পুলিশকে বিক্ষোভকারী তরুণীর চুমু, আন্দোলনে নতুন ঢেউ
লিখেছেন লিখেছেন হতভাগা ১৫ ডিসেম্বর, ২০১৩, ০৮:০৮:৩২ রাত
15 Dec, 2013 ওপরের ছবিটি এখন ইতালিতে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দু। এ ছবিটি প্রকাশ পাওয়ামাত্রই দেশের এক জাতীয় ইস্যুর বিরুদ্ধে জনতার চলমান আন্দোলনে নতুন ঢেউ জেগেছে। প্রথম দর্শনে ছবিটিকে শান্তিপূর্ণ বিক্ষোভ-আন্দোলনের প্রতীক বলেই মনে হয়। কিন্তু কর্মসূচিতে নিরাপত্তায় দায়িত্বরত ওই পুলিশের হেলমেটের কাঁচে চুমু খাওয়া তরুণীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছে ইতালি পুলিশের ট্রেড ইউনিয়ন।
রোমের পিডমন্ট প্রদেশ থেকে ফ্রান্স পর্যন্ত উচ্চগতির রেল যোগাযোগের জন্য টানেল স্থাপনের প্রজেক্ট হাতে নিয়েছে সরকার। আর এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন জনতা। বিক্ষোভ কর্মসূচিতে নাশকতা এড়াতে হাজির রয়েছেন পুলিশ বাহিনী। সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হচ্ছে নানা ছবি। এর মধ্যে বোমের মতো ফাটলো ওপরের ছবিটি।
বিশ বছর বয়সি নিনা ডি চিফ্রে নামের ওই তরুণী বিক্ষোভে যোগ দিতে এসেছেন।
পুলিশ ট্রেড ইউনিয়নের প্রধান ফ্রাঙ্কো গত বৃহস্পতিবার দেশের মিডিয়াকে বলেন, 'এটাকে যৌন নিপীড়ন বলে আমি মনে করি'।
'যদি ওই পুলিশ অফিসার মেয়েটিকে চুমু খেতো তাহলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতো', ফ্রাঙ্কোর এই মন্তব্য তুলে দিয়েছে দ্য টেলিগ্রাফ।
এসব আক্রমণাত্মক মন্তব্যের পর আলোচনার মধ্যমণি ওই তরুণী তার ফেসবুক পেজে লিখেছেন, 'এটা কোনো শান্তিপূর্ণ মেসেজ নয়, এইসব বিরক্তিকর ---গুলোকে আমি উল্টো করে ঝোলাবো'।
তা ছাড়া এক বিক্ষোভকারীকে পুলিশ পিটিয়েছে বলেও অভিযোগ করেন চুম্বনকারী তরুণী নিনা।
সূত্র: টেলিগ্রাফ, হাফিংটন পোস্ট
উৎসঃ কালের কণ্ঠ
বিষয়: বিবিধ
১১৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন