ভালই বাটে পড়েছে বাংলাদেশের ক্রিকেট

লিখেছেন লিখেছেন হতভাগা ২৬ জানুয়ারি, ২০১৪, ০৩:২৬:৪৯ দুপুর

৩ জমিদারের প্রস্তাব নিয়ে ২৭-২৯ জানিয়ারী আইসিসিতে আলোচনা হবার কথা । আমাদের পাপন সাহেব এখন সেখানে ।

এই প্রস্তাবে দৃশ্যত দেখা যাচ্ছে যে বাংলাদেশের টেস্ট খেলা বিশাল এক হুমকির মুখে পড়ছে ।

স্বাভাবিক ভাবেই দেশবাসীসহ সংশ্লিষ্ট সবাই এর বিপক্ষে সোচ্চার হয়েছে ।

প্রস্তাবের বিপক্ষে অবস্থান না নিতে বিসিবিতে ভোটাভুটি হয়েছে এবং তা পাশও হয়েছে ২০-৩ ভোটে !

এতে দেশবাসী ক্রিকেটপ্রেমীরা মারাত্মক ক্ষুব্ধ হয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে , প্রতিবাদ সমাবেশ করেছে । ফলশ্রুতিতে বিসিবির মিডিয়া ম্যানেজারের বদৌলতে জানা গেল যে বিসিবি এর বিপক্ষেই যাবে ।

আপাতঃ দৃষ্টিত নিশ্চিন্ত হবার মত ঘটনা হলেও পরিস্থিতি কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য ভয়ংকর রুপ নিতে পারে ।

যে আশংকা আমার মনে হচ্ছে ( প্রথম আলোতেও দেখলাম) তাহলো :

০ এই প্রস্তাব পাশ করতে গেলে এক্সট্রা অর্ডিনারী মেজরিটি লাগবে । ১০টি পূর্ণ সদস্যের মধ্যে ৮ জনের সমর্থন পেতে হবে কমপক্ষে ।

০ এই ৮ জনের মধ্যে ৩ টা ভোট তো জমিদারদের নিজেদের , মানে ভারত , অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড । বাকী থাকে ৭ জনের মধ্যে ৫ জনের ।

নিউজিল্যান্ড নাকি অলরেডি এই প্রস্তাবে তাদের সমর্থন ব্যক্ত করে দিয়েছে । ওরা বাংলাদেশকে খুব ঈর্ষা করে । ২০১০ এ একবার ৪-০ তে হোয়াইট ওয়াশের দগদগে ঘাঁ শুকাতে না শুকাতেই তারই উপর আবারও ২০১৩ এর ৪-০ তে হোয়াইট ওয়াশের ঘাঁ ওরা সহ্য করতে পারছেনা । খেলায় তো আর পারছে না তাই অন্য কোন পন্থা খুঁজছে বাংলাদেশকে সাইজ করার জন্য ।

৪ টা ভোট হল , বাকী থাকে ৬ টার মধ্যে ৪ টা ।

ওয়েস্ট ইন্ডিজ হলো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের হুকুমের গোলাম । সাবেক প্রভুর গোলামী এখনও তাদের করতে মন চায় । ২০০৩ ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া , ইংল্যান্ডের দেখাদেখি তারাও নিউজিল্যান্ডের মত জিম্বাবুয়ে ও কেনিয়াতে কোন খেলা খেলতে গেল না ।

আর টি২০ তে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়ারদের চাহিদা প্রচুর । গেইল , পোলার্ড , ব্রাভোরা আইপিএল , বিগব্যাশে যা কামায় তা জাতীয় দলে ১০ বছর খেলেও কামায় না । ভারত আর অস্ট্রেলিয়া যদি তাদের বোর্ড ও খেলোয়ারদের কাছে টোপ ফেলে তাহলে তারা না করতে পারবে না ।

৫ টা পাওয়া গেল । বাকী ৫ জনের মধ্যে লাগে ৩ জনের ভোট ।

০ পাকিস্তানে অনেক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট হয় না । তাদেরকে আইপিএল জাতীয় লীগেও ডাকা হয় না ।

৩ জমিদার যদি তাদের কাছে টোপ ফেলে যে , প্রস্তাবে সন্মতি দিলে তারা তো নিজেরা পাকিস্তানে খেলতে আসবেই অন্যদেরকেও আনাবে । এমনি তাদের জন্য আইপিএল এবং বিগব্যাশের দরজাও খুলে দেওয়া হবে ।

পাকিস্তান কি এই অফার ফেলতে পারবে ?

