ঢাবির তিন ছাত্রীকে পিটিয়ে জখম করেছে ছাত্রলীগ

লিখেছেন লিখেছেন হতভাগা ২২ ডিসেম্বর, ২০১৩, ০৫:০৩:৫২ বিকাল



22 Dec, 2013

ঢাকা বিশ্ববিদ্যালয় তিন ছাত্রীকে পিটিয়ে জখম করেছে জহুরুল হল শাখা ছাত্রলীগের কর্মীরা। এতে তাদের এক জনের চোখ, একজনের পা ও অপরজনের পিঠে গুরুতর আঘাত পেয়েছে বলে জানা গেছে। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ঘটনার দুই দিন পরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়ায় আন্দোলনে নামছে সাধারণ শিক্ষার্থীর। জড়িতদের শাস্তি দাবি করে ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সে জন্য মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে তারা। ইতোমধ্যে থানায় জিডি করার জন্য প্রক্টর বরাবর আবেদন করেছে তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার সন্ধ্যার দিকে চারুকলার অনুষদের কয়েকজন শিক্ষার্থী জহুরুল হক হলের পাশ দিয়ে যাচ্ছিলেন। এদের মাঝে ৩ ছাত্রী সামনে এবং দুজন পিছে ছিলেন। এ সময় জহুরুল হক হল ছাত্রলীগ নেতা অনিকের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী সামনের তিন ছাত্রীকে উদ্দেশ করে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকে। তখন পেছনের দু’জন প্রতিবাদ করতে গেলে অনিক তাঁর হলে খবর দেয়। এ সময় ৫০-৬০ জন ছাত্রলীগ কর্মী এসে ওই ছাত্রীদের ধাওয়া দেয়। পরে তাঁরা সেখান থেকে রিক্সা করে চলে যেতে চাইলে তাদের রিক্সা থেকে নামিয়ে মারধর করে ছাত্রলীগ কর্মীরা।

এসময় তিন ছাত্রী গুরুতর আহত হন। এদের মাঝে দুই জনের পায়ে ও চোখে মারাত্মক জখম হয়। অপরজনকে কলম দিয়ে হাত ও পিঠে উপর্যুপরি আঘাত করা হয়।

জানা যায়, গত কয়েক দিন আগে বিজয় দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্টের সময় মেয়েদের শারীরিক নির্যাতন চালিয়েছিল অনিক ও তার সহযোগীরা। এছাড়া প্রায় সোহরাওয়ার্দী উদ্যানসহ বিভিন্ন জায়গায় মেয়েদেরকে হয়রানির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ সময় তারা মেয়েদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় ও শারিরিক নির্যাতন করে বলে জানা যায়। এসব বিষয় জানলেও রাজনৈতিক চাপের কারণে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারছেন না বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থী।

নাম প্রকাশে অনিচ্ছুক জহুরুল হক হলের আরেক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা করে ছাত্রদের নৈতিকতা এত নিচে নামবে তা ভাবতে অবাক লাগছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে যদি নৈতিকতা তৈরি না হয়, এর চেয়ে লজ্জার আর কি থাকতে পারে?

উৎসঃ নিউজইভেন্ট

প্রতিক্রিয়া : ছাত্রলীগের ছোঁয়া পেয়ে ছাত্রীদের তো বর্তে যাবার কথা

বিষয়: বিবিধ

১২৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File