ক্রিকেট কুইজ ১
লিখেছেন লিখেছেন হতভাগা ১৩ মার্চ, ২০১৪, ১২:০০:১৫ দুপুর
ক্রিকেট খেলা খুব পছন্দ করি । আরও পছন্দ করি এর বিভিন্ন রেকর্ড গুলোও ।
ক্রিকেট প্রিয় দেশ বাংলাদেশের মানুষ আমরা কতটুকু জানি ক্রিকেটের রেকর্ড সমূহ সেজন্য আমার এই কুইজ আয়োজন ।
বিষয় : টি২০ ক্রিকেট ( আন্তর্জাতিক বিষয়াবলী)
১. টি২০ ক্রিকেটে ১ম শতক হাঁকান কোন ব্যাটস্ম্যান ?
ক. ক্রিস গেইল খ. ব্রেন্ডন ম্যাককালাম গ. হার্সেল গিব্স
২. ১ম টি২০ বিশ্বকাপ ফাইনালে ম্যাচ অব দ্যা ম্যাচ কে হন ?
ক. ইরফান পাঠান খ. যুবরাজ সিং গ. গৌতম গম্ভীর
৩. টি২০ তে এক ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহ করে কোন দল ?
ক. অস্ট্রেলিয়া খ. শ্রী লংকা গ. ভারত
৪. কোন দলটি এখনও পর্যন্ত টি২০ বিশ্বকাপ এর শিরোপা পায় নি ?
ক. অস্ট্রেলিয়া খ. শ্রী লংকা গ. ইংল্যান্ড
৫. টি২০ তে কোন বোলার এক ম্যাচে প্রথমবারের মত ৫ উইকেট নিয়েছেন ?
ক. উমর গুল খ. টিম সাউথি গ. ড্যারেন সামি
বিষয়: বিবিধ
১২৭৫ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
George Washington , চলে ?
সে কি ক্রিস গেইল?
মন্তব্য করতে লগইন করুন