আর বাংলাদেশের প্রতি পাকিস্তান ক্ষাপ্পা থাকার অনেক কারণ আছে । আমরা কথায় কথায় স্বাধীনতার চেতনার কথা বলে পাকিস্তানের ১৪ গোস্ঠি উদ্ধার করি । গত বছর তাদের শত অনুরোধেও তাদের দেশে খেলতে যাই নি ।

আমরা বাংলাদেশিরা পাকিস্তানকে কিছু একটাতে হারাতে পারলেই বলি '' ৭১ এর হাতিয়ার , গর্জে উঠলো আরেকবার '' ।

কিসের সাথে কিসের তুলনা !

পাকিস্তান কি এত বোকা যে সেই পরাজয়ের একটা যুতসই জবাব দেবার একটা মোক্ষম সুযোগ এত সহজেই হাতছাড়া করবে ?

৬ টা পেল , বাকী ৪ টার মধ্যে ২ টা ।

০ শ্রী-লংকা হলো উপমহাদেশের মধ্যে ভারতের একটা সাপোর্টং দেশ ।

২০১১ এর ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভারতের বিপক্ষে তাদের বডি ল্যাঙ্গুয়েজ ছিল খুবই সন্দেহজনক । এ নিয়ে ঐ সময় তাদের বোর্ডে ব্যাপক মনমালিন্য হয়ে গেছে । এছাড়া তাদের যে খেলার সাথে ভারতের স্বার্থ জড়িত আছে সে খেলায় তারা ভারতের চাহিদা মত খেলে ।

তাদের প্লেয়াররাও আইপিএলে খেলে ভালই কামাই করছে । জমিদারদের বিপক্ষে গেলে তারা তাদের বিশাল আয়ের একটা খাত হারাবে ।

ভারতের বিপক্ষে যাবার মত সাহস শ্রী লংকার এখনও হয় নি ।

৭ টা হল , আর মাত্র ১ টা ৩ টার মধ্যে ।

০ যদিও আমরা মনে করছি যে বাংলাদেশের মত জিম্বাবুয়েও ক্ষতিগ্রস্ত হবে , জিবম্বাবুয়ের চিন্তা ধারনা মনে হয় আর্থিক ।

কারণ টেস্ট প্লেয়িং কান্ট্রির মধ্যে তাদের বোর্ডই বেশী গরীব। আর জিম্বাবুয়ে তো ৫ বছর নিজেরাই নিজেদের টেস্ট থেকেই সরিয়ে রেখেছিল । তাই টেস্ট খেলতে না পারলে তাদের কোন আক্ষেপ থাকবে না যেমনটা থাকবে বাংলাদেশের ।

১০ টায় ৮ টা ভোট তো পেয়েই গেল জমিদাররা !

একা সাউথ আফ্রিকা কিছু করতে পারবে না যেখানে তাদের প্রভুরা আছে ।

এই প্রস্তাব পাশ হলে ১ম ৮ টা টেস্ট প্লেয়িং দেশগুলোর কিছুই আসবে-যাবে না , তারা যেমন ছিল তেমনই থাকবে । তাদের খেলাতে কোন সমস্যা হবে না । হয়ত টাকা কমে আসবে ।

কিন্তু এতদিনে তিলে তিলে একটা শক্তিতে বেড়ে ওঠা বাংলাদেশের জন্য হবে খুবই খারাপ । টাকার কথা চিন্তা করার কোন সুযোগ নেই । ভাল খেলতে থাকলে টাকা আসবেই । কিন্তু যেখানে খেলারই সুযোগ থাকবে না সেখানে টাকার কথা পরে , খেলোয়ারই তো আসবে না ।

এই খেলাকে ঘিরে সে সব অবকাঠামো গড়ে উঠেছে এই প্রস্তাব পাশ হলে তার উপর বিরুপ প্রভাব আসতে বাধ্য ।

এই প্রস্তাব পাশ হলে বাংলাদেশকে জিম্বাবুয়ে সহ খেলতে হবে ৪ দিনের ইন্টার-কন্টিনেন্টাল কাপ যেখানে আয়ারল্যান্ড, আফগানিস্তান , কেনিয়া এরা খেলছে । এবং সেখানে চ্যাম্পিয়ন হয়ে র‍্যাংকিয়ের ৮ নং দলের সাথে খেলে জিততে হবে জমিদারদের দলে ঢুকতে চাইলে ।

