্ড

৫. বাংলাদেশের কোন প্লেয়ার এই টুর্নামেন্টে প্লেয়ার অব দ্যা ম্যাচ হয়েছেন ?

ক. সাকিব আল হাসান খ. আল-আমিন হোসেন গ. আনামুল হক ঘ. মুশফিকুর রহিম

বিষয়: বিবিধ

১১৩০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216031
০১ মে ২০১৪ দুপুর ০৩:৫৯
খুঁজে পিরি স্বাধীনতা লিখেছেন : মাইনাস
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
164318
হতভাগা লিখেছেন :
216433
০২ মে ২০১৪ দুপুর ১২:৪৪
প্রবাসী মজুমদার লিখেছেন : এ ব্যাপারে আমি একেবারেই অজ্ঞ। তবুও ব্লগের গলিতে ঘুরতে এসে আপনার বাড়ীতে ঢুকে পড়লাম। ভাবলাম, যাবার আগে হাজিরা দিয়ে যাওয়া উচিত। আমার বেদনা এখানেই। এ ব্লগে কি ক্রিকেট পাগল নেই। একজন ব্লগারের লিখায় মন্তব্যর আশাটা স্বাভাবিক। এজন্যই আমি লিখেছিলাম, আমার ব্লগে কেউ কমেন্টস করবেন না প্লীজ।

ধন্যবাদ।
০২ মে ২০১৪ দুপুর ০২:০৪
164600
হতভাগা লিখেছেন : বাংলাদেশেই অনুষ্ঠিত খুবই সাম্প্রতিক একটা ইভেন্ট নিয়ে পোস্ট দিয়েছিলাম ।

এই কয়টা দিন তো সারা দেশবাসী এই জ্বরেই আক্রান্ত ছিল ।

বাংলাদেশের সাফল্য তো এই একটা বিষয়েই আসে এবং আমাদের খুবই কম পাওয়া আনন্দের মাঝে তো এটাই আছে ।

পারা উচিত ছিল একজন বাংলাদেশী হিসেবে ।

আমরা নিজেরাই যদি নিজেদের দেশের একেবারেই সাম্প্রতিক ব্যাপারে না জানি সেটা খুবই দুঃখ জনক ।

মাস খানেক পরেই তো বিশ্বকাপ ফুটবল , সেটাতো বাংলাদেশে হবেও না কখনও আর বাংলাদেশ খেলতেও পারে কি না কোন কালে সেটাও মনে হয় না ।

দেখবেন সেটা নিয়ে বাংলাদেশীদের ছাগলের ৩ নং বাচ্চার মত কি লাফালাফি !
221883
১৫ মে ২০১৪ বিকাল ০৪:৩৭
আওণ রাহ'বার লিখেছেন : সবগুলো প্রশ্নের উত্তর সঠিক দেয়ার চেষ্টা করবো।
তবে শর্ত হলো সব উত্তর সঠিক হলে বড় দেখে একটা হাতুড়ি দিবেন ।
আর আংশিক ঠিক হলে ছোট হাতুড়ি দেবেন।
রাজি হতভাগা ভাই ।
হাতুড়ি পেলে উত্তর দিতে রাজি আছি।
১৫ মে ২০১৪ রাত ০৮:৫৯
169417
হতভাগা লিখেছেন : এর আগের বার একটা দিছিলাম , সেটা চলবে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File