ক্রিকেট কুইজ ৪

লিখেছেন লিখেছেন হতভাগা ১৮ এপ্রিল, ২০১৪, ০৪:০৩:০৭ বিকাল



এবারের বিষয় : টেস্ট ক্রিকেট

১. টেস্ট ক্রিকেটের এক ইনিংসে সবোর্চ্চ রান সংগ্রহ কারী দল কোনটি ?

ক. শ্রী লংকা খ. অস্ট্রেলিয়া গ. ইংল্যান্ড ঘ . ওয়েস্ট ইন্ডিজ

২. এক ইনিংসে সবচেয়ে বেশী উইকেট নেন কোন বোলার ?

ক. মুরালিধরন খ. অনিল কুম্বলে গ. জিম লেকার ঘ. সিডনি বার্নস্‌

৩. কোন ব্যাটস্‌ম্যানের ক্যারিয়ারে একাধিক ট্রিপল সেন্চুরী আছে ?

ক. ডন ব্র‍্যাডম্যান খ. ব্রায়ান লারা গ. ক্রিস গেইল ঘ. বিরেন্দর শেহওয়াগ

৪. বাংলাদেশ এ পর্যন্ত কয়টি টেস্ট ম্যাচ জয়লাভ করেছে ?

ক. ১ খ. ২ গ.৪ ঘ. ৩

৫. কোন বাংলাদেশী ব্যাটস্‌ম্যান দেশের হয়ে প্রথম দ্বিশতক হাঁকান ?

ক. মোহাম্মাদ আশরাফুল খ. মুশফিকুর রহিম গ. মমিনুল হক ঘ. তামিম ইকবাল

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

বিষয়: বিবিধ

১২৫৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

209518
১৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : পারি তবে সময়ের অভাবে এখানে লিখতে পারছিনা।
১৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩২
157990
হতভাগা লিখেছেন : এই মন্তব্য লিখতে প্রায় ৪০ বারের মত কি-বোর্ডের বিভিন্ন বাটন চেপেছেন ।

যদি পারতেন এই ৪০ বাটনেই সম্ভব ছিল ।
209520
১৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৮
ইমরান বিন আনোয়ার লিখেছেন : এগুলো'তো একেবারে কচি-কাচাদের প্রশ্ন! উত্তরগুলো তাও দিতে মনে চাইত, যদি বিনিয়ে কোনো উপহারের প্রতিশ্রুতি থাকত। হা হা হ.।।
১৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪০
157994
হতভাগা লিখেছেন : কথা না বাড়িয়ে বলে দেখান না
209526
১৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০১
শিশির ভেজা ভোর লিখেছেন : কিরকেট খেলা পছন্দ করি না।
১৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪২
158014
হতভাগা লিখেছেন :
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৭
158435
হতভাগা লিখেছেন :
209583
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ১.ক।
২.গ।
৩. গ ছাড়া সবাইর।
৪. ঘ।
৫.খ।
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৪
158127
হতভাগা লিখেছেন : ১ ও ৫ সঠিক । ২,৩,৪ আবার চেষ্টা করুন ।
209589
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
আওণ রাহ'বার লিখেছেন : ১, ক
২, খ
৩, সবার
৪, গ
৫,খ
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৫
158128
হতভাগা লিখেছেন : ২ নং বাদে বাকীগুলো সঠিক ।
209663
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৩
আওণ রাহ'বার লিখেছেন : 2, খ,গ
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৮
158438
হতভাগা লিখেছেন :
216033
০১ মে ২০১৪ বিকাল ০৪:০৬
খুঁজে পিরি স্বাধীনতা লিখেছেন : আমি খেলা তেমন দেখি না! তাই পারিব না!!
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২১
164312
হতভাগা লিখেছেন : কোন সমস্যা নাই । আসছেন যখন এক কাপ চা খাইয়া যান


মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File