টেস্ট স্ট্যাটাস পেয়ে যাবের পর স্বাভাবিকভাবেই বাংলাদেশ ইন্টারকন্টিনেন্টাল কাপের এই দেশগুলোর উপরে চলে এসেছে । ফলে এটা হবে বাংলাদেশের জন্য অবনমনই যেখানে এখন বাংলাদেশ তর তর করে উপরে উঠছে । আফগানিস্তানদের জন্য এটা হবে খুবই সূবর্ণ সুযোগ ।

তারা এই প্রস্তাবটার সুফল হাতছাড়া করতে যাবে না কখনই ।

এখন মনে হচ্ছে এই প্রস্তাবটা শুধু মাত্র বাংলাদেশের ক্রিকেট সম্ভাবনাকে দমিয়ে দেবার জন্যই আনা হয়েছে ।

বাংলাদেশের উচিত ছিল বিপদের বন্ধু জোগাড় করে রাখা ।

বিষয়: বিবিধ

১৭৬০ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

167922
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪১
বেআক্কেল লিখেছেন : পাপন এটা জিল্লু মিয়ার ছেলে না? পয়সার লোভে এরা দেশ বিক্রি সাধারণ ব্যাপার নিজের স্ত্রী, কণ্যাকেও বিক্রি করে দিতে চিন্তা করেনা। তাছাড়া এসব কু বুদ্ধি তার মাথা থেকে বের হয়নি। তার বাপ প্রেসিডেন্ট হওনের আগ পর্যন্ত সে একটা মস্ত বড় মাতাল ও বেকার আছিল। বাপ তক্তে বসার পর তার এত জ্ঞান বুদ্ধি কিভাবে বাইরা গেল হেই কথাটা আমার মত বে আকলের মাথায় আসেনা। তারে দেখলেই তো মনে হয়, বাঙ্গাল টা কত বোতল জানি টানছে।
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫২
121822
হতভাগা লিখেছেন : পাপন ঔষধ শিল্পে ভাল র‍্যাংকে আছে সেই ২০০৪ থেকেই জানি ।

লোকটাকে আসলেই ভাল মনে হয় আমার কাছে । পাকিস্তানে যাবার ব্যাপারে ভালই ট্যাকল দিয়েছিল ।
২৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৮
121876
বেআক্কেল লিখেছেন : রাস্তাটা ১৯৯৭ সালেই পরিষ্কার করেছিল। তখন তার মা, তার বাপ বাংলাদেশের ভয়ানক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল।
167927
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তাহলে কি আমরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে সপ্ন দেখি তা বিফলে যাচ্ছে ?
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৪
121823
হতভাগা লিখেছেন : পরনির্ভরশীল পররাষ্ট্রনীতিই কাল হচ্ছে বাংলাদেশের জন্য ।

বাংলাদেশকে পছন্দ করে এরকম দেশ খুব একটা নেই ।

তার উপর বাংলাদেশ একমাত্র বন্ধু বানিয়েছে এমন এক দেশকে যাকে বিশ্বের কোন দেশই পছন্দ করে না ।
২৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৬
121836
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমার তো মনে হয় বন্ধু নয় প্রভু বানিয়েছে
167933
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৮
মোঃ ফজলে রাব্বী লিখেছেন : রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহার হবে ‘বাংলাড্রোন’
বিস্তারিত পড়ুন
Click this link
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৫
121824
হতভাগা লিখেছেন : পাবলিসিটি ছাড়েন

