কি হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের জন্য ?
লিখেছেন লিখেছেন হতভাগা ২৪ জানুয়ারি, ২০১৪, ১১:২০:৪৪ সকাল
গত সপ্তাহ খানেক ধরে যে আলোচনা বাংলাদেশে খুব বেশী আলোচিত হচ্ছে তাহলো -
সামনের দিন গুলোতে হয়ত বাংলাদেশ আর টেস্ট ম্যাচ খেলতে পারবেনা !
অলরেডি আমরা সবাই বিভিন্নভাবে জেনেছি যে -
কারা , কিভাবে , কি করতে যাচ্ছে এবং এর ফলে কারা কারা লাভবান হবে আর কে কে ক্ষতিগ্রস্থ হবে ।
সারা বছর যে দেশের মানুষ সব সময় হতাশায় থাকে সেখানে ক্রিকেট খেলাই একমাত্র উপলক্ষ হয়ে আসে আনন্দের । সেই ক্রিকেটই এখন বাংলাদেশের জন্য কঠিন হবার পথে ।
নতুন নিয়মে ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে বাংলাদেশ থাকবে সবার উপরে ।
যে দেশ টেস্ট স্ট্যাটাস পাবার ৬-৭ বছর খুব সমালোচনার মধ্যে ছিল , গত ৫-৬ বছর যখন আস্তে আস্তে ভাল খেলা শুরু করেছে , বড় বড় জমিদারদেরকে একের পর এক বাঁশ দিচ্ছিল - তখনই এল এই সর্বনাশা প্রস্তাব ।
সাউথ আফ্রিকা , শ্রীলংকা , পাকিস্তান Straight Forward এর বিপক্ষে তাদের অবস্থান ইতিমধ্যেই নিশ্চিত করেছে ।
এই প্রস্তাবকে পাশ করাতে জমিদারদের চাই আরও ৪ জনকে । অলরেডি পা চাটা কুত্তা হিসেবে পেয়ে গেছে বাংলাদেশেরই কাজে ক্রমাগত হোয়াইট ওয়াশ হওয়া নিউজিল্যান্ড ।
এটা অত্যন্ত দুঃখের বিষয় যে বাংলাদেশই এই নিয়ম কার্যকর হলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবে , সেই দেশেরই বোর্ড বিসিবি কি না ভারতের এই প্রস্তাবকে সমর্থন দিতে যাচ্ছে !
এটা হবে বাংলাদেশের জন্য জেনে শুনে বিষ খাবার শামিল ।
রাজনৈতিক অস্থিরতার জন্য বাংলাদেশে যে এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপ নিয়ে সংশয় দেখা দিয়েছিল তা ভারতের আশ্বাসেই দূর হয়েছে এবং তা ছিল বাংলাদেশ ''ঐ খসড়াতে সন্মতি দিবে'' এটার নিশ্চিত প্রতিশ্রুতি পাবার পরই ।
বাংলাদেশ কি এই এশিয়া কাপ ও টি২০ আয়োজনের বিনিময়ে নিজেদের ক্রিকেট ভবিষ্যতকে বিলিয়ে দিল !!
আরও মর্মাহত খবর হল যে , বিসিবির সভাপতি যিনি বাংলাদেশের প্রথম চেস্ট অধিনায়ক এবং প্রেসিডেন্ট সাহেব - নিজ দেশের জন্য ক্ষতিকর এই প্রস্তাবকে যেখানে সাউথ আফ্রিকাদের মত সরাসরি '' না '' করে দেওয়ার কথা , সেখানে তারা প্রস্তাবটির প্রতি নিমরাজি !!
একজন বাংলাদেশী হিসেবে , বাংলাদেশ ক্রিকেটের সমর্থক হিসেবে আপনার মতামত জানতে চাইছি ।
হয়ত বা এরকম ছবি আমরা আর কখনও দেখতে পাবো না
বিষয়: বিবিধ
১২৫২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দ্বিপাক্ষিক চুক্তিগুলো সবসময়ই হয় গোপনে এবং বাংলাদেশ সবার সাথেই এ ব্যাপারে Loser side য়েই থাকে ।
এই প্রস্তাব বিশ্ব বাসীর সামনে একেবারে ওপেন এবং সবাই এটার সম্ভাব্য ফল ভালই বুঝতে পারছে ।
দেখা যাক খেলা নিয়ে এই যে বিশ্ব রাজনীতির কূটচালে বাংলাদেশ পড়লো যার বেনিফিশিয়ারী ভারত এবং দ্বিপাক্ষিক সব চুক্তিতেই বাংলাদেশ ভারতকে সব কিছুই উজাড় করে দেয় নিজেরটাও ছেড়ে দিয়ে ।
বাংলাদেশ কি করবে এবার এই কূটনীতির খেলায় যেখানে ভারত তার মুখোমুখি এসেছে ।
বাংলাদেশ কি পারবে সাউথ আফ্রিকা - শ্রী লংকা - পাকিস্তানের মত সরাসরি নিজেদের অবস্থান আগে ভাগেই জানিয়ে নিজেদের স্বকীয়তা সগৌরবে ঘোষনা করতে
নাকি , আবারও বন্ধু (!)ভারতের লাভের জন্য, ভারতের পরামর্শে নতজানু হয়ে নিজেদের জন্য ক্ষতিকর প্রস্তাবকে সমর্থন জানাবে ।
প্রকৃতপক্ষে ভারতের নিজেদের অখন্ডতার জন্য একটা ব্যর্থ বাংলাদেশ দরকার ।
জন্য একটা ব্যর্থ
বাংলাদেশ দরকার ।
ঠিক বলেছেন মালয়শিয়া আমাদের একবছর পর স্বাধীনতা পেয়েও আজ কত শিখরে
মন্তব্য করতে লগইন করুন