প্রতিরোধের ‘চূড়ান্ত’ প্রস্তুতি আওয়ামী লীগের
লিখেছেন লিখেছেন হতভাগা ১৫ ডিসেম্বর, ২০১৩, ০৫:৪৪:০৪ বিকাল
15 Dec, 2013 বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের টানা কর্মসূচি ও জামায়াত-শিবিরের সহিংসতা প্রতিরোধে ‘চূড়ান্ত’ প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ‘নাশকতা’ প্রতিহত করতে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে ইতিমধ্যেই দলের নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। বিজয় দিবসের পর থেকেই সহিংসতার বিরুদ্ধে ‘চূড়ান্ত’ প্রতিরোধ গড়ে তুলবে দলটি। পাশাপাশি নির্বাচনী মাঠ দখলে নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত মাঠে থাকবে ক্ষমতাসীনরা। দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে এবং দলীয় সূত্রে এমন তথ্য পাওয়া গেছে।
শনিবার বুদ্ধিজীবী দিবসের এক আলোচনা সভায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছি। নারী-শিশু হত্যা করবেন, ছেলে-মেয়েদের পরীক্ষা দিতে দেবেন না, আর আমরা বসে বসে সহ্য করব, তা হবে না।”
এর একদিন পরেই রোববার আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ আওয়ামী লীগের সঙ্গে এর সহযোগী ও অঙ্গ সংগঠনগুলো এবং ঢাকা মহানগরের বিভিন্ন সাংগঠনিক এলাকার নেতাদের যৌথসভায় বিজয় দিবসের পর থেকে ‘যেখানেই আঘাত, সেখানেই পাল্টা আঘাত’ আনতে আহ্বান জানান।
এর আগে গত বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে বেঠক করেছিলেন দলটির সভাপতি শেখ হাসিনা। ওই বৈঠকের সময়ে আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিরোধী জোটের সহিংসতা প্রতিরোধে আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থাকার নির্দেশ দেয়া হয়েছিল।
এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম নতুন বার্তা ডটকমকে বলেন, “জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে বিরোধী দল যা করছে এটাকে রাজনৈতিক কর্মসূচি বলা যায় না। তাদের যেকোনো ধরনের নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আওয়ামী লীগ সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে না। তবে জনগণরে জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে থাকবে আওয়ামী লীগ।”
দলীয় সূত্র মতে, দাবি আদায়ে বিরোধী জোট আরো কঠোর কর্মসূচির দিকে যাচ্ছে। এই সময়ে জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হলো। এমন পরিস্থিতিতে তাদের চলমান নাশকতা আরো বাড়তে পারে এমন আশঙ্কা করছে ক্ষমতাসীনরা। তাই নির্বাচনী মাঠ দখল ও এবং সহিংসতা মোকাবেলায় এখন থেকে নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
এদিকে, রোববার বিকেলে সচিবালয়ে জরুরি বৈঠকে বসেছে আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ধারণা করা হচ্ছে, এখান থেকে বিরোধী দলের আন্দোলন ও নাশকতা প্রতিরোধে জরুরি নির্দেশনা আসতে পারে
উৎসঃ নতুন বার্তা
বিষয়: বিবিধ
১৩৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন