ক্রিকেট কুইজ ১

লিখেছেন লিখেছেন হতভাগা ১৩ মার্চ, ২০১৪, ১২:০০:১৫ দুপুর

ক্রিকেট খেলা খুব পছন্দ করি । আরও পছন্দ করি এর বিভিন্ন রেকর্ড গুলোও ।

ক্রিকেট প্রিয় দেশ বাংলাদেশের মানুষ আমরা কতটুকু জানি ক্রিকেটের রেকর্ড সমূহ সেজন্য আমার এই কুইজ আয়োজন ।

বিষয় : টি২০ ক্রিকেট ( আন্তর্জাতিক বিষয়াবলী)

১. টি২০ ক্রিকেটে ১ম শতক হাঁকান কোন ব্যাটস্‌ম্যান ?

ক. ক্রিস গেইল খ. ব্রেন্ডন ম্যাককালাম গ. হার্সেল গিব্‌স

২. ১ম টি২০ বিশ্বকাপ ফাইনালে ম্যাচ অব দ্যা ম্যাচ কে হন ?

ক. ইরফান পাঠান খ. যুবরাজ সিং গ. গৌতম গম্ভীর

৩. টি২০ তে এক ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহ করে কোন দল ?

ক. অস্ট্রেলিয়া খ. শ্রী লংকা গ. ভারত

৪. কোন দলটি এখনও পর্যন্ত টি২০ বিশ্বকাপ এর শিরোপা পায় নি ?

ক. অস্ট্রেলিয়া খ. শ্রী লংকা গ. ইংল্যান্ড

৫. টি২০ তে কোন বোলার এক ম্যাচে প্রথমবারের মত ৫ উইকেট নিয়েছেন ?

ক. উমর গুল খ. টিম সাউথি গ. ড্যারেন সামি

বিষয়: বিবিধ

১২৪৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191607
১৩ মার্চ ২০১৪ দুপুর ১২:০৫
বিন হারুন লিখেছেন : পুরষ্কার ঘোষণা করুন. Give Up
১৩ মার্চ ২০১৪ দুপুর ১২:৫১
142542
হতভাগা লিখেছেন :


George Washington , চলে ?
১৩ মার্চ ২০১৪ দুপুর ০১:৩১
142552
বিন হারুন লিখেছেন : আপনি দেখছি মড়ু'র মতো ক্রেস্ট না দিয়ে টাকা, ডলার দেওয়া শুরু করেছেন.Happy
191659
১৩ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৮
প্যারিস থেকে আমি লিখেছেন : আমি সব পারি কিন্তু বলবোনা।
১৩ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৩
142562
হতভাগা লিখেছেন : ঠিক আছে , তাহলে কানে কানে বলে যান ।


191710
১৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫২
বাংলার দামাল সন্তান লিখেছেন : আগে পুরুস্কার ঘোষনা করুন, তারপর উত্তর দিমু।
১৩ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৫
142637
হতভাগা লিখেছেন : ১নং কমেন্টে দেখানো আছে ।
191767
১৩ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৬
সজল আহমেদ লিখেছেন : খেলার সম্বন্ধে আমি তেমন পরিপক্ক নও।তবে প্রথম উত্তরটা ট্রাই করছিঃ-
সে কি ক্রিস গেইল?
১৩ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৮
142650
হতভাগা লিখেছেন : ১নং এর উঃ সঠিক হয়েছে ।
191786
১৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি পারিনা
১৩ মার্চ ২০১৪ রাত ০৮:৩৮
142715
হতভাগা লিখেছেন : কোন সমস্যা নাই । সবাইকে পারতে হবে এমন কোন কথা নেই ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File