বাড়ি ছেড়ে বেরিয়ে আসুন, ভোট দিন: জয়

লিখেছেন লিখেছেন হতভাগা ০৪ জানুয়ারি, ২০১৪, ০৮:০৮:৪৫ রাত



04 Jan, 2014 বিএনপি-জামায়াতের সন্ত্রাসকে ‘না’ বলে আগামীকাল বাড়ি ছেড়ে বেরিয়ে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। আজ শনিবার জয় তাঁর ফেসবুক পাতায় এ আহ্বান জানান।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বিরোধী দল আগুন দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে, স্কুল ও পুলিশ কেন্দ্র পুড়িয়ে দিচ্ছে। গতকাল বিরোধী দলের সন্ত্রাসীরা পাঁচজন মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। আজ দেশের অনেকগুলো স্কুল ও ভোটকেন্দ্রে তারা অগ্নিসংযোগ করেছে। এমনকি আলোচনা চলার সময়ও তারা পেট্রল ও গানপাউডার দিয়ে গণপরিবহনে আরোহী নিরীহ নাগরিকদের গায়ে আগুন দিয়েছে। আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা তাদের সন্ত্রাস চালিয়ে গেছে।’

জয় বলেন, ‘বিএনপির জোট-সঙ্গী জামায়াত একই সন্ত্রাসী কৌশলে আমাদের স্বাধীনতা রুখতে চেয়েছিল। ১৯৭১ সালে তারা সফল হয়নি। সন্ত্রাসের মাধ্যমে এবারের নির্বাচন রুখতেও তারা সফল হবে না। বিএনপি-জামায়াতের সন্ত্রাসকে না বলুন। আগামীকাল বাড়ি ছেড়ে বেরিয়ে আসুন এবং ভোট দিন।

উৎসঃ প্রথম আলো

প্রতিক্রিয়া : জয় ও তারেক দুইজনই একই দিনে দুই বিপরীতমুখী আহবান জানালেন । দেখা যাক জন গন কার কথা শুনে ।

বিষয়: বিবিধ

১১৩৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158990
০৪ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১০
সুমন আখন্দ লিখেছেন : দেখা যাক!
০৪ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২১
113777
হতভাগা লিখেছেন : We shall see
159002
০৪ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২৮
সাইদ লিখেছেন : রাবিশ এন্ড স্টুপিড।
০৪ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৩
113804
হতভাগা লিখেছেন : আপনিও ভোট দিতে যাবেন , সাথে পরিবারে যারা যারা ভোটারস আছে তাদেরকেও নিয়ে যাবেন।।
০৪ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫২
113809
সাইদ লিখেছেন : আমরা বড়ই হতভাগা রে ভাই। আমাদের কারোর ভোট নাই .১৫৩ এর মধ্যে পড়ে গেছি।নাকে সরিষার তৈল দিয়ে ঘুমিয়ে থাকব।
159063
০৪ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৭
সাঈদ রাহমানী লিখেছেন : রাতেই কি বেড়িয়ে আসবো বাড়ি থেকে, তো থাকবো কোথায়?
আর আমাদের যাদের জনপ্রতিনিধি ভোট ছাড়াই নির্বাচিত করে ফেলেছে সরকার আমরা কিভাবে কোথায় ভোট দিব
০৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:০৮
113890
হতভাগা লিখেছেন : মিরপুরে / উত্তরা / যাত্রাবাড়ি চলে আসুন । সারাদিন বসে বসে ভোট দেবে ।
159137
০৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:২২
আলোর কাছে বাঁধা আমি লিখেছেন : নির্বাচনের ফলাফল আমাদের জানা -- এখন পরিস্তিতি সরকার কিভাবে সামাল দেয় এটাই দেখার বিষয় --
০৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:১১
113891
হতভাগা লিখেছেন : কয়েক জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File