এই বাংলাদেশই কি আমরা চেয়েছিলাম ? গতকালের পুলিশী হামলার কিছু দৃশ্য

লিখেছেন লিখেছেন হতভাগা ২০ ডিসেম্বর, ২০১৩, ০৮:২৭:৪৯ সকাল

আজকে দাবি আদায় করতে গিয়ে ইমরান এইচ সরকাররা রাজপথে নাইমা পুলিশের লাঠিচার্যে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

আজকে গনজাগরন মঞ্চের কর্মিরাই দাবি আদায়ে অটল থেকে পুলিশি বাঁধা.জামাত হেফাজতের তান্ডব উপেক্ষা করে তাদের সংগ্রাম অব্যাহত রাখে।

আর একদল চুতিয়া অনলাইনে বসে দাঙ্গা বাধানোর চেষ্টা করে,হঠকারিতায় লিপ্ত থাকে,বিভ্রান্তি বিস্তার করে,মঞ্চের সমালোচনা করে।যারা এইসব কাজ করে সেইসব কাপুরুষের দলদের ধিক জানাই।



গুলশান থানার ওসি-এসপি-এএসপি এর জন্ম পরিচয় খুজলে নিশ্চিত পাকি বীর্যে জন্ম নেয়া কিছু শুয়োর খুজে পাওয়া যাবে। সরকারের কোন নির্দেশ না থাকা সত্ত্বেও, সরকারি এমপি দের উপর এরকম পুলিশি হামলা প্রমান করে পুলিশের মধ্যে এখনো পাকি-প্রেমী জামাত-প্রেমী টাকা খোয়া শুইয়োর রয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর সুবিচার চাই। পাকি-শুয়োরদের বিরুদ্ধে এই আন্দোলন যে কোন পরিস্থিতিতেই চলবে। জয় বাংলা।



গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার





গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা আজ পাকিস্তান দূতাবাস ঘেরাও করতে গেলে গুলশান-২ নম্বর গোল চত্বরে পুলিশ তাঁদের লাঠিপেটা করে।

আমরা পুলিশের এহেন বর্বোরচিত হামলার তীব্র নিন্দা সহ প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি, পুলিশ প্রশাসনের ভিতরেই ঘাপটি মেরে বসে থাকা স্বাধীনতাবিরোধীরা সরকারকে বিব্রত করার জন্য তারুণ্যের শান্তিপূর্ন মিছিলে হামলা করেছে।

আমরা অতিসত্বর পুলিশের ভিতরে... লুকিয়ে থাকা এইসব স্বাধীনতাবিরোধীদের খুঁজে বের করে এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য সরকার এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

সেই সাথে আমরা আহত গণজাগরন মঞ্চের নেতা-কর্মীদের আশু সুস্থ্যতা কামনা করছি।



গণজাগরণ মঞ্চের কর্মী শাম্মী হক কে এভাবেই পেটাচ্ছে পুলিশ।



পুলিশি হামলার এভাবেই প্রতিবাদ জানান মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরী।



একজন Arif Noor (আরিফ নূর), গণজাগরণ মঞ্চের হার্ডকোর কর্মী। কিছুদিন আগে জামাতি পিশাচেরা তাকে কুপিয়ে আহত করেছিল। ইমরান এইচ সরকার-কে ঘিরে ছিলেন প্রটেক্ট করছিলেন তাই কমপক্ষে ৫০ জন পুলিশ মিলে তাকে পিটিয়েছে বেধড়ক। পুলিশের লাঠিচার্জ শেষ হওয়ার পর "জয় বাংলা" বলে চিৎকার করে পরে যায় মঞ্চের প্রিয়মুখ আরিফ নূর।সবাই তার জন্য দোয়া করবেন। আরিফের মত ক্র্যক পোলাপাইন বাংলাদেশ-কে বাচিয়ে রাখবে আজীবণ জয় বাংলা বলে।

সূত্র : শাহবাগ চত্বর

বিষয়: বিবিধ

২৮২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File