ক্রিকেট কুইজ ৩
লিখেছেন লিখেছেন হতভাগা ১৫ এপ্রিল, ২০১৪, ০৮:০৮:৫১ রাত
এবারের বিষয় : ওয়ানডে ক্রিকেট
১. ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান করে কোন দেশ ?
ক. অস্ট্রেলিয়া খ. সাউথ আফ্রিকা গ . ভারত ঘ. শ্রী লংকা
২. কোন বোলার এক ইনিংসে সবচেয়ে বেশী উইকেট নেন ?
ক. চামিন্ডা ভাস খ. মুরালিধরন গ. ওয়াকার ইউনূস ঘ. উইনস্টন ডেভিস
৩. এক ম্যাচে সর্বোচ্চ রান কোন ব্যাটস্ম্যানের ?
ক. সচীন টেন্ডুলকার খ. বিরেন্দর শেহওয়াগ গ. রোহিত শর্মা
৪. বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ রান কার ?
ক. তামিম ইকবাল খ. সাকিব আল হাসান গ. শাহরিয়ার নাফিস ঘ. মোহাম্মদ আশরাফুল
বিষয়: বিবিধ
১২৪৫ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উত্তর গুলা কয়া দ্যান ভাই
২ ক
৪ কোন ধরনের ম্যাচে বলা হয়নাই।
বিষয়টা খেয়াল করেন
৪ নং টা বলেন এখন ।
২. ক. চামিন্ডা ভাস
৩. খ. বিরেন্দর শেহওয়াগ
৪. ক. তামিম ইকবাল
এই নিন আপনার পুরষ্কার ( ডিজিটাল)
আমাকে ২টা হাতুড়ির বাড়ি দেন @হতভাগা
হাতুড়ি পিটা খাওনের
সখ আওণের
মন্তব্য করতে লগইন করুন