পারলে কমেন্ট করেন
২৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৭
121875
বেআক্কেল লিখেছেন : আকামের সংবাদ, প্রথম দুইদিন ঠিক মত চালাইব, পরে ড্রোন রাস্তায় নামিয়ে চাদাবাজি করব, তারপর কোথায় শিবির জামায়াত আছে তা দেখলের লাইগা পিছনে লেগে থাকব।
২৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১০
121882
ির্যাতন লিখেছেন : ভাই এদের আর কোন কাজ নাই। ফোরাম এ আসবো আর >>> দিয়া একটা লিঙ্ক ক্লিক করুন পোস্ট দিয়া ভাগবো। পারলে আমার মত ভাল লিঙ্ক দেন। যেখানে ক্লিক করলে টিভি দেখা যায় ফ্রি Click Here to See Free Online Television
167974
২৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৯
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনিতো ভালোই লিখেছেন।
২৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩১
121886
হতভাগা লিখেছেন : কিছু একটা মতামত যদি দিতেন তাহলে ভালোই লিখার সার্থকতা পেতাম
167979
২৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৪
প্রবাসী আশরাফ লিখেছেন : বড়ই চিন্তায় আছি বিষয়টা নিয়ে...খুবই খারাপ লাগবে বাংলাদেশ টেষ্ট ক্রিকেট থেকে ছিটকে পড়লে... Thinking
২৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩০
121884
হতভাগা লিখেছেন : এই বিষয়টা যতটা না খেলা সম্বন্ধীয় তার চেয়ে বেশী কূটনৈতিক বিষয়ক ।

বাংলাদেশ এই বিষয়ে বরাবরই কাঁচা এবং পরমুখাপেক্ষী
167995
২৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৯
শারমিন হক লিখেছেন : ভাবার বিষয় ।
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৪১
122261
হতভাগা লিখেছেন : ভাবতে থাকেন ।
168407
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:২৩
সাইদ লিখেছেন : বর্তমানে বাংলাদেশে যা চলছে তাতে ভারতের বিরোধীতা মানেই তো রাজাকারের পক্ষ নিয়ে কথা বলা.বিসিবি কি রাজাকারের অপবাদ নিয়ে ভারতের বিরুদ্ধে লবিং করার সামর্থ্য রাখে ?ভারতের বিরুদ্ধে টু শব্দ করার ক্ষমতা বর্তমান সরকার রাখেনা।প্রভুদের জন্য আমাদের আর কি কি হারাতে হতে পারে তার আগাম একটা তালিকা করতে পারেন অথবা সময়ের উপর ছেড়ে দেন.যে দেশে জীবনের কোনো মুল্য নেই,বিল্ডিং ভেঙ্গে,লঞ্চ ডুবিতে হাজার হাজার লোক মারা গেলেও কারো কিছু করার থাকেনা।যাদের জীবনের মুল্য মাত্র ২০হাজার টাকা সেই দেশে বেঁচে থাকাটাই তো পরম সৌভাগ্যের ব্যাপার।ক্রিকেট থাকলেই বা কি আর না থাকেলেই বা কি ?
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৩৫
122259
হতভাগা লিখেছেন : ''ক্রিকেট থাকলেই বা কি আর না থাকেলেই বা কি ? ''

০ ঠিক বলেছেন । কিন্তু ওদের বিভিন্ন অন্যায়ের সামনা সামনি জবাব দেবার এটাই যে একমাত্র মাধ্যম ছিল !
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৪৬
122263
সাইদ লিখেছেন : দেশকে রাজাকার /ভারতীয় দালাল এই দুই ভাগে যেভাবে বিভক্ত করা হয়েছে তার কুফল ধীরে ধীরে প্রকট আকার ধারণ করবে।বাংলাদেশী পক্ষ আজকে ঘরের মধ্যে মান-সন্মান জীবন বাঁচানোর জন্য ভয়ে লুকিয়ে আছে.তাদেরকে রাস্তায় বের করে আনবে কে?সব নেতার পিছনেই তো ট্যাগ লাগানো হয়ে গেছে।ট্যাগ লাগানোর যে রাজনীতি শুরু হয়েছে তার কুফল তো আমাদের ভোগ করতেই হবে.
173210
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৪
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ধন্যবাদ। বিশ্লেষণ ও যুক্তিগুলো ফেলনা নয়। যথেষ্ট মাথা খাঁটানো হয়েছে বোঝা যায়। শেষ পর্যন্ত প্রস্তাবে কিছুটা কাঁটছাট করে হয়তো বাকী দেশগুলোকে তারা রাজী করিয়ে ফেলবে। কপাল পুড়বে বাংলাদেশ এর।

তবে তিন কুতুব এর রাংকিং এ অবনমন হবেনা- এ প্রস্তাবটি হয়তো মানবেনা পাকিস্তান ও দক্ষিণ অফ্রিকা কোন অবস্থাতেই।
182484
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৯
সজল আহমেদ লিখেছেন : চিন্তার বিষয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File